উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/নিরীক্ষক/২০২১

AAShemul সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    প্রত্যাহারকৃত

আমি উইকিপিডিয়ার একজন নিয়মিত সদস্য। আমি বিগত সাড়ে ৫ বছরের অধিক সময় ধরে উইকিপিডিয়ায় অবদান রাখছি (জানুয়ারি ২০১৬ থেকে)। তাই এখানে আমি নিরীক্ষক হিসেবে যুক্ত হতে পারলে, গর্বিত হবো। ধন্যবাদ। AAShemul (আলাপ) ২০:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@AAShemul: ভাইয়া আপনার সর্বমোট সম্পাদনা ২৫৭টি। আপনি উইকিতে নিয়মিত হলেও, আমার মতে সম্পাদনায় আপনার আরও কিছুটা সক্রিয় হওয়া উচিত, সম্পাদনায় আরও অভিজ্ঞতা অর্জন করা উচিত। এই মুহুর্তে নিরীক্ষক অধিকার ছাড়াই আপনি নিরীক্ষক হতে পারেন। যেমন বিশেষ:অজানা পাতা ক্লিক করে আপনি বিভিন্ন নিবন্ধে বের করে সেগুলির ভুল-ত্রুটি সংশোধন করতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:১২, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
আনুমানিক কি পরিমাণ সম্পাদনা প্রয়োজন? -- AAShemul (আলাপ) ২১:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@AAShemul: যদিও সম্পাদনার সংখ্যা কোন মানদণ্ড নয়, তবুও আমি বলব অন্ততপক্ষে ১,০০০+ সম্পাদনা করুন। তবে সবচেয়ে বড় বিষয় হল, আপনি ভালো সম্পাদনা করছেন, বিভিন্ন নিবন্ধে যেয়ে সেগুলির ভুল-ত্রুটি সংশোধন করে দিচ্ছেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ব্যবহারকারী তার সম্পাদনায় আবেদনটি প্রত্যাহার করতে চেয়েছেন বলেই মনে হয়েছে। তাই প্রত্যাহারকৃত হিসেবে চিহ্নিত করলাম। — AKanik 💬 ১২:৩৮, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ -- AAShemul (আলাপ) ১৩:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ওহিদ সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    প্রত্যাহার

আমি বাংলা-উইকিপিডিয়াই একজন নিয়মিত অবদানকারী, আমি নিরীক্ষক অধিকারটি সম্পর্কে পড়েছি এবং জীবিত ব্যক্তির জীবনী, ধ্বংসপ্রবণতা এবং ব্যক্তিগত আক্রমণ সম্পর্কেও অবগত (যা আপনি আমার অবদানের ইতিহাস দেখে হয়তো বুঝতে পারবেন)। অভিজ্ঞ ব্যবহারকারীরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকার কারণে, কিছু সময় অল্প সংখ্যক বা আমার নিজেরই পরীক্ষণগুলি দীর্ঘসময় অপর্যালোচিত হিসেবে থেকে যায়, যা বিরক্তিকর লাগে। এবং এই মূহুতে আমি বেশ কিছু নিবন্ধ ঠিক করছি, যেখানে এই সুবিধাটি আমায় সাহায্য করবে। এই সুবিধাটি পেলে আশা করি আমার অবদানের কাজটি আরও দ্রুত ও মসৃণ হবে। ধন্যবাদ ~ ওহিদ (আলাপ) ১৭:১০, ৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

জেনে হোক/না জেনে হোক, অতীতে আপনার করা কর্মকান্ডের কারণে এই অধিকার দিতে অগ্রসর হতে ইতস্তত বোধ হচ্ছে। আপনাকে আরও কয়েকমাস অবদান রেখে, আরও আস্থা অর্জন করে অধিকার চাইতে বলব। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:৩৮, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ভাই আপনি একবারও ভেবেছেন, আমি যদি আপনাকে না বলতাম, তাহলে কি আপনি একবারও বুঝতে পারতেন আমি সেই লোক (আমার অবদান দেখে)?? কিন্তু না, আমি সেটা করিনি, আমার ভুল সংশোধন করার জন্য আমি প্রথমে আপনাকেই বলেছি। যদি আপনি জানতেন না যে আমি সেই লোক, তখনও কি দিতেন না? জিজ্ঞাসা করছি, জানতে চাইছি। আমার এই প্রশ্নটি অধিকার পাওয়ার লোভে নয়। আর এমনিতেও এই অধিকারটি দরকার ছিল তাই আবেদন করেছিলাম, ভেবেছিলাম অন্য ব্যবহারকারীর খাটনি কমবে। ~ ওহিদ (আলাপ) ০৬:১৫, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ওহিদ: সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি না বললে তখন কি দেওয়া হত না? আসলে নির্ভর করে। সাধারণত কেউ দীর্ঘদিন ও ভালো অবদান রেখে আবেদন করলে দ্রুত দেওয়া যায়, আর না হলে ইতস্তত বোধ হয় (এই আবেদনের উপরের আবেদনই উদাহরণস্বরূপ দেখুন)। আপনাকে আমি হতাশ করতে চাই না; ও একাধিক কারণে আপনাকে আরও কয়েকমাস অবদান রেখে (যেন আরও সম্পাদনা ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন), আরও আস্থা অর্জন করে (অতীত ঘটনার কারণে) অবেদন করতে বলেছি। আপনি অবদান রাখা অব্যাহত রাখুন। চলমান ধারা বজায় রাখুন, তাহলে তখন ইতস্তত বোধ হবে না ও দ্রুত দিতে স্বাচ্ছন্দ্য বোধ করব। -- আফতাবুজ্জামান (আলাপ) ০০:১৯, ৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ওহিদ: ভাইয়ের সম্পাদনাগুলো ঠিকঠাক চলছে আলহামদুলিল্লাহ। এইভাবে চালিয়ে গেলে অনেক ভালো কিছু হবে। তবে উইকিপিডিয়ায় আস্থা অনেক বড় একটা পয়েন্ট। এটা সময় নিয়ে অর্জন করলে গাঢ় হয়। তাই বলবো ধৈর্য ধরুন, সম্পাদনা করতে থাকুন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০০:৩২, ৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ওহিদ: যদি আপনার পূর্বের অ্যাকাউন্ট থাকে, কিন্তু সম্প্রদায় জানে না সেটি কোন্ অ্যাকাউন্ট, তাহলে পূর্বের অ্যাকাউন্টের অবদান পর্যালোচনা সম্ভব না হওয়ায় অধিকার প্রদানের সিদ্ধান্ত না নেয়া স্বাভাবিক। এজন্য দুঃখিত না হয়ে উইকিপিডিয়ায় অবদান রাখুন। তবে উপরের আলোচনায় আরো মনে হচ্ছে হয়তো আপনার পূর্বের অ্যাকাউন্টের কোনো অবদান নিয়ে সম্প্রদায়ের আপত্তি জানিয়েছে। যদি তা হয়, আমি আপনাকে এই অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ করতে এবং পূর্বের অ্যাকাউন্টে ফিরতে পরামর্শ দিচ্ছি। WP:SOCK#CLEANSTART অনুসারে নতুন করে অ্যাকাউন্ট ব্যবহার শুরু করা যাবে না, যদি পূর্বের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা, সর্তকীকরণ ইত্যাদি থাকে আর পূর্বের অ্যাকাউন্টে বাধা থাকলে বাধা অপসারণের অনুরোধ করবেন। — AKanik 💬 ১৬:০৮, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmad Kanik: আমার পূর্বের ঘটনা আফতাবুজ্জামান ভাই ছাড়া কেউ জানে না (ভালো করে)। আমার উইকিপিডিয়ার যাত্রা আফতাবুজ্জামান ভাইয়ের থেকেই শুরু হয়। একজন প্রশাসক হিসেবে তিনি আমাকে অনুমতি দিয়েছেন, তাহলে অসুবিধাটা কোথায় অবদান রাখতে? @আফতাবুজ্জামান: ভাই কি বলছে @Ahmad Kanik তাহলে কি অবদান রাখা বন্ধ করে দিতে হবে আমাকে?? ~ ওহিদ (আলাপ) ১৬:১৯, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ওহিদ আপনি দুঃখিত হবেন না, অবদানও বন্ধ করতে হবেনা। আপনার বর্তমান অবদানের জন্য আপনি সন্মানিত হবেন, আগের ভুলের জন্য মন খারাপ করবেন না। এবং সম্প্রদায়ের উপর আস্থা রাখুন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৬:৪৭, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@ওহিদ:আমার মন্তব্য আরেকবার পড়ুন। আমি নিয়ম অনুযায়ী পরামর্শ দিয়েছি, পূর্বের অ্যাকাউন্টে ফিরতে, শুধু যদি সেই অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জাতীয় কিছু থাকে। পরামর্শকে নিষেধ হিসেবে নিবেন না।AKanik 💬 ১৬:৫২, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@কণিক, যা ঘটেছিল তা অন্য এক উইকিতে হয়েছিল (কি করেছিল তা উল্লেখ করতে চাই না)। না বুঝেই সেখানে কাজগুলি করেছিল। এই কারণেই বাংলা উইকিতে সুযোগ দিতে ইচ্ছুক হয়েছি। গত কয়েকমাস ধরে অতীত কাজগুলি আর করেন নি, যা আমার মতে, তার প্রতি আস্থা রাখা যায়। @ওহিদ, আপাতত ১ বা দেড় মাসের জন্য এই আবেদন স্থগিত থাকুক। সম্পাদনা চালিয়ে যান। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৭, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান এবং ওহিদ: যেহেতু উনার প্রথম অ্যাকাউন্টগুলোতে বাধা আছে, তাহলে সম্প্রদায়ের আস্থা তখনই থাকবে, যখন উনি নিয়মমাফিক আগের অ্যাকাউন্টের বাধা অপসারণে উদ্যমী হবেন এবং সেই অ্যাকাউন্ট থেকে অবদান থেকে আবেদন করবেন। — Meghmollar2017আলাপ০১:৩০, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017: আমার দরকার নেই, কোন সরঞ্জামের বা কোন সুবিধার, যদি এতো ঝামেলা হয়। যদি বাংলা-উইকিপিডিয়ায় সব উইকিপিডিয়ার (যেখানে বেশি অবদানকারী রয়েছে) মতো নিয়ম পরিচালনা করতে চান, তাহলে সম্পাদনার জন্য বেশি সম্পাদকের প্রয়োজন (যা বাংলায় নেই; বা খুব কম)। আমি বাংলা-উইকিপিডিয়াকে গঠন করতে এসেছি (শুধুমাত্র আফতাবুজ্জামান ভাইয়ের অনুপ্রেরণায়), তাই এভাবে একটা ছোট জিনিস নিয়ে কথা বাড়াতে চায় না। আগে আমি জানতাম না উইকিপিডিয়া আসলে কি? কিন্তু এখন বুঝেছি (ভালো করে)। এতে দোষ কোথায়, প্রথমে যে কেউ এসে উইকিপিডিয়া কি বুঝতে সময় লাগিয়ে দেয়। সম্পাদনা করতে মোটামুটি সবাই আগ্ৰহ; যেহেতু গুগলে এটি সবার আগে পদমর্যাদা পায়। ~ ওহিদ (আলাপ) ০১:৫৪, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি বাংলা উইকিপিডিয়াকে গঠন করতে চান এবং এর উন্নতিতে কাজ করতে চান সেটা নিশ্চয়ই করতে পারেন কিন্তু এমন অ্যাকাউন্টে নিরীক্ষকের মতো প্রতিক্রিয়াশীল অধিকার প্রদানের ক্ষেত্রে অব্যশই আমার আপত্তি রয়েছে, হঠাৎ করে কমন্সের এই আবেদনটি চোখে পড়লো, এটা দেখতে পারেন —শাকিল (আলাপ · অবদান) ০৪:১৯, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil, Meghmollar2017, Ahmad Kanik, Prodipto Deloar, এবং আফতাবুজ্জামান: আমি সবাইকে একই সাথে জানাতে চাই। @MdsShakil: না, আমার ঘটনা এটির সাথে কোনভাবেই মেলে না; ওনি অধিকার পাওয়ার লোভে ওখানে আবেদন করেছেন, যা স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই সবাই বিরোধিতা করছে। যদি অতীতের এক ঘটনা থাকে তাহলে তো হয়, কিন্তু আমার পুরো ইতিহাস রয়েছে। এই ইতিহাসের রচনা আমি করলেও, আফতাবুজ্জামান ভাই এইটি শেষ করে। আপনারা একবারও ভেবেছেন, একজন ন্যায্য ও নিরপেক্ষ ব্যবহারকারী (প্রশাসক) হিসেবে তিনি আমার উপর বিশ্বাস করছেন, এটাই প্রমাণ করে আমার সততা। যদিও উনার এই ন্যায্যতা ও নিরপেক্ষ আমাকে অনুপ্রাণিত করেছে উইকিপিডিয়ার দিকে। আপনারা আর আমি উইকিপিডিয়ায় কদিনের, উনি বিগত নয় বছর ধরে অনবরত কাজ করে যাচ্ছে। একজন ব্যবহারকারীকে ব্লক করার জন্যে প্রশাসকের অধিকার রয়েছে, তেমনিই আন-ব্লক করার অধিকারও রয়েছে (ভালো কারণ দেখে; বিশ্বাস করে)। যেহেতু আপনারা পুরো ঘটনা জানেন না, তাই বিশ্বাস হচ্ছে না। কিন্তু আশা করি আফতাবুজ্জামান ভাইয়ের উপর আপনাদের পুরো বিশ্বাস রয়েছে। যেহেতু সমস্ত বিষয় তিনি জানেন, তাই বিষয়টিকে উনি হ্যান্ডেল করলে ভালো হয়। @MdsShakil: আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আমার দরকার নেই কোন সরঞ্জামের বা সুবিধার, এতো ঝামেলার থাকলে। জানি @MdsShakil আপনার সাথে পূর্বে বিতর্ক হওয়াই আপনার রাগ আছে আমার উপর। কিন্তু দোষটা কার ছিল?....আমি আপনাকে কি কোন ব্যক্তিগত আক্রমণ করেছিলাম (কিন্তু আপনি আমার আলাপ পাতায় তাই বলেছিলেন)। এটাকে সম্পাদনা যুদ্ধ বলা হয়, যা শুরু আপনিই করেছিলেন কোন কারণ ব্যাখ্যা ছাড়াই প্রত্যাবর্তন (কিন্তু আমি পুরোপুরি কারণ ব্যাখ্যা করেছিলাম); তাই রাগে বলেছিলাম প্রশাসকের কাছে রিপোর্ট করে দেব। এতে দোষ কোথায়? এক্ষেত্রে এটা করায় স্বাভাবিক। জানি আপনার এই কথাটি খারাপ লেগেছে (কারণ আপনি দীর্ঘদিন ধরে সম্পাদনা করে আসছেন)। হয়তো ভেবেছিলাম, "দুদিনের জন্য এসে আমায় জ্ঞান দেয়, আর আমি দুবছরের"। তাই আমার ভুলটি বুঝে, আমি আপনার কাছে ক্ষমাও চেয়েছিলাম, বাংলা-উইকিবইতে। আবারও চাচ্ছি যদি প্রয়োজন হয়। আমার দরকার নেই আপনাদের সরঞ্জামের বা সুবিধার; তবে এভাবে একজন ব্যবহারকারীকে মন্তব্য দিয়ে হতাশ করবেন না। একেই বাংলা-উইকিপিডিয়াতে সম্পাদনের জন্য ব্যবহারকারী কম। এই উইকিতে ভালো সম্পাদনার জন্য প্রচুর অনুপ্রেরণার প্রয়োজন। না আপনার বা আমার কোন ইনকাম হয় এটা থেকে; বরং ক্ষয় হয়। আমার, উইকিপিডিয়া উদ্দেশ্যে খুব ভালো লেগেছে বলেই এখানে সহযোগিতা করতে এসেছি (শুধুমাত্র আফতাবুজ্জামান ভাইয়ের জন্য; হ্যাঁ শুধুমাত্রই)। উনার সততা আমায় মুগ্ধ করেছে। তাই আমি একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বাড়াতে আর চায় না। দরকার ছিল মনে হল; তাই আবেদন করেছিলাম, এতে দোষ কোথায়? যেকেউ আবেদন করতে পারে। আগে জানলে করতামই না। এরপর থেকে আমি আর কোন জায়গায় আবেদন করবো না। ক্ষমা করবেন। ~ ওহিদ (আলাপ) ১২:১২, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@ওহিদ কারও কোন মতামতকে ব্যক্তিগতভাবে নিবেন না আপনি অব্যশই আপনার প্রয়োজন অনুসারে অধিকারের আবেদন করতে পারেন এবং যদি আপনি মানদন্ড পূরণ করেন করেন তাহলে প্রশাসকগণ আপনাকে সেই অধিকার প্রদান করবেন। সম্প্রদায় এবং প্রশাসকগণ সবাইই প্রথমে দেখতে চান সংশ্লিষ্ট ব্যবহারকারীর উপর আস্থা রাখা যায় কিনা, আপনি আপনার প্রথম সম্পাদনাতেই স্বীকার করেছেন আপনি এমন একজন ব্যক্তির সকপাপেট যাকে দুটো প্রকল্পে বাধাদান সহ বৈশ্বিকভাবে তালাবদ্ধ করা হয়েছে। আমি বুঝতে পারছি আপনি যে ভুল করেছিলেন সেটা বুঝতে পেরেছেন এবং এখন ভালোভাবে অবদান রাখতে চান কিন্তু আপনার এই ইতিহাসের জন্য কোন অধিকার প্রদানের ক্ষেত্রে আপনার উপর এখনই আস্থা রাখা যাচ্ছে না, এই বাস্তবতা বুঝাতেই মূলত আমি মন্তব্যটি করেছিলাম। আর যদি নিরীক্ষক অধিকারের কথা বলি, এটা সাধারণত সম্প্রদায়ের অভিজ্ঞ ব্যবহারকারীদের প্রদান করা হয়ে থাকে যারা অনেকদিন ধরে সম্পাদনা করছেন এবং উইকির বেশিরভাগ নীতিমালা সম্পর্কে ধারণা রাখেন। নিরীক্ষকরা জীবিত ব্যক্তির নিবন্ধ সহ কিছু ঝুঁকিপূর্ণ নিবন্ধে পর্যালোচনা সুরক্ষা যোগ করা হলে সেগুলোতে হওয়া কোন পরিবর্তন পর্যালোচনা করার সুযোগ পান এবং তাদের পর্যালোচনার পর সেই পরিবর্তনগুলো উইকিপিডিয়ার মূল পাঠকদের কাছে প্রদর্শিত হয়। এখন আপনি বুঝতে চেষ্টা করেন, যেই অ্যাকাউন্টের বয়স ৩৬ দিন এবং অ্যকাউন্টের পিছনের ব্যক্তির সক পাপেটিং-এর ইতিহাস রয়েছে সেই অ্যাকাউন্টে এই অধিকার প্রদানের বিষয়টি কতটা বাস্তবসম্মত। অতিরিক্ত আরেকটি বিষয় হচ্ছে বাংলা উইকিপিডিয়ার কোন অমীমাংসিত পরিবর্তন দীর্ঘদিন ঝুলে থাকে এমনটা দেখিনি, কাজেই আপনি সম্পাদনা চালিয়ে যান কেও দেখলে সেগুলো পর্যালোচনা করে দিবে। ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ১৩:৪৫, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ওহিদ ভাই, ধৈর্য ধরুন! বুঝার চেষ্টা করুন, সম্প্রদায় আপনার কাছে সময় চাচ্ছে। সামান্য বিষয়টি আমার কাছে মনে জটিলতার দিকে যাচ্ছে। আপনার উচিৎ হবে চুপ থাকা। আর আপনি স্তগিত আবেদনকে, ব্যর্থ চিহ্নিত কেন করেছেন? দয়া করে আবেগ দেখাবেন না। আপনার উচিৎ হবে, আর একটি মন্তব্যও না করা। এটারও প্রতিত্তর দেওয়া প্রয়োজন নেই। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৪:০৪, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ওহিদ: আফতাবুজ্জামান ভাইয়ের উপর আমার, আমাদের সকলের আস্থা অন্য যে কারও চেয়েও বেশি; আপনার চেয়েও। দুঃখজনকভাবে বলতে হচ্ছে, আপনার বক্তব্য আমার কাছে ব্যক্তিগত আক্রমণাত্মক মনে হয়েছে। এখানে যে যার অবস্থান থেকে বক্তব্য রাখছেন, সেটাই স্বাভাবিক। আমি এখন আস্থা রাখতে পারছি না, আমি সময় চাচ্ছি, এর অর্থ কি আমি আপনার প্রতি বিদ্বেষ পোষণ করি? অবশ্যই নয়। উইকিপিডিয়ার মঙ্গলচিন্তা আমরা প্রত্যেকটা মানুষ করি। আপনি যেভাবে বারবার তুলনা টানেন, তাতে অচিরেই উইকিতে ভাঙন ধরবে। এখানে হিংসা/ঈর্ষারও কিছু নেই। আফতাব ভাই আফতাব ভাইয়ের জায়গায় অনন্য, শাকিল শাকিলের জায়গায়। কাজেই অনুরোধ করবো, আবেগ সামলে র‍্যাশনালি চিন্তা করুন। ধন্যবাদ। — Meghmollar2017আলাপ১৫:১৩, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ওহিদ: আমি নয় বছর ধরে আছি, অন্যরা কম বছর ধরে আছে, এভাবে তুলনা করা উচিত নয়। Meghmollar যা বলল, এভাবে বারবার তুলনা টানলে, তাতে অচিরে উইকিতে ভাঙন ধরবে। কেননা এভাবে তুলনার মাধ্যমে আপনি সূক্ষ্মভাবে অন্যদের কষ্ট দিচ্ছেন (যে তারা কম জানেন, আমি বেশি জানি। ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অর্থ আছে ঐ তুলনার)। আমি প্রশাসক বলে আমার মর্যাদা অন্যদের উর্ধ্বে নয়, শাকিল, মেঘমল্লার, প্রদীপ্ত দেলোয়ার - আমরা সকলেই সমান। শুধু আমি না, বাকিরাও তাদের সাধ্যমত বাংলা উইকিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, অনবরত কাজ করে যাচ্ছে।
বাংলা উইকি আর কমন্স বা অন্যান্য উইকি এক নয়। আমি জানি না আপনি জানেন কিনা, ইংরেজি উইকিতে বাধাপ্রাপ্ত হয়েও একজন তার অবদানের কারণে, বাধাপ্রাপ্ত থাকা অবস্থাতেই বাংলা উইকিতে প্রশাসক নির্বাচিত হয়েছিল ও এখনো তিনি প্রশাসক আছেন। আপনি হতাশ হবেন না। আমি আপনার আলাপ পাতায় যা বলেছিলাম তা আবার উল্লেখ করি: "আপনি ভালো সম্পাদনার ধারা অব্যাহত রাখেন, দেখবেন আজহোক/কালহোক, তখন অন্যরা আপনার সেই অতীত কাজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখছে। আপনার প্রতি আস্থা আনছে। মূল চাবিকাঠি: ভালো সম্পাদনা করে যান।" হ্যাঁ, হতাশ হবেন না, ভালো সম্পাদনা অব্যাহত রাখুন।
(এই আলোচনা অনেক দীর্ঘ হয়েছে, এখানেই এই আলোচনার ইতি টানা হোক।) -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১০, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  •   মন্তব্য ব্যবহারকারী সম্ভবত আবেদন প্রত্যাহার করতে চেয়েছেন। তাই প্রত্যাহারকৃত হিসেবে চিহ্নিত করা হলো। এই আলোচনা আর না বাড়ানোর জন্য সকলকে অনুরোধ করা হলো। আশা করি, ব্যবহারকারী সম্প্রদায়ের আস্থা অর্জন করে দুই-তিন মাস পরে আবার আবেদন করবেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:১৮, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Abazizfahad সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

উইকিপিডিয়াকে সাহায্য করে আরো সমৃদ্ধ করতে চাই এখন তাই নিরীক্ষক অধিকার পেতে আগ্রহী। আমি যতগুলো সম্পাদনা একাউন্ট দিয়ে করেছে তার চেয়ে অনেক বেশি সম্পাদনা আইপি অ্যাড্রেস দিয়ে করেছি। Abazizfahad (আলাপ) ০৯:১৮, ২০ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Abazizfahad তার মানে আপনি কী এই একাউন্ট বাদেও আইপি থেকে সম্পাদনা করে থাকেন? কিন্তু সেটা তো সকপাপেট ও উইকিপিডিয়া নিয়ম বহির্ভূত। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৯:৩১, ২০ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Prodipto Deloar আমি ২০২০ সালে, একাউন্ট খুলেছি কিন্তু আগে আমি শুধুুু আইপি অ্যাড্রেস‌ দিয়ে সম্পাদনা করতাম এবং সেইসব সম্পাদনা হাজারেরও বেশি হবে । -- Abazizfahad (আলাপ) ০৯:৩৮, ২০ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Prodipto Deloar‌ এখন সম্পাদনা একাউন্ট দিয়ে করি -- Abazizfahad (আলাপ) ০৯:৪২, ২০ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: পিং করলাম, দু-তিন সপ্তাহ হয়ে গেছে। আর এমনিতেও তিনি এই বিশেষ দুটি পাতার একটিতেও অবদান রাখেননি, বরং আমিই করে দিয়েছি সব কটা। ~ ওহিদ (আলাপ) ০৬:২১, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
নিঃসন্দেহে ভালো অবদান রাখছেন, কিন্তু আমি যে জিনিস দেখতে চেয়েছি তা পাইনি। তাই এখন করা হল না। হতাশ হবেন না, অবদান রেখে যান ও কিছুমাস পর আপনার দরকার হলে আবেদন করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫১, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]