ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁও

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার একটি ইউনিয়ন

ইসলামপুর বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত ঈদগাঁও উপজেলার একটি ইউনিয়ন

ইসলামপুর
ইউনিয়ন
১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ
ইসলামপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ইসলামপুর
ইসলামপুর
ইসলামপুর বাংলাদেশ-এ অবস্থিত
ইসলামপুর
ইসলামপুর
বাংলাদেশে ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁওয়ের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৩৫′৩৩″ উত্তর ৯২°৪′১২″ পূর্ব / ২১.৫৯২৫০° উত্তর ৯২.০৭০০০° পূর্ব / 21.59250; 92.07000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাঈদগাঁও উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যাননুরুল আলম (ভারপ্রাপ্ত)
আয়তন
 • মোট১০.৪৫ বর্গকিমি (৪.০৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৪,৭৫৮
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩০.৬৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭০২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইসলামপুর ইউনিয়নের আয়তন ২৫৮২ একর (১০.৪৫ বর্গ কিলোমিটার)।[] এটি ঈদগাঁও উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ইসলামপুর ইউনিয়নের লোকসংখ্যা ১৪,৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৭,৭২৭ জন এবং মহিলা ৭,০৩১ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

ঈদগাঁও উপজেলার সর্ব-উত্তরে ইসলামপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে পোকখালী ইউনিয়ন, দক্ষিণে পোকখালী ইউনিয়নইসলামাবাদ ইউনিয়ন এবং পূর্বে ও উত্তরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

ইসলামপুর ইউনিয়ন ঈদগাঁও উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ঈদগাঁও থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • বাঁশকাটা
  • মাদ্রাসাপাড়া
  • মধ্য নাপিতখালী
  • পূর্ব নাপিতখালী
  • উত্তর নাপিতখালী
  • ভিলেজারপাড়া
  • হাজীপাড়া
  • ঘোনাপাড়া
  • জুমনগর
  • পূর্ব বামনকাটা
  • বামনকাটা
  • পশ্চিম বামনকাটা
  • ধর্মেরছড়া
  • খানঘোনা

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

ইসলামপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৩০.৬৩%।[] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়

[]

মাদ্রাসা

[]

প্রাথমিক বিদ্যালয়
  • খানঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

ইসলামপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

খাল ও নদী

সম্পাদনা

ইসলামপুর ইউনিয়নের পশ্চিম প্রান্ত দিয়ে নাপিতখালী খাল প্রবাহিত হয়ে মহেশখালী চ্যানেলে মিশেছে।[]

হাট-বাজার

সম্পাদনা

ইসলামপুর ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল ইসলামপুর বাজার এবং নতুন অফিস বাজার।[]

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান(ভারপ্রাপ্ত):নুরুল আলম

১ নাম্বার ওয়ার্ড - জসিম উদ্দিন ২ নাম্বার ওয়ার্ড - নুরুল আলম ৩ নাম্বার ওয়ার্ড - নুর মোহাম্মদ ৪ নাম্বার ওয়ার্ড - ওবায়দুল হক ৫ নাম্বার ওয়ার্ড - আব্দু শুক্কুর ৬ নাম্বার ওয়ার্ড - শাহাবুদ্দিন ৭ নাম্বার ওয়ার্ড - ইদ্রিস রানা ৮ নাম্বার ওয়ার্ড - ইদ্রিস রানা ৯ নাম্বার ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার: ১,২,৩- তাহেরা বেগম ৪,৫,৬- জাহেদা বেগম

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা