পোকখালী ইউনিয়ন

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার একটি ইউনিয়ন

পোকখালী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত ঈদগাঁও উপজেলার একটি ইউনিয়ন

পোকখালী
ইউনিয়ন
২নং পোকখালী ইউনিয়ন পরিষদ
পোকখালী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
পোকখালী
পোকখালী
পোকখালী বাংলাদেশ-এ অবস্থিত
পোকখালী
পোকখালী
বাংলাদেশে পোকখালী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৩৩′৩১″ উত্তর ৯২°১′৪৬″ পূর্ব / ২১.৫৫৮৬১° উত্তর ৯২.০২৯৪৪° পূর্ব / 21.55861; 92.02944 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাঈদগাঁও উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানরফিক আহমদ
আয়তন
 • মোট৩০.১১ বর্গকিমি (১১.৬৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২১,০৪৮
 • জনঘনত্ব৭০০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৪.২৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭০২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

পোকখালী ইউনিয়নের আয়তন ৭৪৪১ একর (৩০.১১ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পোকখালী ইউনিয়নের লোকসংখ্যা ২১,০৪৮ জন। এর মধ্যে পুরুষ ১০,৫৩১ জন এবং মহিলা ১০,৫১৭ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

ঈদগাঁও উপজেলার উত্তর-পশ্চিমাংশে পোকখালী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে চৌফলদণ্ডী ইউনিয়ন; পূর্বে জালালাবাদ ইউনিয়নইসলামাবাদ ইউনিয়ন; উত্তরে ইসলামপুর ইউনিয়ন, বাঁকখালী নদীচকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন এবং পশ্চিমে মহেশখালী চ্যানেল, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নছোট মহেশখালী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

পোকখালী ইউনিয়ন ঈদগাঁও উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ঈদগাঁও থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত।[]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড ইছাখালী
২নং ওয়ার্ড পূর্ব পোকখালী
৩নং ওয়ার্ড মধ্যম পোকখালী
৪নং ওয়ার্ড পশ্চিম পোকখালী
৫নং ওয়ার্ড নাইক্যংদিয়া
৬নং ওয়ার্ড উত্তর নাইক্যংদিয়া
৭নং ওয়ার্ড উত্তর গোমাতলী
৮নং ওয়ার্ড পশ্চিম গোমাতলী
৯নং ওয়ার্ড পূর্ব গোমাতলী

[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

পোকখালী ইউনিয়নের সাক্ষরতার হার ৩৪.২৫%।[] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা ও ৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়

[]

মাদ্রাসা

[]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর গোমাতলী মোহাজের সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাইক্যংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্যম পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

পোকখালী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজার-পোকখালী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

সম্পাদনা

পোকখালী ইউনিয়নের পূর্ব ও উত্তর প্রান্ত দিয়ে ঈদগাঁও নদী প্রবাহিত হয়ে মহেশখালী চ্যানেলে মিশেছে এবং পশ্চিমে বয়ে চলেছে মহেশখালী চ্যানেল[]

হাট-বাজার

সম্পাদনা

পোকখালী ইউনিয়নের প্রধান হাট/বাজার হল মুসলিম বাজার।

সেতুর ঘাট বাজার

গোমাতলী বাজার

জার

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: রফিক আহমদ[]
  • ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি : হেলাল উদ্দিন
  • ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক : সাজ্জাদুল ইসলাম

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কক্সবাজার সদর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "এক নজরে ইউনিয়ন পরিষদ - পোকখালী ইউনিয়ন - পোকখালী ইউনিয়ন"pokkhaliup.coxsbazar.gov.bd। ১৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭ 
  3. "মাধ্যমিকবিদ্যালয় - পোকখালী ইউনিয়ন - পোকখালী ইউনিয়ন"pokkhaliup.coxsbazar.gov.bd 
  4. "মাদ্রাসা - পোকখালী ইউনিয়ন - পোকখালী ইউনিয়ন"pokkhaliup.coxsbazar.gov.bd 
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41207&union=09[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "খাল ও নদী - পোকখালী ইউনিয়ন - পোকখালী ইউনিয়ন"pokkhaliup.coxsbazar.gov.bd। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭ 
  7. "রফিক আহমদ Rafique Ahmed - পোকখালী ইউনিয়ন - পোকখালী ইউনিয়ন"pokkhaliup.coxsbazar.gov.bd। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭