ইলকায় গুন্দোয়ান

জার্মান ফুটবলার
(ইলকেয় গুন্দোগান থেকে পুনর্নির্দেশিত)

ইলকায় গুন্দোয়ান (তুর্কি: İlkay Gündoğan; জন্ম: ২৪ অক্টোবর ১৯৯০) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং জার্মানি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ইলকায় গুন্দোয়ান
2019-06-11 Fußball, Männer, Länderspiel, Deutschland-Estland StP 2071 LR10 by Stepro (cropped).jpg
২০১৯ সালে জার্মানির হয়ে গুন্দোয়ান
ব্যক্তিগত তথ্য
জন্ম (1990-10-24) ২৪ অক্টোবর ১৯৯০ (বয়স ৩২)
জন্ম স্থান গেলসেনকির্খেন, জার্মানি
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার সিটি
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৩৩, ২৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৮ সালে, গুন্দোয়ান জার্মানি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জার্মানির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬৬ ম্যাচে ১৭টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবনসম্পাদনা

ইলকায় গুন্দোয়ান ১৯৯০ সালের ২৪শে অক্টোবর তারিখে জার্মানির গেলসেনকির্খেনের তুর্কি পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

ক্লাব ফুটবলসম্পাদনা

২০১১ সালের ৫ই মে তারিখে, নুর্নবার্গ হতে ৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে আরেক জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে ৪ বছরের চুক্তিতে যোগদান করেছিলেন।[৩] ২৩শে জুলাই তারিখে শালকের বিরুদ্ধে ম্যাচে তিনি বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে অভিষেক করেছেন। ১৭ই ডিসেম্বর তারিখে তিনি বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন; ফ্রাইবুর্গের বিরুদ্ধে উক্ত ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড ৪–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ২০১৫ সালের ৩০শে এপ্রিল তারিখে, তিনি এক ঘোষণায় জানিয়েছিলেন যে তিনি বরুসিয়া ডর্টমুন্ডের সাথে চুক্তি নবায়ন করবেন না এবং তার চুক্তি ২০১৬ সালের ৩০শে জুলাই তারিখে সমাপ্ত হবে।

২০১৬ সালের ২রা জুন তারিখে, তিনি ৪ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছিলেন। তাকে দলে অন্তর্ভুক্ত করতে ম্যানচেস্টার সিটি আনুমানিক ২০ মিলিয়ন ইউরো খরচ করেছিল।[৫] তিনি ম্যানচেস্টার সিটির তৎকালীন ম্যানেজার পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে স্থানান্তরিত প্রথম খেলোয়াড় ছিলেন। ১৪ই সেপ্টেম্বর তারিখে, উয়েফা চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিরুদ্ধে অভিষেক করেছেন। এর চার দিন পর বোর্নমাথের বিরুদ্ধে তিনি প্রিমিয়ার লিগে তার প্রথম গোল করেছেন।

আন্তর্জাতিক ফুটবলসম্পাদনা

গুন্দোয়ান জার্মানি অনূর্ধ্ব-১৮, জার্মানি অনূর্ধ্ব-১৯, জার্মানি অনূর্ধ্ব-২০ এবং জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ২৩ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।

পরিসংখ্যানসম্পাদনা

আন্তর্জাতিকসম্পাদনা

২৭ এপ্রিল ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
জার্মানি ২০১১
২০১২
২০১৩
২০১৫
২০১৬
২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১ ১২
২০২২ ১২
সর্বমোট ৬৬ ১৭

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Manchester City Squad Players" [ম্যানচেস্টার সিটির খেলোয়াড়]। mancity.com (ইংরেজি ভাষায়)। ম্যানচেস্টার: ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব। ২৬ এপ্রিল ২০২৩। ২৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩ 
  2. "Manchester City FC Squad Information 2022/2023 – Premier League" [ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের দলের তথ্য ২০২২/২০২৩ – প্রিমিয়ার লিগ]। premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ২৬ এপ্রিল ২০২৩। ২৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩ 
  3. "Borussia Dortmund announce signing of Nurnberg's Ilkay Gundogan"Goal.com। ৫ মে ২০১১। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৩ 
  4. "Fährmann bringt BVB zur Verzweiflung" [Fährmann brings BVB to despair]। kicker (German ভাষায়)। ২৩ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৫ 
  5. Ornstein, David (২ জুন ২০১৬)। "Ilkay Gundogan: Man City sign midfielder from Borussia Dortmund"BBC Sport। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৬ 

বহিঃসংযোগসম্পাদনা