বরুসিয়া মনশেনগ্লাডবাখ

বরুসিয়া ভেরাইন ফুর লাইবেসুবুঙ্গেন ১৯০০ ইভি মনশেনগ্লাডবাখ (সাধারণত বরুসিয়া মনশেনগ্লাডবাখ উচ্চারণ [boˈʁʊsi̯aː mœnçn̩ˈɡlatbax],[২][৩] মনশেনগ্লাডবাখ অথবা বরুসিয়া নামে পরিচিত) হচ্ছে মনশেনগ্লাডবাখ ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব।[৪] এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯০০ সালের ১লা আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। বরুসিয়া মনশেনগ্লাডবাখ তাদের সকল হোম ম্যাচ মনশেনগ্লাডবাখের বরুসিয়া-পার্কে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫৪,০২২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মার্কো রোজ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রলফ কনিগস। জার্মান আক্রমণভাগের খেলোয়াড় লার্স স্টিন্ডল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

বরুসিয়া মনশেনগ্লাডবাখ
Borussia Mönchengladbach logo.svg
পূর্ণ নামবরুসিয়া ভেরাইন ফুর লাইবেসুবুঙ্গেন
১৯০০ ইভি মনশেনগ্লাডবাখ[১]
ডাকনামডি ফোহলেন (গর্ভিনী)
ডি বরুসেন (প্রুসীয়)
প্রতিষ্ঠিত১ আগস্ট ১৯০০; ১২২ বছর আগে (1900-08-01)
মাঠবরুসিয়া-পার্ক
ধারণক্ষমতা৫৪,০২২
সভাপতিজার্মানি রলফ কনিগস
প্রধান কোচজার্মানি মার্কো রোজ
লিগবুন্দেসলিগা
২০১৯–২০৪র্থ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, বরুসিয়া মনশেনগ্লাডবাখ এপর্যন্ত ১০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৫টি বুন্দেসলিগা, ১টি ২. বুন্দেসলিগা, ৩টি ডিএফবি-পোকাল এবং ১টি ডিএফবি-সুপারকাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যেগুলো হচ্ছে ১৯৭৪–৭৫ উয়েফা কাপ এবং ১৯৭৮–৭৯ উয়েফা কাপ

অর্জনসম্পাদনা

ঘরোয়াসম্পাদনা

বুন্দেসলিগা:

২. বুন্দেসলিগা:

ডিএফবি-পোকাল:

জার্মান সুপারকাপ:

  • (অনানুষ্ঠানিক চ্যাম্পিয়ন): ১৯৭৭

ইউরোপীয়সম্পাদনা

ইউরোপীয় কাপ:

উয়েফা কাপ:

আন্তর্জাতিকসম্পাদনা

আন্তঃমহাদেশীয় কাপ:

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Bor. Mönchengladbach II – Vereinsinfo"kicker (German ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০ 
  2. Krech, Eva-Maria; Stock, Eberhard; Hirschfeld, Ursula; Anders, Lutz Christian (২০০৯)। Deutsches Aussprachewörterbuch (German ভাষায়)। Berlin: Walter de Gruyter। পৃষ্ঠা 383 and 753। আইএসবিএন 978-3-11-018202-6 
  3. Mangold, Max (২০০৫)। Das Aussprachewörterbuch (German ভাষায়) (6th সংস্করণ)। Mannheim: Dudenverlag। পৃষ্ঠা 212 and 560। আইএসবিএন 978-3-411-04066-7 
  4. "Borussia hat jetzt 75.000 Mitglieder"। RP Online। 

বহিঃসংযোগসম্পাদনা

টেমপ্লেট:বরুসিয়া মনশেনগ্লাডবাখ