ইভিৎসা ইভুশিচ

ক্রোয়েশীয় ফুটবলার

ইভিৎসা ইভুশিচ (ক্রোয়েশীয়: Ivica Ivušić; জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৯৫) হলেন একজন ক্রোয়েশীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সাইপ্রাসীয় ক্লাব পাফোস এবং ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

ইভিৎসা ইভুশিচ
২০২২ সালে ক্রোয়েশিয়ার হয়ে ইভুশিচ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1995-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৯৫ (বয়স ২৯)
জন্ম স্থান রিয়েকা, ক্রোয়েশিয়া
উচ্চতা ১.৯৫ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
পাফোস
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:১২, ২২ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১০ সালে, ইভুশিচ ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ক্রোয়েশিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ক্রোয়েশিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ইভিৎসা ইভুশিচ ১৯৯৫ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে ক্রোয়েশিয়ার রিয়েকায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

ইভুশিচ ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫, ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৬, ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৭, ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৯ এবং ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ক্রোয়েশিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০১০ সালের ১৫ই জুন তারিখে তিনি ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ১৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২১ সালের ৪ঠা সেপ্টেম্বর তারিখে, ২৬ বছর, ৭ মাস ও ৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইভুশিচ স্লোভাকিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্রোয়েশিয়ার হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১২ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ক্রোয়েশিয়া ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ক্রোয়েশিয়ার হয়ে অভিষেকের বছরে ইভুশিচ সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
২২ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ক্রোয়েশিয়া ২০২১
২০২২
২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Croatia vs. Bulgaria - 29 March 2022 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৯ 
  2. "Slovakia - Croatia 0:1 (WC Qualifiers Europe 2021/2022, Group H)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৯ 
  3. "Slovakia - Croatia, Sep 4, 2021 - World Cup qualification Europe - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৯ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Slovakia vs. Croatia"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা