ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মুসলিমদের দুঃসংবাদ প্রাপ্তির পর পঠিত বাক্যাংশ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎) হল কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হল "আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী"।[১] এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع‎, অনুবাদ'প্রত্যাবর্তন') নামেও পরিচিত।[২] সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে,[৩][৪] বিশেষ করে যখন একজন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করে। 

কুরআনে উল্লেখ সম্পাদনা

এই দোয়া কুরআনে সুরা বাকারার ১৫৬ নং আয়াতে উল্লেখ করা হয়েছে।

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ۝ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُواْ إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ ۝

অর্থ: "এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।"[কুরআন ২:১৫৫–১৫৬ (অনুবাদ করেছেন মুহিউদ্দীন খান)]

হাদিসে উল্লেখ সম্পাদনা

সুনান আত-তিরমিজীতে উল্লেখ করা হয়েছে যে, আবু সালামাহ্ থেকে বর্ণিত— রাসুলুল্লাহ (স.) বলেছেন:

তোমাদের কারো উপর কোন বিপদ এলে অবশ্যই সে যেন বলে: (আরবি: إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ عِنْدَكَ احْتَسَبْتُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا وَأَبْدِلْنِي مِنْهَا خَيْرًا;, অনুবাদ''নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমাদেরকে অবশ্যই তাঁর দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ! তোমার নিকট আমি আমার বিপদের প্রতিদান চাই। অতএব তুমি আমাকে এর প্রতিদান দাও এবং এর বিনিময়ে ভালো কিছু দান কর।')

— সুনান আত-তিরমিজী, হাদিস নং ৩৫১১; উম্মে সালামা থেকে বর্ণিত অনুরূপ একটি হাদিস সহিহ্ মুসলিমে উল্লেখ করা হয়েছে (সহীহ মুসলিম, হাদিস নং ৯১৮)।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "al-Baqarah 2:156"। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮ 
  2. "Istirja"ইনফর্ম্‌ড কমেন্ট। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  3. "Islam Question and Answer - The believer's attitude towards calamities"। IslamQA। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১১ 
  4. "When one is struck by calamity (trouble)"। iSunnah। ১৫ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা