আলেক্স রেমিরো

স্পেনীয় ফুটবল খেলোয়াড়

আলেহান্দ্রো রেমিরো গারগায়ো (স্পেনীয়: Álex Remiro; জন্ম: ২৪ মার্চ ১৯৯৫; আলেক্স রেমিরো নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল সোসিয়েদাদের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২]

আলেক্স রেমিরো
২০১৫ সালে অ্যাথলেটিক বিলবাও বি-এর হয়ে রেমিরো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলেহান্দ্রো রেমিরো গারগায়ো
জন্ম (1995-03-24) ২৪ মার্চ ১৯৯৫ (বয়স ২৯)
জন্ম স্থান কাসকান্তে, স্পেন
উচ্চতা ১.৯২ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়াল সোসিয়েদাদ
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৪৮, ২২ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৩ সালে, রেমিরো স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

আলেহান্দ্রো রেমিরো গারগায়ো ১৯৯৫ সালের ২৪শে মার্চ তারিখে স্পেনের কাসকান্তেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

রেমিরো স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Real Sociedad de Football S.A.D. – Squad" [রিয়াল সোসিয়েদাদ দে ফুতবল এসএডি – দল]। realsociedad.eus (ইংরেজি ভাষায়)। সান সেবাস্তিয়ান: রিয়াল সোসিয়েদাদ। ৭ নভেম্বর ২০১৭। ২০ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৩ 
  2. "Official Real Sociedad staff in 2022/23 – LaLiga" [২০২২/২৩-এ রিয়াল সোসিয়েদাদের কর্মকর্তাগণ – লা লিগা]। laliga.com (ইংরেজি ভাষায়)। লা লিগা। ৭ জুন ২০১৯। ২০ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা