রিয়াল সোসিয়েদাদ

রিয়াল সোসিয়েদাদ দে ফুটবল এস.এ.ডি. (স্পেনীয় উচ্চারণ: [reˈal soθjeˈðað]; সাধারণত রিয়াল সোসিয়েদাদ নামে পরিচিত) হচ্ছে সান সেবাস্তিয়ান ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লীগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৯ সালের ৭ই সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। রিয়াল সোসিয়েদাদ তাদের সকল হোম ম্যাচ সান সেবাস্তিয়ানের আনোয়েতা স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৯,৫০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইমানোল আলগুয়াসিল এবং সভাপতির দায়িত্ব পালন করছেন হোকিন আপেররিবায়স্পেনীয় মধ্যমাঠের খেলোয়াড় আসিয়ের ইয়ারামেন্দি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

রিয়াল সোসিয়েদাদ
রিয়াল সোসিয়েদাদ.svg
পূর্ণ নামরিয়াল সোসিয়েদাদ দে ফুটবল এস.এ.ডি.
ডাকনামথুরি-উরদিনাক (সাদা এবং নীল)
এররেয়ালা / লা রেয়াল (রাজকীয়)
প্রতিষ্ঠিত৭ সেপ্টেম্বর ১৯০৯; ১১৩ বছর আগে (7 September 1909)
মাঠআনোয়েতা
ধারণক্ষমতা৩৯,৫০০[১]
সভাপতিস্পেন হোকিন আপেররিবায়
প্রধান কোচস্পেন ইমানোল আলগুয়াসিল
লিগলা লিগা
২০১৯–২০৬ষ্ঠ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, সেভিয়া এপর্যন্ত ৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি লা লিগা শিরোপা, ৩টি সেহুন্দা ডিভিশন শিরোপা, ২টি কোপা দেল রে এবং ১টি স্পেনীয় সুপার কাপ শিরোপা রয়েছে।

ইতিহাসসম্পাদনা

গত শতকের প্রথম দিকে সেন্ট সাবেস্টানে ফুটবল খেলা জনপ্রিয়তা লাভের প্রেক্ষিতে ১৯০৯ সালে সোসিয়েদাদ দে ফুটবল নামে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।১৯২৮ সালে শুরু হওয়া লা লীগার প্রতিষ্ঠাকালীন সদস্য এটি।১৯৩১ সালে নাম পরিবর্তন করে Donostia Club de Futbol করা হয়।ক্লাবটি মূলত প্রাইমেরাসেগুন্দা ডিভিশনের মধ্যে উঠা-নামা করতে থাকে।১৯৩৯-৪০ মৌসুম থেকে নাম আবার পরিবর্তন করে Sociedad de Fútbol করা হয়।১৯৮১-৮২ ও ১৯৮২-৮৩ দুইবার লা লীগা শিরোপা জিতে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দেয়।১৯৮৬-৮৭ মৌসুমে তারা প্রথমবারের মতো কোপা দেল রে জয় করে।২০০৭-০৮ মৌসুমে ৩৮ বছর পর প্রথমবারের মতো অবনমিত হয়।সেগুন্দা ডিভিশনে ৩ বছর থাকার পর ২০১০-১১ মৌসুমে আবার প্রাইমেরা ডিভিশনে ফেরত আসে,যেখানে তারা বর্তমানে বিদ্যমান।

খেলোয়াড়সম্পাদনা

বর্তমান খেলোয়াড়সম্পাদনা

১ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[২]

নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো   আলেক্স রেমিরো
  হোসেবা সালদুয়া
  দিয়েগো ইয়োরেন্তে
  আসিয়ের ইয়ারেমেন্দি (অধিনায়ক)
  ইগর সুবেলদিয়া
  আরিৎস এলুস্তোন্দো
  পোর্তু
  মিকেল মেরিনো
  উইলিয়ান জোসে
১০   মিকেল ওইয়ারজাবাল (সহ-অধিনায়ক)
১১   আদনান জানুজাজ
১২   আইহেন মুনিয়োজ
নং অবস্থান খেলোয়াড়
১৩ গো   মিগেল আনহেল মোয়া
১৬   আন্দের গেবারা
১৭   দাভিদ জুরুতুসা (৩য় অধিনায়ক)
১৮   আন্দোনি গোরোসাবেল
১৯   আলেকসান্দার ইসাক
২০   নাচো মনরিয়াল
২১   মার্টিন ওদেগর (ধারে)
২২   আন্দের বারেনেৎসেয়া
২৩   লুকা সাঙ্গায়ি
২৪   রবিঁ লে নরমোঁ
৩০ গো   আন্দোনি জুবিয়াউরে

অর্জনসম্পাদনা

ঘরোয়াসম্পাদনা

আঞ্চলিকসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Anoeta: bienvenido el fútbol en color" [Anoeta: welcome football in color]। El Diario Vasco (স্পেনীয় ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "First team numbers and shirt names"। Real Sociedad। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৮ 
  3. "Spain - List of Champions of Norte"RSSSF। ২১ জানুয়ারি ২০০০। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগসম্পাদনা