সেহুন্দা ডিভিশন
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ। |
সেগুন্দা ডিভিশন কে লা লীগা ২ ও বলা হয়।এটি স্পেনের ফুটবল লীগ পদ্ধতির ২ স্তর।এই স্তর থেকে প্রথম দিকের ৩টি দল লা লীগায় যায় ( ১ টি যায় প্লে অফ খেলে) এবং ওই স্তর থেকে নিচের ৩ টি দল এই স্তরে নেমে যায়।
স্থাপিত | ১৯২৯ |
---|---|
দেশ | স্পেন |
কনফেডারেশন | উয়েফা |
দলের সংখ্যা | ২২ |
লীগের স্তর | ২ |
উন্নীত | প্রাইমেরা ডিভিশন |
অবনমিত | সেগুন্দা ডিভিশন বি |
ঘরোয়া কাপ | কোপা দেল রে |
আন্তর্জাতিক কাপ | উয়েফা ইউরোপা লীগ ( কোপা দেল রে জয়ের দ্বারা) |
বর্তমান চ্যাম্পিয়ন | রায়ো ভায়োকানো (১ম শিরোপা) |
সর্বাধিক শিরোপা | রিয়াল মুর্সিয়া (৯ টি শিরোপা) |
সম্প্রচারক | মুভিস্টার+ |
ওয়েবসাইট | laliga.es |
![]() |
ইতিহাসসম্পাদনা
১৯২৯ সালে সর্বপ্রথম লীগটি চালু করা হয়।
বিন্যাসসম্পাদনা
বর্তমান নিয়ম অনুসারে ২২ টি দল একে অপরের সাথে হোম-এওয়ে ভিত্তিতে খেলে।তা থেকে ৩ টি দল লা লীগায় খেলার সুযোগ পায়।প্রথম দুটি দল সরাসরি সুযোগ পেলেও ৩ নাম্বার জায়গাটির জন্য ৩-৬ স্থানে থাকা দলগুলো নিজেদের মধ্যে প্লে-অফ ভিত্তিতে মোকাবেলা করে।নিচের দিকের ৪ টি দল সেগুন্দা ডিভিশন বি তে নেমে যায়।[১]
বিজয়ী দল ও উন্নতিসম্পাদনা
তথ্য সুত্রসম্পাদনা
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৭।