আলাপ:স্টিক্স (প্রাকৃতিক উপগ্রহ)

সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ৩ বছর পূর্বে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে
ভালো নিবন্ধ স্টিক্স (প্রাকৃতিক উপগ্রহ) প্রাকৃতিক বিজ্ঞানবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
জানুয়ারি ৩০, ২০২১ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

এই পর্যালোচনাটি আলাপ:স্টিক্স (প্রাকৃতিক উপগ্রহ)/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: FaysaLBinDaruL (আলাপ · অবদান) ০৯:০৩, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন


Jonoikobangali, সুধী, কয়েকটি ছোট খাট বিষয় পরিষ্কার করতে হবে-

  1. কায়রন > 'ক্যারন' অথবা 'শারন' দিয়ে প্রতিস্থাপন।
  2. ব্যারিসেন্টার-এর একটা ভাল বাংলা শব্দ প্রয়োজন। খুঁজে দেখার অনুরোধ করছি।
  3. তথ্যসূত্রের ইংরেজি নাম গুলির বাংলা প্রতিবর্নীকরণঃ যেমনঃSpace.com > স্পেস.কম; bbb.uk.co > বিবিসি এছাড়া ১৯ নং তথ্যসূত্রের টেমপ্লেট সংশোধন প্রয়োজন।

আমি কিছু অনুল্লেখ্য সংশোধন করে দিয়েছি, আশা করি, উপরোল্লিখিত বিষয় ঠিক করে ফেলবেন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ০৯:৪৩, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পুনশ্চঃ ব্যারিসেন্টারের ভাল বাংলা সাধারণ ভরকেন্দ্র (জ্যোতির্বিজ্ঞান) ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ০৯:৫১, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Jonoikobangali উপরোল্লিখিত বিষয়গুলি দেখার অনুরোধ থাকলো। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ১৮:৪০, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL মোটামুটি সবগুলিই করে দিয়েছি। ১৯ নং তথ্যসূত্রটিও খানিকটা সংশোধন করেছি। তবে আরেকটু করতে হবে। এটির ব্যাপারে সাহায্য চাইছি। এই ধরনের টেমপ্লেটে কাজ করার ব্যাপারে আমি খুব একটা পারদর্শী নই। --অর্ণব দত্ত (আলাপ) ১৯:০৯, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Jonoikobangali ২.html কে 2.html করে দিন। ঠিক হয়ে যাবে, আশা করি। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ১৯:১৩, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL সেটার জন্য বোধহয় টেমপ্লেট:Cite APOD - এই নথিটিতে কাজ করতে হবে। এখানে সর্বত্রই 2 দেখছি। ঠিক বুঝতে পারছি না কী করতে হবে। --অর্ণব দত্ত (আলাপ) ২০:১১, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
পুনশ্চ: উদ্ধৃতি টেমপ্লেট ছাড়াই করে দিলাম। তাতে ঠিকই দেখাচ্ছে। --অর্ণব দত্ত (আলাপ) ২০:১৮, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

চূড়ান্ত পর্যালোচনা সম্পাদনা

কৃত সংশোধনী: পর্যালোচক দ্বারাই কিছু ভাষাশৈলী, ট্যাগ ও অনুল্লেখ্য সম্পাদনার মাধ্যমে সমস্যা দূর করা হয়েছে।

@Jonoikobangali অভিনন্দন !!! অনুগ্রহপূর্বক 'আজাকি'র জন্য মনোনায়ন দিন এবং প্রধান পাতার জন্য সারাংশ প্রদান করুন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ২০:৫৬, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য):  
    খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র):  
    খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):  
    গ) (মৌলিক গবেষণা):  
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়):  
    খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ): 
    খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  

প্রথম পাতার জন্য সারাংশ সম্পাদনা

স্টিক্স প্লুটোর একটি প্রাকৃতিক উপগ্রহ। ২০১২ সালের ১১ জুলাই এই উপগ্রহটির আবিষ্কারের কথা ঘোষিত হয়। ২০২০ সালের হিসেব অনুযায়ী, এটিই প্লুটোর ক্ষুদ্রতম জ্ঞাত উপগ্রহ। ২০১৫ সালের জুলাই মাসে মহাকাশযান নিউ হোরাইজনস প্লুটো ও তার অন্যান্য উপগ্রহগুলির সঙ্গে স্টিক্সের ছবিও তুলেছিল। তার মধ্যে একটি ছবি পৃথিবীতে এসে পৌঁছায়। উপগ্রহটি প্লুটোর দ্বিতীয় নিকটতম তথা পঞ্চম আবিষ্কৃত উপগ্রহ। প্লুটোর অপর উপগ্রহ কারবারোস আবিষ্কারের এক বছর পরে এই উপগ্রহটি আবিষ্কৃত হয়। দীর্ঘতম বেধে স্টিক্সের পরিধি প্রায় ১৬ কিমি (৯.৯ মা) এবং প্লুটোকে একবার প্রদক্ষিণ করতে এটির সময় লাগে ২০.১ দিন। (বাকি অংশ পড়ুন)

"স্টিক্স (প্রাকৃতিক উপগ্রহ)" পাতায় ফেরত যান।