আলাপ:শ্রীধর সোমনাথ

সাম্প্রতিক মন্তব্য: Sbb1413 কর্তৃক ৬ মাস আগে "শিরোনাম" অনুচ্ছেদে

শিরোনাম সম্পাদনা

@আফতাবুজ্জামান এস. সোমানাথ না রেখে এস. এর পূর্ণরূপ শ্রীধর ব্যবহার করে শ্রীধর সোমানাথ নামে স্থানান্তরের অনুরোধ রইলো। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৪:৫৫, ২৬ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৩, ২৬ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ইংরেজি বানানের জন্য বাংলায় অনুবাদে মূল নামে একটি আ-কার বেশি চলে এসেছে। শ্রীধর সোমানাথ না হয়ে শ্রীধর সোমনাথ [১] হবে, যা হিন্দি উইকিতেও ব্যবহার করা হয়েছে। একটি বিষয়ে দুবার নক করার জন্য দুঃখিত। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০০:৪৩, ২৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১২:২৫, ২৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413, শ্রীধর সোমনাথ কে আবার এস. সোমনাথ শিরোনামে স্থানান্তর করাকে অসমর্থন জানাচ্ছি। কোনো ব্যক্তির নামের প্রথম অংশ যদি কোনো অঞ্চল বা সমাজে সম্মানসূচক উপাধি বোঝায়। তাহলে তার নামের ইংরেজি বানানের প্রথম অক্ষর ব্যবহার করে নাম লিখতে হবে কেন? AKM Mozammel Haque = আ. ক. ম. মোজাম্মেল হক not "এ.কে.এম মোজাম্মেল হক"। হয় শ্রীধর সোমনাথ রাখা উচিত নয়ত ব্যক্তির অরিজিনাল নামের বাংলা রূপান্তর ব্যবহার করা উচিত (শ্রীধর পণিক্কর সোমনাথ= শ্রী. সোমনাথ / শ্রী. প. সোমনাথ)। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৮:৪২, ১৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমি মূলত নির্ভরযোগ্য উৎস যাচাই করে নিবন্ধের নাম "এস. সোমনাথ" রেখেছি। প্রায় সমস্ত নির্ভরযোগ্য উৎসে তাঁর নাম "এস. সোমনাথ" লেখা হয়", "শ্রীধর সোমনাথ" বা "শ্রী. সোমনাথ" নয়। একইভাবে, ভারতের এক বিখ্যাত বিজ্ঞানীর নাম সর্বদা "এ. পি. জে. আব্দুল কালাম" লিখতে দেখি, "আবুল পাকির জয়নুলআবদিন আব্দুল কালাম" বা "আ. পা. জ. আব্দুল কালাম" নয়। সম্পূর্ণ নাম সর্বদা পাঠকদের কাছে বোধগম্য হয় না। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০২:৫১, ১৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আরও উদাহরণ, "টি. এস. শিবজ্ঞানম" (কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি), "তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানম" বা "তি. সু. শিবজ্ঞানম" নয় (আমি কেবল আনন্দবাজারে শপথগ্রহণের খবরে এই সম্পূর্ণ নামের উল্লেখ পেয়েছি); "ডি. ওয়াই. চন্দ্রচূড়" (ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি), "ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়" বা "ধ. য. চন্দ্রচূড় নয়। আমি আজকাল নির্ভরযোগ্য উৎসের ব্যবহার থেকে বাংলা উইকিপিডিয়ার বিভিন্নরকম বিচ্যুতিকে সহ্য করতে পারি না, আমাদের যতটুকু সম্ভব নির্ভরযোগ্য উৎস অনুসরণ করে উচিত, নাহলে বাংলা উইকিপিডিয়া পাঠকদের কাছে বোধগম্য হবে না। পাঠকদের জন্য এই উইকিপিডিয়া জীবিত আছে, পাঠক না থাকলে এই উইকিপিডিয়ায় সম্পাদনা করার তেমন আগ্রহ থাকবে না। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০২:৫৯, ১৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
তবে আমি বলছি না যে সংক্ষিপ্ত ব্যক্তিনামের ক্ষেত্রে সর্বদা ইংরেজি অনুসরণ করা উচিত, যেমন BadhonCR আ. ক. ম. মোজাম্মেল হক নামের উদাহরণ দিয়েছেন। আমার মতে, সাধারণত যেসব দেশের সরকারি বা প্রধান ভাষা ইংরেজি (চিত্র:Anglophone World.svg দ্রষ্টব্য), সেইসব দেশে সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে ইংরেজি অনুসরণ করা যেতে পারে। যেহেতু ইংরেজি বাংলাদেশের সরকারি বা প্রধান ভাষা নয়, সেহেতু সেখানে সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে ইংরেজি অনুসরণ করতেও পারে, নাও করতে পারে। অন্যদিকে, ইংরেজি ভারতের অন্যতম সরকারি ভাষা হওয়ায় সেখানে সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে সাধারণত ইংরেজি অনুসরণ করা হয়। তবে ভারতীয় জাতীয় কংগ্রেস ব্যতীত বিভিন্ন রাজনৈতিক দলের ইংরেজি নামের ক্ষেত্রে ইংরেজি আদ্যক্ষর এবং ভারতীয় ভাষায় নামের ক্ষেত্রে সেই ভাষায় আদ্যক্ষর ব্যবহার করা হয় (ভারতীয় জনতা পার্টির ইংরেজি সংক্ষেপ BJP (বিজেপি) ও হিন্দি সংক্ষেপ "ভাজপা")। আবার, এমন ক্ষেত্র আছে যেখানে কোনো ব্যক্তির আপাত সংক্ষিপ্ত নামের কোনো সম্পূর্ণ রূপ নেই, যেমন হ্যারি এস. ট্রুম্যানের (দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি) নামের মাঝে "এস" অক্ষরের কোনো সম্পূর্ণ রূপ নেই। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৩:১৭, ১৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমার বক্তব্যকে সংক্ষেপে বলতে গেলে, সংক্ষিপ্ত নাম হিসেবে ইংরেজি নামের প্রথম অক্ষর ব্যবহার করা অনেকটা নির্ভরযোগ্য উৎস এবং কিছুটা সংশ্লিষ্ট দেশে ইংরেজি ভাষার ব্যবহারের উপর নির্ভরশীল। নির্ভরযোগ্য উৎস ব্যবহার করলে উইকিপিডিয়ার পাঠকদের অনেক সুবিধা হয়, কারণ আমাদের ব্যবহার করা নির্ভরযোগ্য উৎসের একাধিক পাঠক বর্তমান এবং তাঁরা বিশদ বিবরণের জন্য উইকিপিডিয়ায় অনুসন্ধান করতে পারেন। আমরা চাই না যে হিন্দি বা অন্যান্য ভারতীয় উইকিপিডিয়ার মতো বাংলা উইকিপিডিয়া যেন অত্যন্ত যান্ত্রিক হয়ে পড়ে, হিন্দি ভাষা জানি বলে আমি হিন্দি উইকিপিডিয়ার যান্ত্রিকতা হাড়ে হাড়ে টের পেয়েছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৩:৪৩, ১৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@BadhonCR: আমি আমার পূর্ববর্তী বক্তব্য থেকে সরে এসেছি এবং আমি ব্যক্তিনামের ক্ষেত্রে সম্পূর্ণ নাম ব্যবহারের পক্ষপাতী। তবে সম্পূর্ণ নামের জন্য নির্ভরযোগ্য উৎসে (বাংলা, ইংরেজি বা অন্যান্য ভাষায়) এর উল্লেখ যাচাই করা উচিত, নাহলে সংক্ষিপ্ত নাম গৃহীত হবে। সেই হিসেবে আমি এস. সোমনাথ, ই. শ্রীধরনটি. এস. শিবজ্ঞানম নিবন্ধদের সম্পূর্ণ নামে স্থানান্তর করেছি। সংক্ষিপ্ত নামগুলো মূল নিবন্ধে পুনর্নির্দেশিত করা হবে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৮:১৪, ১৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ#সংক্ষিপ্ত বনাম সম্পূর্ণ ব্যক্তিনাম আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০২:৩০, ১৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"শ্রীধর সোমনাথ" পাতায় ফেরত যান।