আলাপ:রাজশাহী মাদ্রাসা

সাম্প্রতিক মন্তব্য: DeloarAkram কর্তৃক ১ বছর পূর্বে "রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা নামের তথ্যসূত্র" অনুচ্ছেদে

হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী সম্পাদনা

@Prodipto Deloar: ভাই রাজশাহীতে মোহসীনিয়া মাদ্রাসা বলে কোন মাদ্রাসা ছিল না এবং রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় এর অফিসিয়াল তথ্য অনুযায়ী হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় বা রাজশাহী সরকারী মাদ্রাসা এর পূর্বের নাম মোহসীনিয়া মাদ্রাসা নয়। এবং এই নিবন্ধটিতে অধিকাংশ‌ তথ্য ভিত্তিহীন এবং মনগড়া। আপনি একজন অভিজ্ঞ উইকিপিডিয়ান তাই আপনি নিশ্চয় এই বিষয়টি বুঝতে পারছেন। --Farhansnigdho (আলাপ) ০৮:০৬, ২১ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Farhansnigdho প্রিয় ভাই!! আপনি @MdsShakil ভাইয়ের পাতাতেও উদ্বেগ প্রকাশ করেছেন (ধরে নিলাম উক্ত আইপিটা আপনার)। আপনি হয়তো এই স্কুলের ইতিহাস পড়ে বলছেন, এটার নাম কখনো মোহসিনীয়া মাদ্রাসা ছিলোনা। আপনাকে আসলে পুরো ইতিহাস জানতে হবে। আলিয়া মাদ্রাসা কীভাবে প্রতিষ্ঠা হলো, কীভাবে আলিয়া মাদ্রাসার আন্দোলন কলকাতা ছাড়াও ভারতের অনন্য শহরে ও বাংলাদেশে ছড়িয়ে পরলো। ১৭৮০ সালে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পরে বাংলাদেশে তিনটা সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। দেখুন বাংলাপিডিয়ায়ঢাকা মাদ্রাসা, রাজশাহী মাদ্রাসা ও চট্টগ্রাম মাদ্রাসা, এছাড়াও ভারতে হুগলী জেলায় হুগলী মাদ্রাসা। এগুলো মহসিন ফান্ডের টাকায় প্রতিষ্ঠিত হয়েছিলো বলে মোহসিনীয়া মাদ্রাসা নামে পরিচিত ছিলো। এই মাদ্রাসাগুলো ছাড়া ভারত ও বাংলাদেশে আর কোন সরকারি মাদ্রাসা ছিলোনা। ঢাকা মাদ্রাসার ইতিহাস দেখুন।
কিন্তু ১৯১৫ সালে আবু নসর ওহীদ আলিয়া মাদ্রাসায় নিউ স্কিম শিক্ষা ব্যবস্থা চালু করেন, এরফলে ইংরেজির গুরুত্ব বৃদ্ধি পেয়ে আলিয়া মাদ্রাসাগুলো ক্রমান্বয়ে সাধারণ স্কুলের মত সিলেবাস অনুসরণ করতে থাকে। এরফলে ১৯৫৮ সালের একটি জাতীয় শিক্ষা কমিশন আলিয়া মাদ্রাসাগুলো তুলে দেওয়ার সুপারিশ করে। এই সুপারিশের ভিক্তিতেই যেসব আলিয়ায় নিউ স্কিম চালু ছিলো, সেগুলোকে ১৯৬০/৬২ দিকেই মাদ্রাসাকে তুলে দেওয়া হয়। অনন্য আলিয়া মাদ্রাসার নাম পরিবর্তন করলেও রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা পরিবর্তন করেনি, কিন্তু ভিতরে স্কুল হয়ে যায়। সবশেষে ২০১৯ সালে নাম পরিবর্তন করে।
এখন প্রশ্ন আসতে পারে, নাম পরিবর্তন হয়েছে শুধুমাত্র!! নতুন নিবন্ধের দরকার কী?? আসলে ঢাকা মাদ্রাসা, চট্টগ্রাম মাদ্রাসা ও এই মাদ্রাসা ৩টি সারা বাংলাদেশের মধ্যে প্রথম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এইসব মাদ্রাসায় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পড়াশোনা করেছেন, ঐতিহাসিকভাবে মাদ্রাসা তিনটা উল্লেখযোগ্য। এই মাদ্রাসা তিনটির উপর ভিক্তি করেই বাংলাদেশে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার শুরু হয়। কিন্তু দুর্ভাগ্যবশত মাদ্রাসা তিনটি স্কুলে পরিণত হয়েছে। কিন্তু মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য। বাংলা, ইংরেজি ও আরবিতে বহু বই ও ইতিহাস রচনা করা হয়েছে এসব প্রতিষ্ঠান নিয়ে। তাই নিবন্ধগুলো আলাদাভাবে তৈরি করা হয়েছে জগন্নাথ কলেজ বা কলকাতা আলিয়া মাদ্রাসার মত করে।
এখন আপনি বলেন, নিবন্ধের কোন লাইনটি মনগড়া বা ভিক্তিহীন?? Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৬:৪৭, ২১ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Prodipto Deloar: ভাই

প্রথমত বলতে চাই যে, আইপিটি আমার নয়। এটি অন্যকারো।

এখন মূলপ্রসঙ্গে আসি, আমি ব্যক্তিগতভাবে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় এর একজন ছাত্র এবং এই স্কুলের নথিপত্র অনুযায়ী এই বিদ্যালয় এর নাম মোহসীনিয়া মাদ্রাসা ছিল না। যদিও চট্টগ্রাম এর মুহসিন স্কুল ও মুহসিন কলেজ এবং ঢাকার কবি নজরুল সরকারি কলেজ স্বীকার করে যে এটির পূর্বনাম মোহসীনিয়া মাদ্রাসা ছিল। কিন্তু রাজশাহীর মুহসীন স্কুল নয়। আর আপনি হাজী মুহসীন স্কুল রাজশাহী এর সকল পুনঃনির্দেশ ও বিষয়শ্রেণীতে রাজশাহী সরকারী মাদ্রাসার পরিবর্তে মোহসীনিয়া মাদ্রাসা ব্যবহার করছেন। যেটি কখনোই গ্রহণযোগ্য নয়। সেটি আপনি হাজী মুহসীন স্কুল রাজশাহীতে পরিদর্শন করলে বুঝতে পারবেন।

এখন, আরেক প্রসঙ্গে আসি,আপনি মোহসীনিয়া মাদ্রাসা, রাজশাহী নিবন্ধে যে ছবিটি ১৯০০ সাল‌ বলে দাবি করেছেন সেটি কখনোই‌ সেই সময়ের নয় এটি ২০১০ এ দশকে তোলা।

আবারো‌ বলতে চাই আইপিটি আমার নয়। এবং আমি একজন‌ নতুন উইকিপিডিয়ান কোন‌ ভুল কিছু বলে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিয়ে দিবেন। -- Farhansnigdho (আলাপ) ১৭:৩৮, ২১ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Farhansnigdho ধন্যবাদ! আইপি সম্পর্কে জানানোর জন্য! প্রতিষ্ঠানের স্বীকারে কিছু আসে যায়না, কথা বলবে ইতিহাস! হ্যা আমি প্রাসঙ্গিক পুনর্নির্দেশ করেছি। বিষয়শ্রেণী:রাজশাহী সরকারি মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী আমিই তৈরি করেছিলাম। বর্তমানে নিবন্ধের নাম অনুসারে বিষয়শ্রেণী:মোহসিনীয়া মাদ্রাসা, রাজশাহীর প্রাক্তন শিক্ষার্থী নামে পরিবর্তন করেছি। আমার মনে হচ্ছে, ১৯৬০ সালের পরের কোন প্রাক্তনীর জন্য বিষয়শ্রেণী:হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহীর প্রাক্তন শিক্ষার্থী তৈরি করাই যুক্তিযুক্ত হবে। উইকিতে এভাবেই তৈরি করা হয়।
আর ছবিটার জন্য আমি দুঃখিত!! আমি উক্ত লিঙ্কে ছবিটি পেয়েছিলাম। এবং ফেসবুকে ১৯০০ সাল বলে আলোচনা পেয়েছিলাম, আমি দুঃখিত। ছবিটার দ্রুত অপসারণ প্রস্তাবনা দিয়েছি। আপনার ভুল নেই। আপনার সম্পাদনা ভালো রয়েছে, এবং সম্প্রদায়ের প্রতি আস্থা রয়েছে এইজন্য ধন্যবাদ। উইকিতে আসলে সবকিছু আলোচনার মাধ্যমেই হয়ে থাকে। আপনার আলোচনার জন্য ধন্যবাদ। Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৮:২০, ২১ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Prodipto Deloar:

ভাই আপনি ‌একজন‌ অভিজ্ঞ উইকিপিডিয়ান সে হিসেবে আপনার‌ যুক্তি (প্রতিষ্ঠানের স্বীকারে কিছু আসে যায়না, কথা বলবে ইতিহাস!) শুনে আমি অবাক হলাম। তো যাই হোক আমি আবারো বলছি হাজী মুহসীন স্কুল, রাজশাহীর অফিসিয়াল ইতিহাস অনুযায়ী এই প্রতিষ্ঠানের পূর্বনাম মোহসিনীয়া মাদ্রাসা কিন্তু নয় এটির পূর্বনাম দরসে নিজামিয়া সিনিয়র মাদ্রাসা। সেক্ষেত্রে আপনি মোহসীনিয়া মাদ্রাসা নামটি রাজশাহীর জন্য ব্যবহার করতে পারেন না। এবং মোহসীনিয়া মাদ্রাসা রাজশাহী নামটির জন্য আপনি কোন সরাসরি সূত্র দেখাচ্ছেন না।

আর, রাজশাহী সরকারী মাদ্রাসা এর পুনঃনির্দেশ পাতা আপনি মোহসীনিয়া মাদ্রাসা, রাজশাহী আপনি কোন ভিত্তিতে ব্যবহার করেছেন সেটা জানতে চাচ্ছি।ঐ পুনঃনির্দেশ পাতাটি একমাত্র হাজী মুহসীন স্কুল, রাজশাহীর জন্য যুক্তিযুক্ত হবে।

ধন্যবাদ -- Farhansnigdho (আলাপ) ০৭:০৪, ২২ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

রাজশাহী মাদ্রাসা সম্পাদনা

@Farhansnigdho ভাই!! আমি আমার প্রতিটা লাইনের জন্য তথ্যসূত্র দিয়েছি। এই বইয়ের ১৫১ পৃষ্ঠা দেখুন। আপনি যত বই পড়বেন, তত জায়গায় এই একই তথ্য পাবেন। তবে এটা কখনোই দারসে নিজামি নাম দিয়ে মাদ্রাসা ছিলোনা, ওটা ছিলো শিক্ষা পদ্ধতি, লেখক প্রচলিত যা শুনেছেন, তাই লিখেছে। আপনি এক্ষেত্রে বাংলাপিডিয়ার মাদ্রাসা নিবন্ধের লেখা দেখুন।

এটার পূর্বনাম অবশ্যই রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা ছিলো, এতে কোন ভুল নেই। তবে আমি অকপটে স্বীকার করছি, বাকি দুই মাদরাসার মত এই মাদ্রাসাটার এই নামটা অতোটা জনপ্রিয় নয়। নীতিমালা অনুসারে প্রচলিত ও জনপ্রিয় নাম গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে রাজশাহী সরকারি মাদ্রাসা বা রাজশাহী মাদ্রাসা আমার মনে হয় যথার্থ হবে। তখন আমি উল্লেখ করতে চাচ্ছি, প্রতিষ্ঠানটি স্কুল ও কলেজ মিলিয়ে (১৮৭৪-২০১৯) পর্যন্ত সক্রিয় ছিলো। মাদ্রাসা হিসাবে (১৮৭৪-১৯৬০) এবং স্কুল হিসাবে (১৯৬০-২০১৯)। Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৪:২১, ২২ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Farhansnigdho আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসার চেষ্টা করার জন্য। অন্য কেও হলে হয়তো সম্পাদনা যুদ্ধে নেমে পড়তো। শুভ কামনা আপনার জন্য। Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৪:২২, ২২ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিরেপক্ষতা! সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।




@Farhansnigdho প্রিয় ফারহান স্নিগ্ধ! আপনি খান বাহাদুর জিয়াউল হকমুহম্মদ আবদুল হাই নিবন্ধে রাজশাহী হাই মাদ্রাসার সংযুক্ত লিঙ্কে সামান্য পরিবর্তন এনেছেন। রাজশাহী মোহসীনীয়া মাদ্রাসা পরিবর্তন করে আপনার স্কুলের নাম দিয়েছেন। দেখুন, আসলে দুইটা প্রতিষ্ঠানই এক। কিন্তু ১৯৩০ বা ৩২ সালে সেটি কোন স্কুল ছিলোনা, ছিলো একটি মাদ্রাসা (আলিয়া মাদ্রাসা)। সেটি ১৯৫৯ সালের শরীফ শিক্ষা কমিশনের সুপারিশে মাদ্রাসা থেকে স্কুলে পরিণত করা হয়। তাই যারা ১৯৫৯ সালের আগে প্রতিষ্ঠান পাশ করেছেন, তারা উক্ত মাদ্রাসা শিক্ষার্থী হিসাবে গন্য হবে। আপনি বিষয়শ্রেণী:জগন্নাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থী এই বিষয়শ্রেণীটি লক্ষ্য করতে পারেন।

যাইহোক আরো কে যেন নিবন্ধ থেকে বিষয়শ্রেণী সরিয়ে ফেলেছেন। আপনি এই প্রতিষ্ঠানের ছাত্র, আপনি নিবন্ধটির রক্ষণাবেক্ষণ করবেন, কিন্তু আপনিই ধ্বংসপ্রবণতা চালাচ্ছেন। যাইহোক, আপনার জন্য শুভ কামনা। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৬:০২, ২১ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkram দেখুন ১৯৩০ বা ৩২ সালের দিকে প্রতিষ্ঠানটির নাম আপনার দাবি করা মুহসীনিয়া মাদ্রাসা কিংবা দারসে নিজামিয়া সিনিয়র মাদ্রাসা ছিলনা তখন নাম রাজশাহী মাদ্রাসা বা রাজশাহী হাই মাদ্রাসা ছিল। সেটি নিশ্চয় ভালো করেই জানেন। Farhansnigdho (আলাপ) ০৬:৩০, ২১ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Farhansnigdho হ্যা, আপনার কথা মানছি, একটি প্রতিষ্ঠানের বিভিন্ন নামেই ডাকা হতে পারে। রাজশাহী হাই মাদ্রাসা বা রাজশাহী সরকারি মাদ্রাসা বা অনন্য কিছু। আমিতো অনেকগুলো শিরোনাম দিতে পারবোনা। একটিই শিরোনাম দিতে হবে। আমি মোহসিনীয়া মাদ্রাসা শিরোনাম বেছে নিয়েছি। হ্যা হয়তো ই নামটি এই মাদ্রাসার ক্ষেত্রে অতোটা জনপ্রিয় ছিলোনা। তবে নাম যে ছিলো তা প্রথম সূত্রের বইতে ও চতুর্থ সূত্রের সরকারি নথিতে আছে।
আমি ব্যক্তিগতভাবেও নিবন্ধের নাম রাজশাহী সরকারি মাদ্রাসা দিতে চাচ্ছি। যার সক্রিয়কাল ছিলো ১৮৭৪-২০১৯ পর্যন্ত। এরমধ্যে ১৮৭৪-১৯৬০ পর্যন্ত মাদ্রাসা হিসাবে, আর ১৯৬০-২০১৯ পর্যন্ত স্কুল হিসাবে। এই বিষয়টি কেমন হবে বলবেন?? Deloar Akram (আলাপঅবদানলগ) ০৬:৩৮, ২১ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram:

এ বিষয়ে আমার দুইটি মতামত থাকবে। ১."মুহসীনিয়া মাদ্রাসা, রাজশাহী" এর শিরোনাম "রাজশাহী মাদ্রাসা" দিলে ভালো হবে। কেননা "রাজশাহী সরকারী মাদ্রাসা" নামটি ১৯৬০ গৃহীত হয়। অর্থাৎ এটি একমাত্র জেনারেল স্কুলের নাম হিসেবেই ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে এটি(রাজশাহী সরকারী মাদ্রাসা) হাজী মুহসীন স্কুল রাজশাহীর পুনঃনির্দেশের জন্য একমাত্র যুক্তিযুক্ত হবে। আবার "রাজশাহী মাদ্রাসা" নামটি হুগলি মাদ্রাসা, কলকাতা মাদ্রাসা কিংবা ঢাকা মাদ্রাসার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। মুহসীনিয়া মাদ্রাসা নামটি ছিল কি ছিল না এই নিয়ে বিতর্ক থাকলেও রাজশাহী মাদ্রাসা নামটি ছিল এটি নিশ্চিত।

২. উক্ত প্রতিষ্ঠানের মাদ্রাসা ও স্কুলের জন্য আলাদা নিবন্ধ না রাখাই উত্তম হবে। প্রথমত, ২০১৬ সালে বিদ্যালয়টি ১৪২ বছরের পূনর্মিলনী উৎযাপন করে। তখন কিন্তু ১৪২ বছর(১৮৭৪-২০১৬=১৪২) ব্যবহার করে (১৯৬০-২০১৬)=৫৬ বছরে ব্যবহার করে নাই। এবং সে উৎসবে অনেকেই যোগদান করেছে যারা ১৯৬০ এর পূর্বের অর্থাৎ মাদ্রাসার ছাত্র ছিল। তারা কিন্তু স্কুলে রুপান্তরিত হয়েছে বলে আলাদা হয়নি কিংবা আলাদা করা হয়নি। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (rajmohsin.edu.bd) তে গেলে হোমপেজে একটা অংশ আছে "Alumni Testimonial" নামে যেখানে‌ দেখতে পাবেন অনেকেই Testimonial দিয়েছে যারা মাদ্রাসার ছাত্র ছিল। অতএব এটির জন্য আলাদা বিষয়শ্রেণী কিংবা নিবন্ধ যুক্তিযুক্ত হবে না। — Farhansnigdho (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Farhansnigdho কে কীভাবে পুনর্মিলনী করলো সেটা কোন রেফারেন্স নয়। একটি শহরের রাজা বা খোলস পাল্টালে তারা নতুন নতুন নাম ধারণ করে, তাদের সবার নামেই আলাদা পাতা থাকলে, নিবন্ধগুলো শহরের মান কমিয়ে দেয়না, বরং বাড়িয়ে দেয়। নতুন নামে শহরটাও নতুন হয়না, শহরটা পুরাতনই থাকে, শুধু নামটা নতুন হয়। মনে করুন, রাজশাহী শহরের বহু পূর্বে নাম ছিলো বরেন্দ্র! তখন কেও জন্মগ্রহণ করলে, তাকে বলতে হবে বরেন্দ্র শহরে জন্মগ্রহণ করেছেন, আপনি রাজশাহী বলতে পারবেন না। কারন তখন রাজশাহী শহরটাই ছিলোনা, তাই বরেন্দ্র নামে আলাদা বিষয়বস্তু সৃষ্টি করতে হবে।
আর যেহেতু বরেন্দ্র শহরের বর্তমানে অস্তিত্ব নেই, তাই কোন অনুষ্ঠানের আয়োজন করলে বরেন্দ্র শহরের মানুষ রাজশাহী শহরের প্রোগ্রামেই যোগদান করবে। এটাই নিয়ম, আশা করি বুঝেছেন!! কারো ব্যক্তির সাথে কোন প্রতিষ্ঠানের নাম, শহরের নাম বা কোন স্থানের নাম বলতে গেলে দেখতে হবে উক্ত সময়ে ঐ বিষয়টির নাম কি ছিলো, আর সেটাই উল্লেখ করতে হবে। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৯:৪৩, ২১ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram ভাই আমি আপনাকে শুধু আমার মতামত প্রকাশ করেছি। আর হাইলাইটসে যেটা বলেছেন সেটা আপনি বলার আগে থেকেই জানি। যাইহোক, ১ নং মতামতের উত্তরের অপেক্ষা করছি। Farhansnigdho (আলাপ) ১৪:১২, ২১ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Farhansnigdho আপনার মতামত ঠিক আছে। প্রতিষ্ঠানের ধরন মাদ্রাসা আর স্কুল হিসাবে আলাদা করলেই ভালো হবে। তবে রাজশাহী মাদ্রাসা নিবন্ধের নাম থাকলে, রাজশাহী সরকারি মাদ্রাসা এখানেই পুনর্নির্দেশ থাকা উচিত। তাহলেই ভালো হতো, তাছাড়া অনেকের বিভ্রান্তি হতে পারে। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৪:৫৭, ২১ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram "রাজশাহী সরকারি মাদ্রাসা এখানেই পুনর্নির্দেশ থাকা উচিত" লাইনটিতে এখানের বলতে কোনটিকে বুঝিয়েছেন? Farhansnigdho (আলাপ) ১৫:০২, ২১ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Farhansnigdho রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা এই নিবন্ধ বুঝিয়েছি। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৫:১৩, ২১ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram একটু মনে করুন এ বিষয়ে আপনার আলাপ পাতায় একবার আলোচনা হয়েছিল। রাজশাহী সরকারী মাদ্রাসা নামটি মোহসিনীয়া মাদ্রাসায় ব্যবহার করলে মানুষ বিভ্রান্ত হবে 😕। কেননা ৬০ বছরেরও বেশি সময় ধরে রাজশাহীর জনগণ রাজশাহী সরকারী মাদ্রাসাকে স্কুল হিসেবে চিনে এমনকি বর্তমানেও অধিকাংশ মানুষ প্রতিষ্ঠানটিকে "মাদ্রাসা হাই স্কুল" বলে অভিহিত করে। এবং হাজী মুহসীন স্কুলের নাম ঐটি পরিবর্তিত হয়েই এসেছে। সে হিসেবে রাজ.সর. মাদ্রাসা নামটি হাজী মুহসীন নিবন্ধের জন্য শুধু যুক্তিযুক্ত নয় বরং এটি তার আইনত অধিকার। Farhansnigdho (আলাপ) ১৫:৫৪, ২১ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

RX720 এর আলাপ পাতা থেকে সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।




@RX720 আপনি দেখলাম, এই নিবন্ধ থেকে রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসার নাম মুছে দিয়েছেন!! কিন্তু কেন?? নিউ স্কিম মাদ্রাসা শিক্ষাব্যবস্থা এই পাতাটি পড়ে দেখুন। আর উক্ত স্কুল থেকে প্রাক্তন নামটা সরাবেন না। এগুলো WP:VAND। আপনার প্রতি সন্মান দেখিয়ে সম্পাদনা বাতিল করলাম না! আর ১৯১৪ সালের পরে মাদ্রাসার নাম হওয়ার কথা রাজশাহী নিউ স্কিম মাদ্রাসা তাই নয় কি?? Deloar Akram (আলাপঅবদানলগ) ১৬:৩১, ২৪ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkram আপনি মনে হয় মোহসিনীয়া মাদ্রাসা পাতাটি তৈরি করেছেন? RX720 (আলাপ) ০০:৫৯, ২৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 আমি তৈরি করি আর নাইবা করি!! কিছু বলার থাকলে উক্ত পাতার আলাপ পাতায় বলুন। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৪:৩৯, ২৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram আমি সেটা বলিনি। আপনি মোহসিনীয়া মাদ্রাসা নামটি কোথায় পেলেন? আমার রাজশাহীর প্রায় সকল স্কুলের ইতিহাস জানা আছে। কিন্তু ঐ নাম তো ঐ স্কুলের নাম ছিল এমন তো কোন তথ্য পায়নি। RX720 (আলাপ) ০৪:৪৬, ২৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram আমার মনে হয় আপনি নামটি আপনার মনমতো বসিয়ে দিয়েছেন। RX720 (আলাপ) ০৪:৪৬, ২৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 ভাই! নিবন্ধে কিছু সরকারি নথির ইতিহাস ও রাজশাহীর অঞ্চলের নির্ভরযোগ্য বইয়ের পাতা থেকে রেফারেন্স দেওয়া হয়েছে। ভাইয়া আপনি যে সবকিছু জানবেন, সেটা কিন্তু নয়। আপনি দয়া করে রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসার আলাপ পাতায় বার্তা দিন। আর আপনার প্রতি পরামর্শ থাকবে অতি পুরাতন বিষয়ের জন্য অনলাইন না ঘেটে ভালো ইতিহাসে বই পড়ুন। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৫:০৬, ২৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram আচ্ছা কি রেফারেন্স দেওয়া আছে আমাকে একটু দেখান তো। RX720 (আলাপ) ০৫:১১, ২৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 ভাই!! ১,২,৩ নং রেফারেন্সে সব উল্লেখ আছে। কষ্ট করে না পড়লে আমি কি করে বুঝাবো?? Deloar Akram (আলাপঅবদানলগ) ০৫:৩৫, ২৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram দাদা আপনার বানানো পাতার তথ্য সূত্র গুলো ঘেঁটে দেখলাম। কিন্তু কোথাও রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা নামটি পেলাম না। HMMGHS এর ইতিহাস বলে যে ১৮৭৪-১৯১৪ পর্যন্ত তাদের নাম দার্সে নিজামিয়া মাদ্রাসা ছিল। তাহলে কি ধরে নিব নামটি আপনার বানানো। RX720 (আলাপ) ০৭:০৬, ২৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 বইটির ১৫১ পেজে দেখতে পারেন। সেখানেও The Rajshahi Madrasah বলা আছে। যাইহোক। আপনারা কি নিবন্ধের নাম রাজশাহী মাদ্রাসা নামে স্থানান্তর করতে বলছেন?? Deloar Akram (আলাপঅবদানলগ) ১০:৫৭, ২৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram আমার opinion হলো এই যে, সেটি রাজশাহী মাদ্রাসা নামে স্থানান্তর করে রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা পেজটি ডিলিট করে দেওয়া। রাজশাহী সরকারী মাদ্রাসা নামটি ভুলেও নিতে যাইয়েন না, নইলে কোনো মুহসীনিয়ান দেখলে রেগে যাবে। আর কোনো Notable Alumni থাকলে‌ সেটি মুহসীন বিদ্যালয় নিবন্ধের সাথে সংযোগ দেওয়া। RX720 (আলাপ) ১৩:১১, ২৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 কে রেগে যাবে! আর কে রাগবে না সেইটা দেখে উইকিপিডিয়া চলেনা!! আপনি WP:VAND চালাবেন না। তাহলে বাধাপ্রাপ্ত হতে পারেন। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৪:৫৭, ২৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram আমি আপনাকে আমার মতামত জানিয়েছি মাত্র, সেটা কোন ভিত্তিহীন মতামত ছিলনা । আর উইকিপিডিয়াতে শখের জন্য নিজের ইচ্ছেমতো কোনো নিবন্ধে নাম দেওয়া যায় না সেটা তো নিশ্চয় জানেন! RX720 (আলাপ) ১৬:১১, ২৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


WP:VAND সম্পাদনা

  দয়া করে, আপনার ধ্বংসাত্মক সম্পাদনা বন্ধ করুন। আপনি যদি উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা অব্যাহত রাখেন, যেমনটি আপনি রাজশাহী মাদ্রাসা নিবন্ধে করেছেন, তবে আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হতে পারে। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৭:৪৩, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@RX720 ভাই। ভ্যান্ড সম্পাদনা বন্ধ করুন। @আফতাবুজ্জামান ভাই। দেখুন তো রাজশাহী মাদ্রাসা, মোহসিনীয়া মাদ্রাসা, রাজশাহী, বিষয়শ্রেণী:মোহসিনীয়া মাদ্রাসা, রাজশাহীর প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধে উনি যথেষ্ট ধ্বংসাত্মক সম্পাদনা সম্পাদনা চালাচ্ছেন। উনাকে নজর রাখুন। হয়তো উনাকে বাঁধাপ্রদান করা হতে পারে। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৭:৫১, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya ভাই! ইনি মুহসিন হাইস্কুল আর মুহসিনিয়া মাদ্রাসা এসবগুলোতে মোটামুটি ভালোই ভ্যান্ড চালাচ্ছে। নজরে রাখবেন।
@RX720 ভাই, আপনার যদি রাজশাহী মাদ্রাসা নিবন্ধ না রাখতে চান, তাহলে অপসারণ প্রস্তাবনা দেন। কিন্তু ভ্যান্ড চালাবেন না। ওখানে যা তথ্য আছে, সবগুলোর সাথেই তথ্যসূত্র দেওয়া আছে, এবং যাচাইকৃত লেখা। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৮:০৫, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram @আফতাবুজ্জামান @Yahya ভাই আমি যে সম্পাদনাটি করেছি সেটি ধ্বংসপ্রবণতা ছিল না। আমি রাজশাহী মুহসিনীয়া মাদ্রাসা পাতাটি অপসারণের প্রস্তাবণা দিয়েছি এটকে উনি ধ্বংসপ্রবণতা দাবি করেছেন। আমি অপসারণের প্রস্তাবনা দিয়েছি কেননা রাজশাহীতে মুহসিনীয়া মাদ্রাসা বলে কোন প্রতিষ্ঠান আদতে ছিলই না। তিনি নিজের মনমতো নামটি বসিয়ে দিয়েছেন এবং এই নামের সত্যতার জন্য উনি কোন রেফারেন্স দেখাতে পারেননি। আর আমি শুধু মুহসীন স্কুলগুলো নই, রাজশাহীর‌ আরো অনেক স্বনামধন্য স্কুল নিয়ে সম্পাদনা করেছি। সেখানে কেউ ধ্বংসপ্রবণতা বলেনি বরং মুহসীন স্কুল কলেজ গুলোতে সঠিক ও সত্য লিখেও উনি ধ্বংসপ্রবণতার‌ গালি দিচ্ছেন। অথচ এ পর্যন্ত আমার জানামতে আমার কোনো ধ্বংসপ্রবণ কাজ ছিল না।
@আফতাবুজ্জামান ভাই ও @Yahya ভাই‌ আপনাদের কাছ থেকে সঠিক বিচার আশা করছি। RX720 (আলাপ) ০১:৫৮, ২৭ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান @Yahya এর একটি সমাধা‌ প্রয়োজন। RX720 (আলাপ) ০০:৩৫, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
দয়া করে, নিচে পয়েন্ট আকারে সংক্ষেপে সমস্যাগুলো লিখুন। তাহলে এই বিতর্কটি বুঝতে সুবিধা হবে। আফতাবুজ্জামান (আলাপ) ০০:৫০, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান
১. @DeloarAkram সাহেব "রাজশাহী মুহসীনিয়া মাদ্রাসা" নামে একটি নিবন্ধ তৈরি করেছেন কিন্তু আদতে এই নামে কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীর ইতিহাসে পাওয়া যায়নি, এবং উনি এই নামের কোন রেফারেন্স দেখাতে পারেননি।
২. উনি পরে "রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা" পাতাটি রাজশাহী মাদ্রাসা নামে স্থানান্তর করেন। কিন্তু এই নিবন্ধের কোন প্রয়োজনীয়তা নেই কারণ উক্ত প্রতিষ্ঠানের বর্তমান নাম হাজী মুহসীন স্কুল, রাজশাহী নিয়ে একটি নিবন্ধ আছে। আর এই নিবন্ধের অধিকাংশ তথ্য মিথ্যা ও ভিত্তিহীন। এটির অপসারণ‌ প্রয়োজন।
৩. আমি শুধু রাজশাহী মাদ্রাসার পুননির্দেশ রাজশাহী মুহসীনিয়া মাদ্রাসা পাতাটি অপসারণের প্রস্তাবনা দিয়েছি এটিকে উনি Vand বলে দাবি করছেন।
এর একটি সঠিক সমাধান আশা করছি। ধন্যবাদ। RX720 (আলাপ) ০১:০৯, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা, বুঝেছি। আমি প্রথমে আমার সীমাবদ্ধতা বলি। আমি আলোচ্য বিষয়ের ইতিহাস জানি না। ফলে কোনটা প্রকৃত ও কোনটা মিথ্যা তা আমি জানি না। এখন:
১. আমি যেটা বুঝতে পেরেছি, দেলোয়ার ভাই ইতিহাসের পর্যায় অনুসারে একাধিক নিবন্ধ তৈরি করেছেন। যদি যথেষ্ট তথ্য থাকে তা থাকতে পারে।
২. যদি "রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা" নামে কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীর ইতিহাসে না থাকে তবে পুনর্নির্দেশটি মুছে দেওয়া উচিত। @DeloarAkram ভাই এই নামের জন্য তথ্যসূত্র আছে?
৩. ধরে নিচ্ছি রাজশাহী মাদ্রাসা নামটি সঠিক। এই নিবন্ধে যদি ভুল তথ্য থাকে তবে তা মুছে ফেলা উচিত। এই নিয়ে আপনারা নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করতে পারেন। (আমি ইতিহাস জানি না, ফলে আমার পক্ষে বলা মুশকিল কোন তথ্য ভুল) আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৫, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ভাইজান!! আমি আগে থেকেই জানতাম, এই ধরনের সমস্যা হতে পারে। এইজন্য উক্ত নিবন্ধের আলাপ পাতায় বিতর্ক করার চেষ্টা করেছি। এটা নিয়ে এই একই বিতর্ক করেছিলো @Farhansnigdho। পরে উনিও চেপে গেছেন, কারন আমার লেখার প্রতিটা শব্দের সাথেই রেফারেন্স আছে, এমনকি সংশ্লিষ্ট নিবন্ধও আছে। আলাপ পাতায় দেখুন বহু বহু বহু বিতর্ক আছে সেম টপিকে।
@আফতাবুজ্জামান ভাই, আপনাকে আমি অল্প কথায় ইতিহাস শুনাই! ১৭৮০ সালে ব্রিটিশদের তৈরি যেকোন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা-ই-আলিয়া, কলকাতা সর্বপ্রথম তৈরি হয়। এর ১০০ বছর পরে ১৮৭৪ এই প্রতিষ্ঠানের আদলে একই সাথে বাংলাদেশে ৩টা (ঢাকা মাদ্রাসা, রাজশাহী মাদ্রাসাচট্টগ্রাম মাদ্রাসা) ও ভারতে ১টা (হুগলী মাদ্রাসা) মাদ্রাসা মুহসিন ফান্ডের টাকায় প্রতিষ্ঠিত হয়। এগুলো নিজস্ব অঞ্চলের সবচেয়ে পুরাতন বিদ্যাপিঠ। এসব মাদ্রাসায় ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্য ১৯১৪ সালে নিউ স্কিম শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়। এরফলে নিউস্কিমের অধিভুক্ত সব মাদ্রাসাগুলো ধীরে ধীরে সাধারণ শিক্ষাকে গুরুত্ব দিতে দিতে মাদ্রাসা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। ১৯৬০ সালের দিকে জাতীয় শিক্ষা কমিশন, ১৯৫৯ এই কমিশনের প্রস্তাবে মাদ্রাসাগুলোকে স্কুলে রুপান্তর করা হয়। এখন এই রাজশাহী মাদ্রাসা আদদে স্কুল হলেও তারা নামের পরে মাদ্রাসা শব্দটি সরায় না (অন্য সবাই সরিয়েছিলো), তারা নামের শেষে মাদ্রাসা শব্দ সরায় ২০১৯ সালে।
এসব মাদ্রাসা বাংলাদেশের একদম মৌলিক প্রতিষ্ঠান ছিলো, বাংলাদেশের অনেক সরকারি উচ্চপ্রদস্থ কর্মচারী ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এসব মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এবং এসব প্রতিষ্ঠানের আদলেই বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষাব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাই এই তিনটা প্রতিষ্ঠান আলাদাভাবে উল্লেখযোগ্য।
ভাইয়ের ২ নং প্রশ্নের জবাব: রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা নামের সাথেই দুইটি মৌলিক তথ্যসূত্র যুক্ত আছে (নিবন্ধে দেখা উচিত ছিলো)। আরো বহু বহু সূত্র দেওয়া যাবে। Deloar Akram (আলাপঅবদানলগ) ০২:৩৯, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram ভাই আমি কিন্তু একবারও স্বীকার করেনি যে, মোহসীনিয়া মাদ্রাসা নামটি রাজশাহীর জন্য ছিল। এবং আপনিও কোন সূত্র দেখাতে পারেননি। -- Farhansnigdho (আলাপ) ০২:৫৯, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Farhansnigdho ভাইরে ভাই!! নিবন্ধের প্রথমেই দুইটা সূত্র আপনারা দেখে কথা বলছেন না কেন?? আজব সব মানুষ, আজব পাবলিক!! Deloar Akram (আলাপঅবদানলগ) ০৩:০২, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram আপনি তথ্যসূত্রে যে বই "রাজশাহীর ইতিহাস" দিয়েছেন ঐ বইটিতেই লিখা রয়েছে যে, প্রতিষ্ঠানটি 'দারসে নিজামিয়া সিনিয়র মাদ্রাসা' নামে কার্যক্রম শুরু করে। Farhansnigdho (আলাপ) ০৩:০৭, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Farhansnigdho ঠিক বলেছেন। RX720 (আলাপ) ০৩:১০, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
  মন্তব্য এখানে বলা হলো যে "উনি পরে "রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা" পাতাটি রাজশাহী মাদ্রাসা নামে স্থানান্তর করেন। কিন্তু এই নিবন্ধের কোন প্রয়োজনীয়তা নেই কারণ উক্ত প্রতিষ্ঠানের বর্তমান নাম হাজী মুহসীন স্কুল, রাজশাহী নিয়ে একটি নিবন্ধ আছে।" কিন্তু সেই যুক্তিতে পূর্ব পাকিস্তান নিবন্ধ থাকার কোন যৌক্তিকতা নেই। আসল কথা হলো প্রাক্তন প্রতিষ্ঠান নিয়েও নিবন্ধ লেখা যায় যদি বর্তমান প্রতিষ্ঠানের নিবন্ধ যথেষ্ট পরিমাণে লম্বা হয়ে থাকে, সেক্ষেত্রে নিবন্ধের অংশ ভেঙ্গে আরেক নিবন্ধ হতে পারে। আর এই দৃষ্টিকোণ থেকে অপসারণের জন্য এরকম অদ্ভুত যুক্তি দেখানোটা ঠিক নয়। এছাড়াও ভুল তথ্য থাকার অজুহাতেও অপসারণ প্রস্তাবনা দেওয়া বোকামি। অপসারণের প্রস্তাবকারী যদি নিবন্ধটিকে WP:ORIGINAL দাবি করতে চান সেক্ষেত্রে অভিজ্ঞ উইকিপিডিয়ান ও প্রশাসকদের নিবন্ধটি পর্যালোচনা করার অনুরোধ করাটাই ভালো হবে। মেহেদী আবেদীন ০৩:০৩, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin ভাই পূর্ব পাকিস্তান, পাকিস্তানের একটি Province ছিল আর বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আরেকটি উদাহরণ, ইসোয়াতিনি (একটি দেশ) যার পূর্বনাম সোয়াজিল্যান্ড কিন্তু সেটি ইসোয়াতিনির একটি পুননির্দেশ হিসেবে রয়েছে। RX720 (আলাপ) ০৩:১৭, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720: কিন্তু আপনার যুক্তি অনুযায়ী পূর্ব পাকিস্তান পাতাটি রাজশাহী মাদ্রাসার মতোই, দুটোই একই সত্তার প্রাক্তন নাম। তাই অপসারণের যুক্তি হিসেবে এরকম কোন কারণ না দেখিয়ে আরো জোরদার কারণ দেখানো উচিত। মেহেদী আবেদীন ০৩:২০, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 আপনি ঠিকই বলেছেন, যদি শুধুমাত্র স্কুলের নাম পরিবর্তন হতো তাহলে আলাদা নিবন্ধ তৈরি না করলেও হতো। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানের মাত্রা (মাদ্রাসা থেকে স্কুল হয়েছে) পরিবর্তন হয়েছে, তাই আলাদা নিবন্ধ প্রয়োজন। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৩:২৪, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram দেখুন মাদ্রাসা গুলো বিলুপ্ত করে স্কুলে পরিণত করা হয়নি সেটির শুধু কারিকুলাম প্রতিস্থাপন করা হয়েছে। আর সেটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের ব্যপার না সারা দেশব্যাপী সেটি হয়েছিল।
একটি উদাহরণ দিই আপনাকে, মনে করুন "ক নামের দেশ" বর্তমানে যে সংবিধানে রয়েছে সেটি কাল পরিবর্তন করে সম্পূর্ণ নতুন সংবিধান গ্রহণ করল। তাই বলে কি আপনি নতুন সংবিধানের ও পূরনো সংবিধানের জন্য আলাদা দুইটি দেশ বানাবেন? RX720 (আলাপ) ০৩:৩৮, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 একটি নিবন্ধ কখন তৈরি হয় জানেন?? যখন তার উল্লেখযোগ্যতা থাকে!! এগুলো আলাদা দেশ বানানো বা সংবিধান লেখা নয়। তাই আপনার যুক্তি কার্যকর নয়। যেহেতু এই প্রতিষ্ঠানটি ১৮৭৪ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত মাদ্রাসা থাকাকালীন কার্যক্রমের জন্য উল্লেখযোগ্য। (বর্তমানে এটি স্কুল, আর স্কুল আর মাদ্রাসা কখনো সমান হতে পারেনা। কারন স্কুল আলাদা কারিকুলাম, মাদ্রাসা আলাদা কারিকুলাম।) তাই নিবন্ধটি তৈরি করা যেতে পারে। মূলকথা নিবন্ধ তৈরি করার জন্য উল্লেখযোগ্যতা দরকার, আলাদা হলেই আলাদা আলাদা নিবন্ধ হবে, আর কোন মানে নেই। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৩:৫১, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram আপনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা নিবন্ধটি দেখতে পারেন RX720 (আলাপ) ০৩:৫৯, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkramউল্লেখযোগ্যতার বিষয় কোনো প্রশাসকের দ্বারা সমাধান করলে ভালো হবে RX720 (আলাপ) ০৪:১৭, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720: আফগানিস্তানের ক্ষেত্রে ইতিমধ্যেই তা হয়েছে। বিস্তারিত জানতে আফগানিস্তান নিবন্ধের ইংরেজি পাতার তথ্যছকে দেখতে পারেন। মেহেদী আবেদীন ১৩:৩১, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা নামের তথ্যসূত্র সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।




@Farhansnigdho, @RX720, @আফতাবুজ্জামান, @Mehediabedin ভাই আপনারা দেখুন। হ্যা আমি আরো সূত্র খুজে পাচ্ছিনা। আমার কাছে পর্যাপ্ত বই নেই। তবে যে দুইটি সূত্র দিচ্ছি, সেই যথেষ্ট।

দুইটা রেফারেন্সই ১ ও ২ নামে নিবন্ধে ছিলো। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৩:১৬, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkram আপনার ১৫১ নং পেজে লেখা রয়েছে "The Rajshahi Madrasha is a Mohsinia Madrasha" এখানে মুহসিনীয়া মাদ্রাসা একটি type বুঝিয়েছে যেহেতু এটি হাজী মুহম্মদ মুহসীনের অর্থায়নে স্থাপিত হয়েছে। RX720 (আলাপ) ০৩:২৪, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 দেখুন! এসবগুলো মাদ্রাসাই মুহসিনিয়া মাদ্রাসা ছিলো, আর এই নামেই পরিচিত ছিলো। দেখুন ঢাকায় মাদ্রাসাটির নাম ছিলো ঢাকা মোহসিনীয়া মাদ্রাসা, কিন্তু মানুষের মুখে মুখে নামেই অধিক পরিচিত ছিলো। সূত্র বাংলাপিডিয়া। যেহেতু একই সাথে একই আদলে মাদ্রাসা চারটি প্রতিষ্ঠিত হয়েছিলো, তাই একই নামে হওয়ার কথা। এর প্রমান দেওয়া আছে আমার ২ং রেফারেন্সে, সেখানে স্পষ্ট করে রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা লেখা আছে।। এছাড়াও নিবন্ধে দেখুন একটি উর্দু ভাষায় তথ্যসূত্র দিয়েছি, সেখানেও স্পষ্ট করে راجشاہی محسنیہ مدرسہ (রাজশাহী মোহসিনিয়া মাদ্রাসা) লেখা আছে। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৩:৫৯, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkramভাই আপনার উর্দু ভাষার তথ্য সূত্র গুগল ট্রান্সলেট দিয়ে অনুবাদ করে দেখে কোথাও তো তা দেখতে পাচ্ছি না। বরং এখানে কিছু হাদিস লিখা রয়েছে। RX720 (আলাপ) ০৪:১৫, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 আপনি গুগল ট্রান্সলেট দিয়ে পুরো পিডিএফ ট্রান্সলেট করতে পারবেন না। হয়তো ছোট-খাটো সাধারণ দুই একটি বাক্য অনুবাদ করতে পারে। জ্বি এটা বেরলভিদের ফতোয়া ভিত্তিক প্রশ্নোত্তর পর্বের একটি বই। বিভিন্ন মানুষের আপত্তির জবাব দেওয়ার গ্রন্থ। বইয়ের ৩৫ নং প্রশ্নে লেখা আছে।
  • ۱۳۱۹ از ریاست کوچ بہار ملک بنگال مدرسہ محسنیہ راجشاہیہ مرسلہ مولوی خلیل اللہ صاحب مدرس اول مدرسہ مذکورہ ۲۸ جمادی الاولٰی
  • অর্থঃ কোচবিহার রাজ্যের বঙ্গীয় মাদ্রাসা রাজশাহী মোহসানিয়া মাদ্রাসার মৌলভী খলিলুল্লাহ সাহেবের কথিত সমস্যা, ২৮ জমাদি আল আউয়াল ১৩১৯ হিজরি। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৪:৩৬, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkramএটা কি কোনো নির্ভরযোগ্য রেফারেন্স? RX720 (আলাপ) ০৪:৩৮, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 এবং @Farhansnigdho আপনারা স্পষ্ট করে বলুন আপনারা কি চাচ্ছেন?? উল্টা-পাল্টা কিছু বলে অভিজ্ঞ ও প্রশাসকদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।!!
আপনারা আগে বললেন, ঢাকা মোহসিনীয়া মাদ্রাসাচট্টগ্রাম মোহসিনীয়া মাদ্রাসা নামে মাদ্রাসাদুটি ছিলো কিন্তু রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা নামে কিছু ছিলোনা। রাজশাহীর মাদ্রাসার নাম ছিলো রাজশাহী মাদ্রাসা (কিন্তু মাদ্রাসা তিনটাই একত্রে, একই প্রশাসন দ্বারা একই আদলে প্রতিষ্ঠিত হয়েছিলো)। আমি এখন বিভিন্ন বই-পুস্তকে এই নামটি দেখানোর পরে আপনারা এটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আবার নিবন্ধে প্রথম থেকেই রেফারেন্স থাকলেও সেগুলোকে দেখেও না দেখার ভান করেছেন এবং বলেছেন আমি কোন রেফারেন্স দেখাতে পারিনি। এগুলোর অর্থ কী?? Deloar Akram (আলাপঅবদানলগ) ০৪:৫৬, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram এই বিষয়ে আপনার সাথে আমার আগে আলোচনা হয়েছে, হাজী মুহসীনের অফিসিয়াল তথ্যে রাজশাহী মুহসিনীয়া নামটি আমি কখনো দেখতে পায়নি, ব্যাস এইটুকুই। এই বিষয়ে আমি আর গভীরে যেতে চাই না। Farhansnigdho (আলাপ) ০৫:১৯, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Farhansnigdho আপনাকে ধন্যবাদ প্রিয়। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৫:২২, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram একই প্রজেক্টের অধীনে মাদ্রাসাগুলো তৈরি হলেই যে একই নাম রাখতে হবে এটা তো কোনো কথা না। আপনি একটিমাত্র বই থেকে রেফারেন্স দেখালেন যে রাজশাহীর ক্ষেত্রে মুহসীনিয়া মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আরেকটি বইতে লিখা আছে যে এটি দারসে নিজামিয়া মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত। কিছু Blogging Site এ এবং এমনকি স্বয়ং স্কুলটির ওয়েবসাইটেও লিখা রয়েছে যে এটি দারসে নিজামিয়া মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত হয়েছিল।
এখন কি বলবেন? RX720 (আলাপ) ০৫:৫২, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 হ্যা! এর অর্থ মানে কিন্তু এটা নয়, মাদ্রাসার নাম রাজশাহী মোহসিনীয়া মাদ্রাসা নয়। একটি মাদ্রাসার বিভিন্ন নাম থাকতে পারে। আসলে এই রাজশাহী মাদ্রাসার নাম মুহসিন ফান্ডের কারনে মোহসীনিয়া, মুহসিনিয়া, মুহসেনীয়া প্রভৃতি বানানে এসেছিলো। আর মাদ্রাসার পাঠ্যপদ্ধতির দারসে নিজামির কারনে দারসে নিজামিয়া মাদ্রাসা এসেছিলো। যাইহোক, তথ্যসূত্র অনুসারে আপনার প্রস্তাবিত নামটিও নিবন্ধের শুরুতে দেওয়া হয়েছে। আপনাকে অশেষ ধন্যবাদ। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৬:১০, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
"রাজশাহী মাদ্রাসা" পাতায় ফেরত যান।