আলাপ:যু ক্বারাদের অভিযান

সাম্প্রতিক মন্তব্য: খাত্তাব হাসান কর্তৃক ২ বছর পূর্বে "ধু ক্বারাদ নাকি যী/যু কারাদ" অনুচ্ছেদে

ধু ক্বারাদ নাকি যী/যু কারাদ সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



ق- এর জন্য ক্ব-এর ব্যবহার কমে যাচ্ছে। যেমন- قمر- কমার ইত্যাদি৷ আবার যালের প্রতিবর্ণ য; ধ নয়। যি/যু ক্বারাদ নামই উচিত ছিল।

আবার গাবাহ অভিযান আর এটি একই হওয়ার কথা। আলাদা করার কারণটা স্পষ্ট করবেন। ধন্যবাদান্তে ~ খাত্তাব ( | | ) ০৫:১২, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান
১.আমারো আপনার মত আল গাবাহ অভিযান আর ক্কারাদ অভিযান একই মনে হয়েছে। তবে আল গাবাহ অভিযান ছিল মুহাম্মাদ (সাঃ) না জানিয়ে, সালামা ইবনুল আকওয়া'র একা ধাওয়া করা। ক্কারাদ অভিযান নবীজিকে জানিয়ে করা হয়েছিল। এটা আমি অভিযানের পটভূমিতে উল্লেখ করেছি। ইংরেজি ও বাংলা উইকিতে আল-গাবাহ অভিযান নিয়ে নিবন্ধে তথ্য যথেষ্ট নেই, উর্দু আর আরবী উইকি দেখলে ধারণা পরিস্কার হবে। অর্থ্যাত এই নিবন্ধে আরো তথ্য যোগ ও নিখুত করা সুযোগ আছে।
২.আরবী হতে বাংলা আক্ষরিক অনুবাদের ক্ষেত্রে আমার ধারণা কম, আমি জুহর আর ধুহর-নামাজের ক্ষেত্রে দুইটি বানানই পেয়েছি। রমজান এডিটাথনের অনুবাদ তালিকায় 'ধু ক্কারাদ' বানানটি ছিল, প্রতিবর্ণ 'য' হলে সেভাবে করে দিতে পারি। সে হিসেবে শিরোনাম কি হবে? 'যু ক্কারাদ' নাকি? ~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৫:২৫, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

যু কারাদ/ক্বারাদ বা যি কারাদ উভয়ভাবেই বাংলায় ব্যবহার আছে। যু ক্বারাদ/যু কারাদ কাছাকাছি। দিতে পারেন। ~ খাত্তাব ( | | ) ০৫:২৯, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান করে দিচ্ছি। আসসালামু ওয়ালাইকুম।~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৫:৩১, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ওয়া আলাইকুমুস সালাম ~ খাত্তাব ( | | ) ০৫:৩৪, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
"যু ক্বারাদের অভিযান" পাতায় ফেরত যান।