আলাপ:মা ছেং-ইউয়েন

সাম্প্রতিক মন্তব্য: Md.Farhan Mahmud কর্তৃক ৯ মাস আগে "নিবন্ধের শিরোনাম" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

এই পর্যালোচনাটি আলাপ:মা ছেং-ইউয়েন/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Mehediabedin (আলাপ · অবদান) ১০:২৫, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

প্রাথমিক পর্যালোচনা ও সংশোধন সম্পাদনা

নিবন্ধটি নতুন অনুবাদ হিসেবে ভালো হয়েছে। তবে এতে কিছু সংশোধন করা প্রয়োজন:

  1. কিছু কিছু ক্ষেত্রে বাক্যগঠন ঠিক নেই। সেগুলো চিহ্নিত করে বাক্যগঠন ঠিক করে নিতে হবে।
  2. অনেক জায়গায় ইংরেজি রয়ে গেছে ও সরাসরি অনুবাদ না করে বাংলা অক্ষরে ইংরেজিতে লিখে দেওয়া হয়েছে। এগুলো অনুবাদ করতে হবে।
  3. কিছু জায়গায় অযথা কমার ব্যবহার দেখা যাচ্ছে। এগুলো সমাধা করতে হবে।
  4. কিছু শব্দ ও বাক্যাংশ ইটালিক করার সময় ভুল হয়েছে বা ভুলভাবে ইটালিক করা হয়েছে।
  5. চীনা ভাষার নামগুলো প্রতিবর্ণীকরণ করা হয়নি। চীনা শব্দের প্রতিবর্ণীকরণের সাহায্যকারী পাতা এই বাংলা উইকিপিডিয়ায় পাওয়া যাবে।
  6. কিছু স্থান এমনভাবে ইংরেজি থেকে সরাসরি অনুবাদ করা হয়েছে যেগুলো বাংলায় পড়ার সময় অর্থ বদলে যাচ্ছে।
  7. এখানে যে সূত্রগুলো আছে সেগুলো বাংলা করতে হবে (শিরোনাম বাদে, বাংলা শিরোনাম রাখার জন্য অনূদিত শিরোনাম জাতের কোন পরামিতি আছে সম্ভবত যেটি ব্যবহার করা যেতে পারে) এবং ভাষা পরামিতি ব্যবহার করে সূত্রের ভাষা উল্লেখ করে দিতে হবে।
  8. কিছু কিছু বাক্য খুব লম্বা হয়ে গেছে যেগুলো ভেঙ্গে ভেঙ্গে ছোট ছোট বাক্য করা উচিত। আবার অনেক লম্বা বাক্য আছে যেগুলোকে সংক্ষিপ্ত করা উচিত।

আপাতত এগুলোই। এগুলো সমাধা করার পর নিবন্ধটি পড়ে কোন সমস্যা না দেখলে এটি ভালো নিবন্ধ ঘোষণা করা হবে। মেহেদী আবেদীন ১০:২৫, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা সম্পাদনা

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):  
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):  
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):  
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):  
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):  
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):  
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  
    অভিনন্দন প্রথম ভালো নিবন্ধের জন্য। মেহেদী আবেদীন ১০:৩৩, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    আমি ভাবতেই পারছি না আমার লিখিত একটা নিবন্ধ ভালো নিবন্ধের মর্যাদা পেয়েছে! যাইহোক @মেহেদী ভাই, ধন্যবাদ আপনার সাহায্যের জন্য।  ফারহান  «আলাপ» ১০:৩৯, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    @Md.Farhan Mahmud বাংলা উইকিপিডিয়ায় ভাল নিবন্ধ প্রণেতাদের দলে নাম তোলার জন্য অভিনন্দন। এবার প্রধান/প্রথম পাতার জন্য একটি জুতসই সুচনাংশ তৈরী করুন। উদাহরণ হিসেবে একটি ভাল নিবন্ধের আলাপ পাতা দেখতে পারেন।~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৩:৫৫, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    @FaysaLBinDaruL আমি ইতিমধ্যে করেছি। মেহেদী আবেদীন ১৪:১৫, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    @Mehediabedin এই পাতায় যুক্ত করে দিতে পারেন। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৪:২১, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    @FaysaLBinDaruL ধন্যবাদ ভাই! ≈ ফারহান  «আলাপ» ১৫:৪৯, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার জন্য সূচনাংশ সম্পাদনা

মা ছেং-ইউয়েন একজন চীনা প্রত্নতত্ত্ববিদসাংস্কৃতিক বিপ্লবের সময় লালফৌজ দ্বারা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংসের হাত থেকে প্রতিরোধ ও রক্ষার জন্য তিনি প্রশংসিত। এছাড়া তিনি সাংহাই জাদুঘরের পুনর্নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি তৃতীয় জন ডি. রকফেলার পুরস্কারের প্রাপক। এছাড়া তিনি ফরাসি রাষ্ট্রপতি জাক শিরাক কর্তৃক লেজিওঁ দনরে ভূষিত হয়েছিলেন। মা প্রাচীন চীনা ব্রোঞ্জের উপর বই এবং গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তিনি চিন হৌ সু পিয়েনচুং এবং প্রাচীন চীনের যুদ্ধরত রাজ্যকালের বাঁশের কিছু টুকরো (এগুলো পূর্বে লেখার সামগ্রী হিসেবে ব্যবহৃত হত) ছাড়াও বেশকিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করেন। এগুলো বর্তমানে চীনের জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত। (বাকি অংশ পড়ুন...) - উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৫৭

নিবন্ধের শিরোনাম সম্পাদনা

ভালো নিবন্ধ তৈরির জন্য প্রণেতাকে ধন্যবাদ ও অভিনন্দন। তবে একটি বিষয় নজরে আসায় এ আলোচনা শুরু করলাম। নিবন্ধটি যেহেতু একজন চীনা ব্যক্তি সম্পর্কে, তাই আমার মতে এক্ষেত্রে চীনা প্রতিবর্ণীকরণের নিয়ম (যদি প্রচলিত বানান ভিন্ন হয়ে না থাকে) অনুসরণ করা উচিত। নামের ফিনিন ও ওয়েড-জাইল্জ দেখে মনে হচ্ছে ব্যক্তির নাম Chén-gyuán নয়, Chéng-yuán. তাই প্রতিবর্ণীকরণে ছেন-কিউয়েন না হয়ে ছেং-ইউয়েন কিংবা বড়জোর ছেঙিউয়েন পর্যন্ত হতে পারে। তবে, বহুল প্রচলিত বানান যদি অনুসরণ করা হয়ে থাকে, তাহলে তার তথ্যসূত্র যোগ করা যেতে পারে।

এক্ষেত্রে মন্তব্যের জন্য নিবন্ধ প্রণেতা @Md.Farhan Mahmud ও পর্যালোচনাকারী @Mehediabedin ভাইকে পিং করা হলো। ধন্যবাদ। —সজীব (আলাপ) ০৩:৪০, ২৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Sajeeb16 ভাই, ঠিক আছে। যেকোনো একটা (ছেং-ইউয়েন, ছেঙিউয়েন) দিলেই হবে। তবে ছেং-ইউয়েন দেওয়ার পক্ষে আমি। [আমি প্রতিবর্ণীকরণের সময় Chen আর gyuan আলাদা করে করেছিলাম, তখন খেয়াল করিনি ব্যাপারটা 😅, ধন্যবাদ বলার জন্য] ≈ ফারহান  «আলাপ» ০৭:৩১, ২৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"মা ছেং-ইউয়েন" নামে স্থানান্তর   করা হয়েছেফারহান  «আলাপ» ১৭:০৯, ২৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"মা ছেং-ইউয়েন" পাতায় ফেরত যান।