আলাপ:মা ছেং-ইউয়েন/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: Md.Farhan Mahmud কর্তৃক ৯ মাস আগে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Mehediabedin (আলাপ · অবদান) ১০:২৫, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

প্রাথমিক পর্যালোচনা ও সংশোধন সম্পাদনা

নিবন্ধটি নতুন অনুবাদ হিসেবে ভালো হয়েছে। তবে এতে কিছু সংশোধন করা প্রয়োজন:

  1. কিছু কিছু ক্ষেত্রে বাক্যগঠন ঠিক নেই। সেগুলো চিহ্নিত করে বাক্যগঠন ঠিক করে নিতে হবে।
  2. অনেক জায়গায় ইংরেজি রয়ে গেছে ও সরাসরি অনুবাদ না করে বাংলা অক্ষরে ইংরেজিতে লিখে দেওয়া হয়েছে। এগুলো অনুবাদ করতে হবে।
  3. কিছু জায়গায় অযথা কমার ব্যবহার দেখা যাচ্ছে। এগুলো সমাধা করতে হবে।
  4. কিছু শব্দ ও বাক্যাংশ ইটালিক করার সময় ভুল হয়েছে বা ভুলভাবে ইটালিক করা হয়েছে।
  5. চীনা ভাষার নামগুলো প্রতিবর্ণীকরণ করা হয়নি। চীনা শব্দের প্রতিবর্ণীকরণের সাহায্যকারী পাতা এই বাংলা উইকিপিডিয়ায় পাওয়া যাবে।
  6. কিছু স্থান এমনভাবে ইংরেজি থেকে সরাসরি অনুবাদ করা হয়েছে যেগুলো বাংলায় পড়ার সময় অর্থ বদলে যাচ্ছে।
  7. এখানে যে সূত্রগুলো আছে সেগুলো বাংলা করতে হবে (শিরোনাম বাদে, বাংলা শিরোনাম রাখার জন্য অনূদিত শিরোনাম জাতের কোন পরামিতি আছে সম্ভবত যেটি ব্যবহার করা যেতে পারে) এবং ভাষা পরামিতি ব্যবহার করে সূত্রের ভাষা উল্লেখ করে দিতে হবে।
  8. কিছু কিছু বাক্য খুব লম্বা হয়ে গেছে যেগুলো ভেঙ্গে ভেঙ্গে ছোট ছোট বাক্য করা উচিত। আবার অনেক লম্বা বাক্য আছে যেগুলোকে সংক্ষিপ্ত করা উচিত।

আপাতত এগুলোই। এগুলো সমাধা করার পর নিবন্ধটি পড়ে কোন সমস্যা না দেখলে এটি ভালো নিবন্ধ ঘোষণা করা হবে। মেহেদী আবেদীন ১০:২৫, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা সম্পাদনা

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):  
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):  
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):  
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):  
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):  
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):  
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  
    অভিনন্দন প্রথম ভালো নিবন্ধের জন্য। মেহেদী আবেদীন ১০:৩৩, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    আমি ভাবতেই পারছি না আমার লিখিত একটা নিবন্ধ ভালো নিবন্ধের মর্যাদা পেয়েছে! যাইহোক @মেহেদী ভাই, ধন্যবাদ আপনার সাহায্যের জন্য।  ফারহান  «আলাপ» ১০:৩৯, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    @Md.Farhan Mahmud বাংলা উইকিপিডিয়ায় ভাল নিবন্ধ প্রণেতাদের দলে নাম তোলার জন্য অভিনন্দন। এবার প্রধান/প্রথম পাতার জন্য একটি জুতসই সুচনাংশ তৈরী করুন। উদাহরণ হিসেবে একটি ভাল নিবন্ধের আলাপ পাতা দেখতে পারেন।~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৩:৫৫, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    @FaysaLBinDaruL আমি ইতিমধ্যে করেছি। মেহেদী আবেদীন ১৪:১৫, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    @Mehediabedin এই পাতায় যুক্ত করে দিতে পারেন। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৪:২১, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    @FaysaLBinDaruL ধন্যবাদ ভাই! ≈ ফারহান  «আলাপ» ১৫:৪৯, ৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"মা ছেং-ইউয়েন/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।