আলাপ:বুরজাহোম প্রত্নক্ষেত্র/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ২ বছর পূর্বে "প্রধান পাতার জন্য সারাংশ" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: FaysaLBinDaruL (আলাপ · অবদান) ০৯:১৭, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয় @Jonoikobangali:, নিবন্ধটি সুলিখিত। তবুও কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি- ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ১৭:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

  1. স্থানাংক যোগ করতে হবে। (মূল ইংরেজি নিবন্ধে আছে)  Y করা হয়েছে
  2. ইতিহাস অনুচ্ছেদে 'ইয়েল-কেমব্রিজ এক্সপেডিশন' কে ইয়েল-কেমব্রিজ অভিযাত্রীদল করে দিতে পারেন। ফ্রন্টিয়ার সার্কেলের ভাল বাংলা না থাকলে এটাই রাখতে পারেন। ডিরেক্টর জেনারেল-এর পরিবর্তে 'মহাপরিচালক' ব্যবহার করতে পারেন। ভৌগোলিক মডেলের বদলে 'ভৌগোলিক নকশা' দিতে পারেন।  Y করা হয়েছে
  3. ইংরেজি নিবন্ধের ইতিহাস অনুচ্ছেদে গাফক্রাল প্রত্নক্ষেত্রের কথা উল্লেখ আছে, সেটার সাথে অবশ্য বুরজাহোমের ইতিহাসের সম্পর্ক পাচ্ছি না। চাইলে গ্রাফক্রাল সংক্রান্ত অনুচ্ছেদটি সম্পর্কিত ক্ষেত্র হিসেবে 'অবস্থান' অনুচ্ছেদে যোগ করে দিতে পারেন।
  4. অ্যাসিরামিক ও সিরামিক শব্দ দুটি বাদ দিতে পারেন।  Y করা হয়েছে
  5. ইংরেজি নিবন্ধের শীর্ষ বা সারমর্মে দুইটি সূত্র আছে, অনুবাদের সময় আসেনি। যোগ করতে হবে। Y করা হয়েছে
  6. যথারীতি নিবন্ধে ইংরেজি'র প্রভাব কমানোর জন্য তথ্যসূত্রগুলির শিরোনামের পাশাপাশি অনূদিত শিরোনাম, লেখকদের নাম প্রতিব্বর্ণীকরণ, পৃষ্ঠা ও প্রকাশ সাল বাংলা করতে হবে। প্রকাশকদের নামে বাংলা উইকি নিবন্ধ থাকলে লিঙ্ক করা এবং না থাকলে বাংলা করে দিতে হবে। যেমনঃ UNESCO Organization > ইউনেস্কো , APH Publishing > এপিএইচ পাবলিশিং। Y করা হয়েছে

এছাড়াও আপনার চোখে অন্য কোন ছোট রচনাশৈলী ও ভুল বানান ধরা পরলে ঠিক করে দিতে পারেন।

@FaysaLBinDaruL প্রিয় ফায়সাল ভাই, অন্য কয়েকটি নিবন্ধের কাজ করতে হচ্ছে বলে এই নিবন্ধটি রিভিশন করতে একটু সময় লাগতে পারে। শেষ করে আপনাকে জানাব। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (আলাপ) ২০:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Jonoikobangali তাড়াহুড়ো নেই। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ২১:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার অগ্রগতি সম্পাদনা

প্রিয় FaysaLBinDaruL, Jonoikobangali
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনা করার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেক প্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেওয়া হয়ে থাকে, তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটে |status= পরামিতির মান স্থগিত লিখুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ০০:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Jonoikobangali প্রিয় অর্ণব ম্যান, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। জানি অনেক দিন পর এই কাজে হাত দিতে একটু একঘেয়ে লাগবে, তবুও সময় করে নতুন বছরে এটার রিভিশনে সময় দেয়ার আহবান করছি। বাংলা উইকিপিডিয়ার ভাল নিবন্ধ তালিকায় আপনার আরো একটি অবদান যুক্ত হওয়ার অপেক্ষায়... :) ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ২০:৪২, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
না না, বরং ভালোই করেছেন মনে করিয়ে দিয়ে। আমি ভুলেই গিয়েছিলাম। (পুনশ্চ- সম্বোধনটি "অর্ণব ম্যান" বেশ আলাদা রকমের :))--অর্ণব দত্ত (আলাপ) ১৮:৫১, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL প্রিয় ফায়সাল ভাই, এই নিবন্ধে মোটামুটি যা করণীয় সবই করে দিয়েছি। আর যদি কিছু আপনার চোখে পড়ে জানাবেন। --অর্ণব দত্ত (আলাপ) ১৫:৪৩, ৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

চূড়ান্ত পর্যালোচনা সম্পাদনা

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য):  
    খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র):  
    খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):  
    গ) (মৌলিক গবেষণা):  
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়):  
    খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ): 
    খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  


@Jonoikobangali অভিনন্দন !!! অনুগ্রহপূর্বক 'আজাকি'র জন্য মনোনায়ন দিন এবং প্রধান পাতার জন্য সারাংশ প্রদান করুন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২২) ২০:৪৯, ৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার জন্য সারাংশ সম্পাদনা

বুরজাহোম প্রত্নক্ষেত্র হল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগর জেলায় অবস্থিত একটি প্রত্নক্ষেত্র। পুরাতাত্ত্বিক খননকার্যের মাধ্যমে এখানে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দ থেকে ১০০০ অব্দের মধ্যবর্তী সময়ের চারটি প্রাগৈতিহাসিক সংস্কৃতির স্তর পাওয়া গিয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায় দুটি নব্যপ্রস্তরযুগীয় স্তর; তৃতীয় পর্যায়টি (বড়ো পাথরে তৈরি মেনহির ও চাকানির্মিত লাল মৃৎপাত্রের) মধ্য প্রস্তরযুগীয় স্তর; এবং চতুর্থ পর্যায়টি আদি ঐতিহাসিক যুগীয় (উত্তর-মধ্য প্রস্তরযুগীয়) স্তর। প্রত্নক্ষেত্রটি কাশ্মীরের প্রাগৈতিহাসিক মানব বসতির প্রমাণ বহন করছে। এই অঞ্চল থেকে প্রাপ্ত সব রকমের প্রত্যক্ষ প্রমাণ (এর মধ্যে প্রাচীন উদ্ভিদ ও প্রাণীজগৎ সংক্রান্ত অনুসন্ধানও অন্তর্ভুক্ত হয়েছে) নিয়ে বিস্তারিত অনুসন্ধানের পর প্রাগৈতিহাসিক যুগের মানব বসতির চারটি স্তর নির্দিষ্ট করা সম্ভব হয়েছে। নব্য প্রস্তরযুগে এই অঞ্চলের মানুষ মাটির তলায় গর্ত তৈরি করে বা মাটির উপর ছাউনি-জাতীয় আবাসস্থল নির্মাণ করে বাস করত। মধ্য প্রস্তরযুগের মানুষ বাস করত মাটির তৈরি বাড়িতে। এই অঞ্চলে প্রচুর হাড় ও পাথরের তৈরি যন্ত্রপাতিও পাওয়া গিয়েছে। এর থেকে অনুমান করা হয় যে, সেই সময়কার মানুষ শিকার ও কৃষিকার্যের মাধ্যমে খাদ্য সংগ্রহ করত। বুরজাহোমের প্রাগৈতিহাসিক মানুষদের সঙ্গে মধ্য এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং গাঙ্গেয় সমভূমি ও ভারতীয় উপদ্বীপের মানুষদের যোগাযোগ ছিল। (বাকি অংশ পড়ুন...) - উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৩৮ ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২২) ২০:০৭, ৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"বুরজাহোম প্রত্নক্ষেত্র/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।