আলাপ:ডেমি লোভাটো/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: WAKIM কর্তৃক ৩ বছর পূর্বে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Wakim32 (আলাপ · অবদান) ১৯:১১, ২০ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন


পরিবর্তন প্রয়োজন সম্পাদনা

নিবন্ধটি ভালো নিবন্ধ হওয়ার মত পর্যাপ্ত তথ্য ও তথ্যসূত্র রয়েছে। তবে নিবন্ধের রচনাশৈলীতে কিছু পরিবর্তন আনতে হবে। এখনো কিছু অনুচ্ছেদে যান্ত্রিক অনুবাদ রয়ে গেছে, যা সংশোধন প্রয়োজন। আমি অনুচ্ছেদ অনুযায়ী তালিকা তৈরি করছি, তালিকা অনুযায়ী তা সংশোধন করার অনুরোধ রইল:

  • প্রারম্ভিক জীবন এবং ক্যারিয়ারের শুরু প্রথম অনুচ্ছেদে "একজন ছোট মাতৃসুলভ সৎ বোন, অভিনেত্রী ম্যাডিসন দে লা গার্জা;[২২] এবং একজন বড় পৈতৃক সৎ বোন, "অ্যাম্বার" (যার সাথে তিনি ২০ বছর বয়সে সর্বপ্রথম কথা বলেছিলেন) রয়েছে", এই লাইনগুলোকে সহজবোধ্য করে, "তার মায়ের পক্ষের তার ছোট সৎ বোন ম্যাডিসন দে লা গার্জা একজন অভিনেত্রী। তার পিতার পক্ষের তার বড় সৎ বোন রয়েছে, যার নাম অ্যাম্বার এবং তার সাথে তিনি ২০ বছর বয়সে সর্বপ্রথম কথা বলেছিলেন।" এভাবে লেখা যেতে পারে।
  • "লোভাটোর বাবা-মা মধ্য-১৯৯৪ সালের শেষার্ধে তালাকপ্রাপ্ত হয়।" > ১৯৯৪ সালের শেষার্ধে লোভাটোর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়।
  • "মেক্সিকীয়, পর্তুগিজ, ইংরেজ ও আইরিশ" গোত্র নয়, বরং এইগুলো দিয়ে জাতিসত্তা বোঝানো হচ্ছে, ফলে "তার মা একই সাথে ইংরেজ ও আইরিশ বংশোদ্ভূত" এভাবে লেখা যেতে পারে।
অনেক লাল লিংক আছে। ব্রোকেন লিংকগুলোর নিবন্ধ তৈরিতে হাত দিন। (সংক্ষিপ্তাকার হলেও) বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ২০:০৭, ২৫ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
WAKIM ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। নকীব সরকার বলুন... ০৯:৪২, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধটিতে পর্যাপ্ত তথ্য ও তথ্যসূত্র থাকলেও রচনাশৈলীতে পরিবর্তন আনা দরকার। প্রারম্ভিক পর্যালোচনার পরও নিবন্ধ প্রণেতা Waraka Saki বা অন্য কেউ এতে উল্লেখযোগ্য পরিবর্তন আনেনি। কেউ পরিবর্তন করতে চাইলে আরও কিছু সময় দেওয়া যায়, তা না হলে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করা হবে।--ওয়াকিম (আলাপ) ১২:১৮, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@WAKIM: সংশোধন করা হয়েছে। এরপরও সমস্যা থাকলে জানাবেন। - Waraka Saki (আলাপ) ১৮:০৬, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Waraka Saki: ডেমি লোভাটো যেহেতু জীবিত ব্যক্তি, তার জীবনী ও কর্মজীবন অংশটুকু হালনাগাদ করা দরকার।--ওয়াকিম (আলাপ) ০৪:০১, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার অগ্রগতি সম্পাদনা

প্রিয় Nokib Sarkar, Wakim32, WAKIM, Che12Guevara, Waraka Saki
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেকপ্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেয়া থাকে তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটের |status= পরামিতির মান স্থগিত করুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ০৭:২৬, ৩০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার অগ্রগতি সম্পাদনা

প্রিয় Nokib Sarkar, WAKIM, নকীব বট, Waraka Saki, Che12Guevara, Wakim32
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনা করার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেক প্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেওয়া হয়ে থাকে, তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটে |status= পরামিতির মান স্থগিত লিখুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ১৯:০৩, ১১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার অগ্রগতি সম্পাদনা

প্রিয় Wakim32, Che12Guevara, নকীব বট, Waraka Saki, Nokib Sarkar, WAKIM
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনা করার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেক প্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেওয়া হয়ে থাকে, তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটে |status= পরামিতির মান স্থগিত লিখুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ০০:০৪, ১৯ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

চূড়ান্ত পর্যালোচনা সম্পাদনা

  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য):   খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র):   খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):   গ) (মৌলিক গবেষণা):  
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়):   খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ):  খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  

উপর্যুক্ত আলোচনা অনুসারে সবগুলো পরিবর্তন আনয়নের পর নিবন্ধটি  উত্তীর্ণ করা হল।--ওয়াকিম (আলাপ) ০৭:৩৩, ২০ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"ডেমি লোভাটো/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।