আলাপ:ঘর্ঘরা নদী

সাম্প্রতিক মন্তব্য: Sbb1413 কর্তৃক ৩ মাস আগে "নামকরণ" অনুচ্ছেদে

নামকরণ সম্পাদনা

যদিও এই নদীটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, তা সত্ত্বেও এটি বাংলায় সাধারণত "ঘাঘরা" বা "সরযূ" নামে পরিচিত। আমি একে কোনোদিন বাংলায় "কর্ণালী" বলে অভিহিত করতে দেখিনি। আমার প্রস্তাব অনুযায়ী একে "সরযূ" নামে স্থানান্তর করা উচিত, কারণ এটি রামায়ণের দৌলতে বাংলায় সবচেয়ে বেশি প্রচলিত নাম। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৩:৩৭, ২৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  সমর্থন; ঘর্ঘরা নামের ক্ষেত্রে সমর্থন। @আফতাবুজ্জামান, নদীটি ঘর্ঘরা নামে আধিক পরিচিত; পশ্চিমবঙ্গে (ভারতে) বাংলা ভাষার পাঠ্য বই সমূহে উক্ত নাম ব্যবহৃত হয়। উইকিপিডিয়ার "সুপরিচিত নাম" নীতি অনুযায়ী, নিবন্ধটির শিরোনাম ঘর্ঘরা নদী হওয়া অধিক যুক্তিযুক্ত। - খাঁ শুভেন্দু (আলাপ) ১২:১৪, ৩০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@খাঁ শুভেন্দু, ঘর্ঘর নদী/ঘর্ঘরা নদী? কোনটি? আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৮, ৩০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান; "ঘর্ঘরা" নামটি পাঠ্য ও সহায়িকা বই-এ রয়েছে। - খাঁ শুভেন্দু (আলাপ) ১৬:২৮, ৩০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান; "ঘর্ঘরা" নামটি ১৯১১ খ্রিস্টাব্দে প্রকাশিত "নেপালে বঙ্গনারী" (লেখিকা হেমলতা দেবী রচিত) বইয়ে ব্যবহৃত হয়েছে। এছাড়া, বিকাশপিডিয়ার "গঙ্গার যাত্রাপথ ও জল প্রবাহ" নিবন্ধে ব্যবহার করা হয়েছে। - খাঁ শুভেন্দু (আলাপ) ১৬:৪০, ৩০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪২, ৩০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। কিন্তু নিবন্ধে "সরযূ" নামটি যেন উল্লেখ থেকে, কারণ অযোধ্যা সংলগ্ন এলাকায় ঘর্ঘরা নদী "সরযূ" নামে পরিচিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৪:৩৬, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"ঘর্ঘরা নদী" পাতায় ফেরত যান।