আলাপ:খ্রিস্টাব্দ

সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ১৭ দিন আগে "একত্রীকরণের প্রস্তাব ১ মার্চ ২০২৪" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প সময়
এই নিবন্ধটি উইকিপ্রকল্প সময়ের অংশ, যা উইকিপিডিয়ায় সময় সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন (প্রাজিপ্র)
প্র: কেন এই নিবন্ধে "খ্রিস্টাব্দ" বানান ব্যবহার করা হয়েছে? কেন "খ্রিষ্টাব্দ", "খ্রীষ্টাব্দ" ইত্যাদি বানান ব্যবহার করা হয়নি?
: উইকিপিডিয়া:বাংলা বানানের নিয়ম পাতা অনুযায়ী অতৎসম শব্দে "ঈ" ও "ষ" বর্ণের পরিবর্তে যথাক্রমে "ই" ও "শ" বা "স" ব্যবহার করা উচিত। সেই অনুযায়ী নিবন্ধের বানান "খ্রিস্টাব্দ" রাখা হয়েছে।

নিবন্ধের নাম প্রসঙ্গ সম্পাদনা

আমার মনে হয় নিবন্ধের নাম বদল করা উচিত। দাবির স্বপক্ষে কারণ-

  • এটি Anno Domini নিবন্ধের বাংলা অনুবাদ কিন্তু এর শিরোনাম বাংলায় অনুবাদ করা হয়নি।
  • Anno Domini একটি লাতিন শব্দ। Anno অর্থ বছর বা অব্দ। Domini অর্থ ঈশ্বর (এখানে ঈশ্বর বলতে খ্রিস্টানরা যিশুকে বুঝায়)। সুতরাং এখানে Anno Domini এর সঠিক অনুবাদ হওয়া উচিত খ্রিস্টাব্দ [খ্রিস্টের (যিশুর) বছর]।
  • আমি খেয়াল করলাম ইতিমধ্যে খ্রিস্টাব্দ নামক একটি পুনর্নির্দেশ করা হয়েছে গ্রেগরীয় বর্ষপঞ্জি নিবন্ধে যা করা উচিত হয়নি। গ্রেগরীয় বর্ষপঞ্জি একটি পঞ্জিকা ব্যবস্থা। অন্যদিকে খ্রিস্টাব্দ হচ্ছে বছর গণনা ব্যবস্থা। দুটোকে মিলিয়ে ফেললে তো হবেনা।

সুতরাং গ্রেগরীয় বর্ষপঞ্জি থেকে খ্রিস্টাব্দ পুনর্নির্দেশটি সরিয়ে এই নিবন্ধের নাম বদল করে খ্রিস্টাব্দ রাখা হোক। মেহেদী আবেদীন ০৯:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান মেহেদী আবেদীন ০৯:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Zaheen, Faizul Latif Chowdhury, Jonoikobangali, এবং শরদিন্দু ভট্টাচার্য্য: আলোচ্য বিষয়ে কোন মতামত/কোন পরামর্শ? -- আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
মেহেদী আবেদীনের উপর্যুক্ত প্রস্তাব সমর্থন করি। -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
খ্রিস্টাব্দের পক্ষে সমর্থন।--অর্ণব (আলাপ | অবদান) ১৮:০২, ২৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
উল্লিখিত প্রস্তাব সম্পূর্ণ যৌক্তিক। স্থানান্তরের পক্ষে সমর্থন জানাচ্ছি। ≈ MS Sakib  «আলাপ» ১৮:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
খ্রিস্টাব্দের পক্ষে সমর্থন জানাচ্ছি। শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১০:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, খ্রিস্টাব্দই সঠিক শিরোনাম। --অর্ণব দত্ত (আলাপ) ২০:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

একতরফা স্থানান্তর সম্পাদনা

Tamim.mt.1 খ্রিস্টাব্দ নিবন্ধকে "খ্রিষ্টাব্দ" বানানে দুবার স্থানান্তর করেছেন, এবং MdsShakil প্রথম স্থানান্তরকে রিভার্ট করেছেন। দ্বিতীয়বার স্থানান্তরের ক্ষেত্রে তিনি সারাংশে "বানান (বাংলা একাডেমির নিয়ম অনুসারে) ঠিক করা হয়েছে।" লিখেছেন। কিন্তু উইকিপিডিয়া:বানান পাতায় স্পষ্টভাবে লেখা আছে যে বিদেশি শব্দে ব্যবহার করা যাবে না এবং আলোচনাসভায় এই নিয়ে এক সুদীর্ঘ আলোচনাও হয়েছে (উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০১৫/৫-৮#"খ্রিষ্ট/খ্রিস্ট" বানান)। এবিষয়ে মন্তব্যের অনুরোধ রইল। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৬:০৮, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Sbb1413 পূর্বাস্থায় ফেরত নেওয়া হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৬:১২, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। সত্যি কথা বলতে, আমি আজন্ম প্রত্যেক পাঠ্যপুস্তকে কেবল "খ্রিস্টাব্দ" বানান ব্যবহার করতে দেখেছি এবং কেবল বিভিন্ন পুরনো বইতে আমি এর অন্য বানান লক্ষ করেছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৬:৩৪, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
“খ্রিষ্ট যেহেতু বাংলায় আত্তীকৃত শব্দ এবং এর উচ্চারণও হয় তৎসম কৃষ্টি, তুষ্ট, ইত্যাদি শব্দের মতো, তাই ষ্ট দিয়ে খ্রিষ্ট শব্দটি লেখা হবে।“ এই কথাটা আমার নয় বরং বাংলা একাডেমির। Tamim.mt.1 (আলাপ) ১৮:২৩, ৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি এই উক্তি যাচাই করার অবস্থায় নেই, কারণ স্বাভাবিক বানানরীতি অনুযায়ী "খ্রিস্ট" ও "খ্রিস্টাব্দ" হওয়াই উচিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৮:৩৮, ৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আপনি ভালো করে খুঁজে দেখুন, প্লিজ। আপনাদের কারণে মানুষ ভুল শিখবে। Tamim.mt.1 (আলাপ) ১৭:৩৪, ১ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

একত্রীকরণের প্রস্তাব ১ মার্চ ২০২৪ সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



সাধারণ সাল (কমন এরা)খ্রিস্টাব্দ

Anno Domini ও Common Era একই সাল গণনা পদ্ধতির দুই ভিন্ন ইংরেজি নাম, এবং বাংলা ভাষায় উভয়কেই "খ্রিস্টাব্দ" নামে অভিহিত করা হয়। গুগলে "সাধারণ সাল" বা "কমন এরা" অনুসন্ধান করলে কেবল সাধারণ সাল (কমন এরা) ও একাধিক ইউজার-জেনারেটেড কনটেন্ট দিচ্ছে, যা উইকিপিডিয়ায় নির্ভরযোগ্য উৎস হিসাবে গ্রহণযোগ্য নয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১২:১৬, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  বিরোধিতা জানাচ্ছি৷ কমন এরা নিবন্ধটি এর ইংরেজি নিবন্ধ থেকে অনূদিত যা বিভিন্ন উল্লেখযোগ্য সূত্র থেকেই লেখা হয়েছে। সাধারণ সাল বা কমন এরা এবং খ্রিস্টাব্দ দুটোই একই হলেও খ্রিস্টান বাদে অনেক ভিন্ন ধর্মাবলম্বী ও ধর্মনিরপেক্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠান কমন এরা ব্যবহার করেন। তাছাড়া কমন এরা এসেছে ভালগার এরার ব্যবহার থেকে যার ব্যবহার নতুন নয়। দুটো প্রায় এক হলেও দুটোর ব্যবহার এক নয়। তাছাড়া একত্রীকরণ করতে হলে এই পাতার তথ্য খ্রিস্টাব্দ পাতায় সন্নিবেশিত করতে হবে এবং তাতে পাতাটি বড় হয়ে যাবে। মোট কথা, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ও ইংরেজি ভাষার সূত্রে এর প্রচুর উল্লেখ থাকায় কমন এরা আলাদা নিবন্ধ হিসেবে শুধু ইংরেজি উইকিপিডিয়ায় নয়, বাংলা উইকিপিডিয়াতেও থাকার যোগ্যতা রাখে। মেহেদী আবেদীন ১৮:৩০, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
"খ্রিস্টাব্দ" পাতায় ফেরত যান।