আলাপ:অনুসন্ধান কমিটি, ২০২২

সাম্প্রতিক মন্তব্য: Mehediabedin কর্তৃক ১ বছর পূর্বে "কপিভায়ো?" অনুচ্ছেদে
ভালো নিবন্ধ অনুসন্ধান কমিটি, ২০২২ সামাজিক বিজ্ঞান এবং সমাজবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
সেপ্টেম্বর ২৪, ২০২২ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত
উইকিপ্রকল্প বাংলাদেশ (মূল্যায়ন - মান ভালো, গুরুত্ব নিম্ন)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ভালো  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী ভালো-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 নিম্ন  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী নিম্ন-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 
উইকিপ্রকল্প রাজনীতি (মূল্যায়ন - মান ভালো, গুরুত্ব নিম্ন)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প রাজনীতির অংশ, যা উইকিপিডিয়ায় রাজনীতি সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ভালো  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী ভালো-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 নিম্ন  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী নিম্ন-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

এই পর্যালোচনাটি আলাপ:অনুসন্ধান কমিটি, ২০২২/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: মেহেদী আবেদীন · মেহেদী আবেদীন ১৬:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন


সংশোধন প্রয়োজন সম্পাদনা

নিবন্ধ ঠিক আছে। তবে কিছু পরিবর্তন করা জরুরি:

১. কাল সম্পর্কিত বাক্যগুলো ঠিক করতে হবে। যেমন কমিটির গঠনের পরদিন ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। - এখানে "হয়েছে" বর্তমান কালের মতো শোনায়, এর বদলে "হয়" বা "হয়েছিলো" করতে হবে। তবে "হয়" লিখলে সবচেয়ে ভালো হয়।

২. বাক্যগুলোয় কিছু শব্দ আগে-পরে দেখাচ্ছে। যেমন সে অনুযায়ী ৬০ বিশিষ্টজনকে চিঠি দেয় কমিটি। এর বদলে সে অনুযায়ী কমিটি ৬০ বিশিষ্টজনকে চিঠি দেয়। লিখলে ভালো হয়।

৩. উক্তি সংশ্লিষ্ট বাক্যগুলো ভিন্নভাবে সাজাতে হবে। যেমন নাম প্রকাশের পর কমিটি জানায় এই সময়ের মধ্যে এখনো নাম প্রস্তাব না করা রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ প্রস্তাব জমা দিলে, তা বিবেচনায় নেওয়া হবে। এটাকে এভাবে লেখা যায় নাম প্রকাশের পর কমিটি জানায় যে, উক্ত সময়কালের মধ্যে যেসব রাজনৈতিক দলগুলো এখনো নাম প্রস্তাব করেনি তাদের মধ্যে কেউ প্রস্তাবনা জমা দিলে তা বিবেচনায় নেওয়া হবে। তবে হুবুহু এভাবে লিখতে হবে তা নয়, এটাকেই সাজিয়ে নিজের ভাষায় লেখা যাবে।

৪. দুই নম্বর তথ্যসূত্রে ডয়েচ ভেলের নাম নিবন্ধে সংযোগ করা হয়নি।

৫. পর্যাপ্ত তথ্যসূত্র থাকলে পূর্ববর্তী অনুসন্ধান কমিটির সাথে এই কমিটির বর্ণনা তুলে ধরে একটি অনুচ্ছেদ রাখার চেষ্টা করুন (সম্ভব না হলে বাধ্যতামূলক নয়)।

৬. নিবন্ধের শীর্ষে সম্পূর্ণ নিবন্ধের সারাংশ রাখতে হবে। সেই হিসেবে নিবন্ধের শীর্ষ আরেকটু সম্প্রসারণ করুন।

আপাতত এগুলোই। এগুলো অনুসরণ করে কাজ করার পর আমাকে জানান। মেহেদী আবেদীন ১৬:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin:   করা হয়েছে–ধর্মমন্ত্রী (আলাপ) ১৭:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা সম্পাদনা

কপিভায়ো সমস্যা থাকায় নতুন করে পর্যালোচনা শুরু করা হবে'মেহেদী আবেদীন ০০:২০, ২৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার জন্য সারাংশ সম্পাদনা

অনুসন্ধান কমিটি, ২০২২ হলো বাংলাদেশের ১৩তম নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক গঠিত একটি কমিটি। ওবায়দুল হাসানকে সভাপতি করে এই কমিটির সদস্য সংখ্যা ৬ জন। ইতিপূর্বে বাংলাদেশে এই ধরনের দুটি কমিটি গঠিত হলেও আইনের মাধ্যমে গঠিত হওয়া কমিটি এটিই প্রথম। এই কমিটি গঠনের সপ্তাহখানেক পূর্বে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ পাস করা হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ এই কমিটিকে স্বাগত জানালেও প্রধান বিরোধী দল বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ১৫টি রাজনৈতিক দল নির্বাচনকালীন সরকারের ভূমিকার প্রশ্ন তুলে কমিটির যাবতীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকে। ২৪ ফেব্রুয়ারি কমিটি রাষ্ট্রপতিকে তাদের সুপারিশ জমা দেয়। কমিটির সুপারিশের ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হাবিবুল আউয়াল কমিশন গঠন করেন। ২০১২ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য অনুসন্ধান কমিটি নামে একটি মধ্যস্থ ফোরাম তৈরি করেন।(বাকি অংশ পড়ুন...)

উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৪৭ –ধর্মমন্ত্রী (আলাপ) ১৮:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

কপিভায়ো? সম্পাদনা

@Owais Al Qarni এবং Mehediabedin: নিবন্ধটি তৈরি ও ভালো নিবন্ধ পর্যালোচনা করায় আপনাদের দুজনকে ধন্যবাদ। এই পাতায় থাকা কপিভায়ো চিহ্নিতকরণের লিংকে ক্লিক করে দেখলাম, এই নিবন্ধের সাথে বিভিন্ন সংবাদের লেখা ৩০%, ২৯%, ২৫%, ২৪%, ২০% সহ বিভিন্ন পরিমাণে মিলে যায়। ওয়াইস ভাইয়ের কাছে প্রশ্ন হলো, বেশ অভিজ্ঞ ব্যবহারকারী হয়েও আপনার লেখা নিবন্ধে এত বেশি পরিমাণ কপি-ভায়ো দেখা যাচ্ছে কেন? মেহেদী ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো, নিবন্ধ পর্যালোচনা করার সময়ে কি আপনি এই বিষয়টি লক্ষ্য করেছিলেন? লক্ষ্য করে থাকলে ওয়াইস ভাইকে এই প্রসঙ্গে অবগত করেননি কেন? পাশাপাশি এই সমস্যা সমাধান না করেই নিবন্ধটিকে ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করলেন কীভাবে? আর, লক্ষ্য না করে থাকলে, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় পরীক্ষা না করেই পর্যালোচনা সমাপ্ত করেছেন কীভাবে? ≈ MS Sakib  «আলাপ» ২৩:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@MS Sakib দুঃখিত। আমি যখন কপিভায়ো প্রয়োগ করেছিলাম তখন এটি ১% দেখাচ্ছিলো। হতে পারে যে এটা কপিভায়ো টুলের কোন ত্রুটি হবে। আর সত্যি কথা বলতে নিবন্ধ প্রণেতা নিজে একজন অভিজ্ঞ ব্যবহারকারী তাই নিবন্ধ নিজে পড়ে সূত্রগুলোর সাথে মিলিয়ে দেখিনি। আসলে ভাবতেই পারিনি যে উনি সরাসরি এভাবে কপি করে একটি নিবন্ধ তৈরি করে ফেলবেন। মেহেদী আবেদীন ২৩:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin: যেহেতু এত পরিমাণ কপিভায়ো আছে, তাই আমার মনে হয় নিবন্ধটিকে পুনঃপর্যালোচনা করা উচিত। ≈ MS Sakib  «আলাপ» ০০:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib একমত। আমি এখনই শুরু করছি। মেহেদী আবেদীন ০০:১৯, ২৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin এবং MS Sakib: দাঁড়ান, এখানে কপিভায়ো যেটা দেখাচ্ছে সেটা মূলত একটা আইনের নাম। আমি দেখছি।–ধর্মমন্ত্রী (আলাপ) ০০:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin এবং MS Sakib: সুধী এখানে কপিরাইট ভায়োলেশন ঘটে নি। এখানে ৩০% বলে যেটা দেখাচ্ছে সেটা মূলত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২-এর নাম, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আর কিছু না। দ্বিতীয়ত, অনুসন্ধান কমিটি, ২০২২#কর্মপদ্ধতি থেকে একটি উক্তি দেখাচ্ছে। এটি মূলত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ আইনের একটি ধারা, যার কপিরাইট নাই–ধর্মমন্ত্রী (আলাপ) ০১:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni সেক্ষেত্রে ব্যাপারটা একটু সহজ হয়ে গেলো। উক্তির অংশে কপিরাইট ধরছিনা। "এই কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে। আইনে বেঁধে দেওয়া যোগ্যতা, অযোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও সুনাম বিবেচনা করে সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হবে।" – এই অংশটা রাখা যাবে। "প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার" লেখাটি নিবন্ধের প্রথম অনুচ্ছেদে মোটা অক্ষরে এবং আইনটি উল্লেখের সময় সরাসরি উল্লেখ করা যাবে। তবে নিবন্ধের শীর্ষ অনুচ্ছেদ ও "কার্য বিবরণী" অনুচ্ছেদে "...প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার" এই অংশটি একটু ভিন্নভাবে লিখুন (যেমন প্রধান ও অন্যান্য নির্বাচন কমিশনার)। নিবন্ধের তথ্যছকের উদ্দেশ্য অংশের বাক্যটি নিজের ভাষায় লিখতে হবে। আর "কর্মপদ্ধতি" অনুচ্ছেদে আইনের নাম ও উক্তি বাদ দিয়ে যেসব শব্দ কপিভায়ো দেখাচ্ছে সেগুলো নতুন করে লিখুন। উপরের নির্দেশনা অনুযায়ী সম্পাদনা করলে এটাকে কপিভায়ো মুক্ত বলা যাবে। মেহেদী আবেদীন ০১:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin: ভাই, "প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার" এই শব্দটা একটা আইনের নাম একইসাথে দুটি পদের নাম। এই আইনের নাম, পদের নাম কীভাবে কপিরাইটের ভিতরে পড়ে সেটা আমাকে বুঝান।–ধর্মমন্ত্রী (আলাপ) ০১:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni দেখুন অনেকসময় একই শব্দ ভিন্ন অর্থে বুঝালে তা বদলে যেতে পারে। যেমন লিখলেন "প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন" – যেহেতু এখানে একটি আইনকে চিহ্নিত করা হচ্ছে তাই এখানে এটাকে কপিভায়ো ধরার প্রয়োজন নেই (এমনকি কোন সংবাদপত্রে উল্লেখ থাকলেও)। কিন্তু যদি লেখা হয় "প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের সুপারিশের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করতে বলে" সেক্ষেত্রে এটা কোন আইনকে নির্দেশ করছেনা বরং এই দুই পদে ব্যক্তিদের নাম প্রস্তাব করতে বলা হচ্ছে। আর এই অংশটা যেহেতু দৈনিক যুগান্তরের প্রতিবেদনের সাথে মিলে যাচ্ছে তাই এটাকে কপিভায়ো ধরাই যৌক্তিক মেহেদী আবেদীন ০২:০২, ২৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"অনুসন্ধান কমিটি, ২০২২" পাতায় ফেরত যান।