আর্থালা মেট্রো স্টেশন
আর্থালা মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর রেড লাইনে অবস্থিত। এটি উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদের সাহেবাবাদ শিল্প অঞ্চলে অবস্থিত। ২০১৯ সালের ৮ মার্চ এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[১] এখানে এটিএম পরিষেবার সুবিধা রয়েছে।[২]
স্টেশন বিন্যাস
সম্পাদনাজি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে | |
পূর্বদিকগামী | গন্তব্য স্টেশন →শহীদস্থল পরবর্তী স্টেশন হিণ্ডন নদী | |
পশ্চিমদিকগামী | → গন্তব্য স্টেশন ←রিঠালা পরবর্তী স্টেশন মোহননগর | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে | ||
এল২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Progress of Delhi Metro's Red line in Ghaziabad"। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "DMRC : ATM Details"।