দিলশাদ গার্ডেন মেট্রো স্টেশন
ভারতের দিল্লির মেট্রো স্টেশন
দিলশাদ গার্ডেন মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর রেড লাইনে অবস্থিত। এটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত।[১]
স্টেশন বিন্যাস
সম্পাদনাজি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে | |
পূর্বদিকগামী | গন্তব্য স্টেশন →শহীদস্থল পরবর্তী স্টেশন শহীদ নগর | |
পশ্চিমদিকগামী | → গন্তব্য স্টেশন ←রিঠালা পরবর্তী স্টেশন ঝিলমিল | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে | ||
এল২ |
সুযোগ-সুবিধা
সম্পাদনামেট্রো স্টেশনটিতে নিম্ন লিখিত সুযোগ-সুবিধা রয়েছে:[২]
- এটিএম: ১ নং গেটের কাছে রয়েছে পিএনবি এটিএম।
- শৌচালয়: ১ নং গেটের কাছে রয়েছে সুলভ শৌচালয়।
- দোকান: ১ নং গেটের কাছে রয়েছে মাহিন্দ্রা ও ফোর্ড এবং ২ নং গেটের কাছে রয়েছে নর্দার্ন স্টার জুয়েলারি ও বাটা ফুটওয়্যার।
- ব্যাংক: মেট্রো ভূতলে বয়েছে ইন্দাসআইএনডি ব্যাংক।
- বিমা: কনকোর্সে রয়েছে আইসিআইসিআই লোম্বার্ড
- কিয়স্ক: ২ নং গেটের কাছে রয়েছে এসবিআই ক্রেডিট কার্ড
- জল: ২ নং গেটের কাছে রয়েছে পিআইএলও জলের কিয়স্ক
- খাবার/রেস্তোরাঁ: ২ নং গেটের কাছে রয়েছে পিৎজা হাট, বার্গার কিং, ম্যাকডোনাল্ডস এবং হলদিরামস ও কনকোর্সে রয়েছে বারশালা।
সংযোগ
সম্পাদনা- ডিটিসি বাস:
- দিল্লি মেট্রো ফিডার বাস:
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "STATION INFORMATION"। ১৯ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২৬।
- ↑ "Dilshad Garden"। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২।
- ↑ "Shahadara Border (Dilshad Garden Mtr Stn)"। businfo.dimts.in। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২।
- ↑ "Delhi Transport Corporation"। ২৫ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭।
- ↑ "Shahdara Border"। businfo.dimts.in। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২।
- ↑ "Delhi Metro: Feeder buses"। old.delhimetrorail.com। Delhi Metro Rail Corporation। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২।
- ↑ "Delhi Metro: Feeder buses"। delhimetrorail.com। Delhi Metro Rail Corporation। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২।
Metro Feeder Buses - Routes