আদ্রা ইউনিয়ন, বরুড়া
আদ্রা ইউনিয়ন[২] বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার একটি ইউনিয়ন।
আদ্রা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে আদ্রা ইউনিয়ন, বরুড়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৯′১৯″ উত্তর ৯০°৫৯′৫৪″ পূর্ব / ২৩.৩২১৯৪° উত্তর ৯০.৯৯৮৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বরুড়া উপজেলা ![]() |
জনসংখ্যা | |
• মোট | ২১,৯৩৬[১] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৬০ |
ওয়েবসাইট | 13adraup |
অবস্থান ও সীমানা
সম্পাদনাবরুড়া উপজেলার পশ্চিমাংশে আদ্রা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে আড্ডা ইউনিয়ন, পূর্বে ভাউকসার ইউনিয়ন, দক্ষিণে পয়ালগাছা ইউনিয়ন ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়ন এবং পশ্চিমে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাআদ্রা ইউনিয়ন বরুড়া উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকুমিল্লা শহর থেকে আদ্রা ইউনিয়নে যাতায়াত:
সম্পাদনাসড়কপথে: কুমিল্লা শহর থেকে বরুড়া উপজেলার উদ্দেশ্যে বাস বা মাইক্রোবাসে যাত্রা করতে হবে। বরুড়া উপজেলা সদর থেকে স্থানীয় যানবাহন (যেমন সিএনজি অটোরিকশা বা রিকশা) ব্যবহার করে আদ্রা ইউনিয়নে পৌঁছানো যায়।
বরুড়া উপজেলা থেকে আদ্রা ইউনিয়নে যাতায়াত:
সম্পাদনাসড়কপথে: বরুড়া উপজেলা সদর থেকে আদ্রা ইউনিয়নের দূরত্ব কম হওয়ায় স্থানীয় যানবাহন (যেমন সিএনজি অটোরিকশা, রিকশা বা মোটরসাইকেল) ব্যবহার করে সহজেই যাতায়াত করা যায়।
খাল ও নদী
সম্পাদনা- কার্জন খাল
দর্শনীয় স্থান
সম্পাদনা- পেরপেটি আল জামিয়াতুল ইসলামিয়া মোহাম্মাদিয়া আজিজুল উলুম মাদ্রাসা [৩]
জনপ্রতিনিধি
সম্পাদনাMd Rakibul Hasan Limon.
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ইউনিয়ন সমূহ ও জনসংখ্যা"। Barura.comilla.gov.bd। ২০২৫-০২-০২।
- ↑ "ইউনিয়ন সমূহ ও জনসংখ্যা(১৩ নম্বর)"।
- ↑ বরুড়া প্রতিনিধি (১১ মার্চ ২০২৩)। "বরুড়ায় এ জেড এম শফিউদ্দিন শামীম এর মসজিদ মাদ্রাসা পরিদর্শন ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ"। যায়যায়দিন।
পৃষ্টা সম্পাদনকারী
সম্পাদনা- Mahmud Hassan Rafi (আলাপ) ১২:৩০, ২ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি) (তথ্যসূত্র - ১, ২, ৩)
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |