আদ্রা ইউনিয়ন, বরুড়া
একবাড়িয়া আদ্রা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার একটি ইউনিয়ন।
একবাড়িয়া আদ্রা | |
---|---|
ইউনিয়ন | |
১৩নং একবাড়িয়া আদ্রা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আদ্রা ইউনিয়ন, বরুড়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৯′১৯″ উত্তর ৯০°৫৯′৫৪″ পূর্ব / ২৩.৩২১৯৪° উত্তর ৯০.৯৯৮৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বরুড়া উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৬০ |
ওয়েবসাইট | 13adraup |
অবস্থান ও সীমানা
সম্পাদনাবরুড়া উপজেলার পশ্চিমাংশে একবাড়িয়া আদ্রা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে আড্ডা ইউনিয়ন, পূর্বে ভাউকসার ইউনিয়ন, দক্ষিণে পয়ালগাছা ইউনিয়ন ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়ন এবং পশ্চিমে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাএকবাড়িয়া ইউনিয়ন বরুড়া উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবরুড়া উপজেলার অদ্রা ইউনিয়ন এর সাথে সরাসরি কোনো বরুড়া উপজেলা শহরের সাথে যোগাযোগ নেই। তবে আছে জেলা শহর কুমিল্লার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা এই ইউনিয়ন এর উপর দিয়ে বয়ে গেছে বিজরা-একবাড়ীয়া-রহিমানাগর সড়ক এই সড়কে এ প্রতিধিন হাজার হাজার যানবাহন চলাচল করে এছাড়াও এ সড়ক দিয়ে রহিমানাগর - একবাড়িয়া হয়ে কুমিল্লায় বাস চলাচল করায় এই ইউনিয়ন এর জনগণের জন্য কুমিল্লা শহরের সাথে যোগাযোগ অত্যন্ত ভালো।
খাল ও নদী
সম্পাদনা- কার্জন খাল
দর্শনীয় স্থান
সম্পাদনাপেরপেটি জামে মসজিদ
জনপ্রতিনিধি
সম্পাদনাMd Rakibul Hasan (Limon).
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |