আদরের জামাই

২০১১ সালের বাংলাদেশি চলচ্চিত্র

আদরের জামাই শাহদাৎ হোসেন লিটন পরিচালিত ২০১১ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। ছবির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু। আশীর্বাদ চলচ্চিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন দিল মোহাম্মদ দিলু। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, নিপুণ আক্তার[১] এছাড়া পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেহানা জলি, কাবিলা ও যুবরাজ।[২]

আদরের জামাই
আদরের জামাই চলচ্চিত্রের প্রচ্ছদ.jpg
আদরের জামাই চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশাহদাৎ হোসেন লিটন
প্রযোজকদিল মোহাম্মাদ দিলু
রচয়িতাআবদুল্লাহ জহির বাবু
চিত্রনাট্যকারআবদুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে
সুরকারআলী আকরাম শুভ
চিত্রগ্রাহকএস. ডি. বাবুল
সম্পাদকচিশতী জামাল
পরিবেশকআশীর্বাদ চলচ্চিত্র
মুক্তি৩০ ডিসেম্বর, ২০১১
দৈর্ঘ্য১৪৬ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

ছবিটি ২০১১ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায়।[৩] এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শাকিব খাননিপুণ আক্তার ১৪তম মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচনা শাখায় যথাক্রমে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতাশ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর মনোনায়ন পেয়েছিলেন।

কাহিনি সংক্ষেপসম্পাদনা

শিল্পপতি আসলাম চৌধুরী তার মেয়ে গহনাকে বিয়ে দেয়ার জন্য ভাল পাত্রের খোঁজ করছেন। ঠিক ঐ সময় ছদ্মবেশী মিনহাজ সাউদ তার ভাই মিনহাজ দাউদকে নিয়ে আসেন গহনার সাথে বিয়ে দেবার জন্য। কিন্তু সব যখন ভালোই চলছিলো, তখনই সাজু নামের এক ছেলে জালিয়াতি করে আসলাম চৌধুরীর সব সম্পত্তি আত্মসাৎ করে এবং গহনাকে বিয়ে করে। আর এই কারণে আসলাম চৌধুরী যখন সাজুকে হত্যা করার জন্য সন্ত্রাস ভাড়া করে, তখনই বের হয়ে আসে সাজুর সত্যিকার পরিচয়।

অভিনয়সম্পাদনা

সঙ্গীতসম্পাদনা

আদরের জামাই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, রুমানা মোর্শেদ কনকচাঁপাকুমার বিশ্বজিৎ

গানের তালিকাসম্পাদনা

নং.শিরোনামকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."আদরের জামাই" ৪:০৮
২."রঙ্গিলা" ৪:০০
৩."নো চিন্তা, ডো ফুর্তি"এন্ড্রু কিশোর 

পুরস্কার ও মনোনয়নসম্পাদনা

মেরিল-প্রথম আলো পুরস্কার

তথ্যসূত্রসম্পাদনা

  1. মঈনুদ্দীন, অভি (২৫ এপ্রিল ২০১২)। "সুনিপুণ নিপুণ"যায়যায়দিন। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭ 
  2. আহমেদ, নাসির (২৩ মে ২০১৭)। "বৃদ্ধ বাবাকে লাঞ্ছিত, অভিনেতা যুবরাজ গ্রেপ্তার"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭ 
  3. "নিপুণ আশা"দৈনিক সমকাল। ২৮ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগসম্পাদনা