আইসিসি সহযোগী ও অনুমোদিত আম্পায়ার তালিকা

আইসিসি সহযোগী ও অনুমোদিত আম্পায়ার তালিকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক প্রণীত। ২০০৫ সালে এটি গঠন করা হয়েছে। ব্যাপকভাবে না হলেও মূলতঃ আইসিসি'র সহযোগী ও অনুমতিপ্রাপ্ত সদস্য দেশগুলো থেকে সুপারিশকৃত ক্রিকেট আম্পায়ারদেরকে নেয়া হয়ে থাকে। আম্পায়ারকে পেশা হিসেবে নেয়ার জন্য পরবর্তীকালে দক্ষতা প্রদর্শনের উপর ভিত্তি করে আইসিসি'র সেরা আম্পায়ার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

এ তালিকার আম্পায়ারদের সহযোগী ও অনুমতিপ্রাপ্ত দলগুলোর মধ্যকার ক্রিকেট খেলা পরিচালনায় বাঁধা নেই এবং তারা একদিনের আন্তর্জাতিকটুয়েন্টি২০ আন্তর্জাতিক পর্যায়ের খেলাগুলোয়ও কর্মকর্তারূপে দায়িত্ব পালন করতে পারেন। ২০১৫ সালে ১১জন আম্পায়ারকে সদস্যরূপে নিযুক্ত করা হয়েছে।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ICC Associate and Affiliate International Umpires Panel"International Cricket Council। ২ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬