অ্যালান রিচার্ডসন

ইংরেজ ক্রিকেটার

অ্যালান রিচার্ডসন (ইংরেজি: Alan Richardson; জন্ম: ৬ মে, ১৯৭৫) স্ট্যাফোর্ডশায়ারের নিউক্যাসল আন্ডার লিম এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা অবসরগ্রহণকারী ইংরেজ ক্রিকেটার। বর্তমানে তিনি ওয়ারউইকশায়ারের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। ইংরেজ প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ার, ওয়ারউইকশায়ার, মিডলসেক্সওরচেস্টারশায়ারের পক্ষে খেলেছেন।

অ্যালান রিচার্ডসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
অ্যালান রিচার্ডসন
জন্ম (1975-05-06) ৬ মে ১৯৭৫ (বয়স ৪৯)
নিউক্যাসল আন্ডার লিম, স্ট্যাফোর্ডশায়ার, ইংল্যান্ড
উচ্চতা৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম পেস
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৫ডার্বিশায়ার
১৯৯৬-১৯৯৮স্ট্যাফোর্ডশায়ার
১৯৯৯-২০০৪ওয়ারউইকশায়ার
২০০৫-২০০৯মিডলসেক্স
২০১০-২০১৩ওরচেস্টারশায়ার
এফসি অভিষেক২৫ মে ১৯৯৫ ডার্বিশায়ার বনাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
এলএ অভিষেক২৭ আগস্ট ১৯৯৫ ডার্বিশায়ার বনাম বেডফোর্ডশায়ার
শেষ এলএ৩০ আগস্ট ২০১০ ওরচেস্টারশায়ার বনাম সমারসেট
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ১৬৯ ৬৬ ১১
রানের সংখ্যা ১,১৭৬ ১০৭
ব্যাটিং গড় ১০.৫৯ ১০.৭০ ৬.০০
১০০/৫০ ০/১ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৯১ ২১* *
বল করেছে ৩২,৮৯২ ২,৮৬০ ২২৮
উইকেট ৫৬৯ ৬৫ ১০
বোলিং গড় ২৬.৩৭ ৩৪.৪৬ ২৬.৮০
ইনিংসে ৫ উইকেট ২৩
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৮/৩৭ ৫/৩৫ ৩/১৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৫০/– ১৪/– ২/–
উৎস: ক্রিকেটআর্কাইভ, ৫ জুলাই ২০১৭

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

উদ্বোধনী বোলার রিচার্ডসনের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে ১৯৯৫ সালে। ডার্বিশায়ারের সদস্যরূপে ব্যাট হাতে তেমন কোন অবদান না রাখলেও তিনটি উইকেট লাভে সক্ষমতা দেখিয়েছিলেন। ১৯৯৮ সালে মাইনর কাউন্টিজ চ্যাম্পিয়নশীপে স্টাফোর্ডশায়ারের পক্ষে একটি খেলায় অংশগ্রহণ করেন তিনি। বাছাইপর্বের প্রতিযোগিতায় বেশ ভালো ফলাফল করে স্টাফোর্ডশায়ার ট্রফি লাভ করেছিল।

২০০৯ মৌসুম শেষে মিডলসেক্সের পক্ষে তিনি কেবলমাত্র ছয়টি খেলায় অংশ নিয়েছিলেন। এরপর ওরচেস্টারশায়ারের পক্ষে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন। মিডলসেক্সের পক্ষে কোচ ও খেলোয়াড় - উভয় দায়িত্ব পালনের প্রস্তাবনা পেলেও নিজ কাউন্টির কাছেই খেলা চালিয়ে যাবার সিদ্ধান্ত গ্রহণে অটল থাকেন।

২০১২ সালে পূর্ববর্তী বছরে অসামান্য অবদানের প্রেক্ষিতে তাকে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত করা হয়। মে, ২০১৩ সালে নয়দিনের ব্যবধানে ধারাবাহিকভাবে খেলে ২৪ উইকেট তুলে নেন তিনি। ক্যান্টারবারিতে কেন্টের বিপক্ষে ৫/৪১, ৭/২২[] ও ওরচেস্টারে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ৮/৩৭ ও ৪/৭০ লাভ করেন।[] সামগ্রিকভাবে তার বোলিং পরিসংখ্যান গড়েন ৮৪.২-২৯-১৭০-২৪।

৬ জানুয়ারি, ২০১৪ তারিখে রিচার্ডসন ক্রিকেট থেকে তার অবসরগ্রহণের কথা ঘোষণা করেন ও ওয়ারউইকশায়ারের নতুন বোলিং কোচ মনোনীত হন।[] স্টোক সিটি ফুটবল ক্লাবের আজীবন সমর্থক তিনি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Kent v Worcestershire 2013
  2. Worcestershire v Gloucestershire 2013
  3. "Worcestershire seamer Alan Richardson retires to succeed departing Graeme Welch as Warwickshire bowling coach"। The Telegraph। ৬ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৪ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা