অম্বালিকা

মহাভারতে কাশীর রাজকন্যা

অম্বালিকা(Hindi: अम्‍बालिका) হলেন কাশীরাজের কনিষ্ঠ কন্যা। তিনি রাজা বিচিত্রবীর্যের দ্বিতীয় স্ত্রী এবং পাণ্ডুর জননী।

চিত্র:Bhisma fight in Swayamvara.jpg
ভীষ্ম অম্বা, অম্বিকা, অম্বালিকাকে স্বয়ম্বরসভা হতে জয় করে আনছেন

ইতিহাসসম্পাদনা

ভীষ্ম অম্বাঅম্বিকার সাথে তাকে স্বয়ম্বরসভা হতে হরণ করে আনেন। বিবাহের মাত্র সাত বৎসর পর বিচিত্রবীর্য নিঃসন্তান অবস্থায় মারা যান। এসময় ইনি শ্বশ্রূ সত্যবতীর অনুরোধে ঋষি বেদব্যাসের আশ্রমে যান নিয়োগের জন্য।[১] নিয়োগের সময় অম্বালিকা ব্যাসের ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে যান। এজন্য এঁর পুত্র পাণ্ডুবর্ণ হয়ে জন্মান। পাণ্ডু পাণ্ডবদের পিতা। তিনি শেষ জীবন ভগিনী অম্বিকা ও শ্বশ্রূ সত্যবতীর সাথে তপস্বিনীর ন্যায় অতিবাহিত করেন।[২]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "The Mahabharata, Book 1: Adi Parva: Sambhava Parva: Section CV" 
  2. মহাভারত - রাজশেখর বসু