বিচিত্রবীর্য

কুরুবংশের রাজা শান্তনু এবং মৎসদেশের কন্য সত্যবতীর দ্বিতীয় পুত্র, অম্বিকা ও অম্বালিকার স্বামী

মহাভারত অনুসারে বিচিত্রবীর্য ছিলেন রাজা শান্তনুসত্যবতীর কনিষ্ঠপুত্র। চিত্রাঙ্গদ মৃত্যুর পর তিনি হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারী হন।[১][২][৩][৪]

রাজসভায় রাজা বিচিত্রবীর্য ও তার মন্ত্রিগণ

রাজ্যাভিষেক সম্পাদনা

মহাভারত অনুসারে চিত্রাঙ্গদ ছিলেন রাজা শান্তনুসত্যবতীর জ্যেষ্ঠপুত্র। গন্ধর্বরাজের সাথে চিত্রাঙ্গদ যুদ্ধ করতে গিয়ে তার মৃত্যু হয়েছিল। ভীষ্ম সিংহাসন গ্রহণ না করার প্রতিজ্ঞা নিয়েছিলন। তাই তিনি সত্যবতীর অনুমতি নিয়ে বিচিত্রবীর্যকে সিংহাসনে বসান।

ইতিহাস সম্পাদনা

ভীষ্ম অম্বাঅম্বিকার সাথে তাকে স্বয়ম্বরসভা হতে হরণ করে আনেন। কাশীরাজের কন্যা অম্বিকাঅম্বালিকার বিবাহ হয় যাঁরা ভীষ্ম কর্তৃক স্বয়ম্বর থেকে বিজিত হয়েছিলেন। বিবাহের মাত্র সাত বছর পর বিচিত্রবীর্য যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান। যথাকালে অম্বিকা একটি অন্ধপুত্র ও অম্বালিকা পাণ্ডুবর্ণ পুত্র প্রসব করলেন, তাদের নাম ধৃতরাষ্ট্রপাণ্ডু

আরো পড়ুন সম্পাদনা

  • রাজশেখর বসু: মহাভারত সারানুবাদ

তথ্যসূত্র সম্পাদনা

  1. Mahabharata of Krishna-Dwaipayana Vyasa.। Teddington, Middlesex: The Echo Library। ২০০৮। আইএসবিএন 9781406870459 
  2. Menon, [translated by] Ramesh (২০০৬)। The Mahabharata : a modern rendering। New York: iUniverse, Inc.। আইএসবিএন 9780595401871 
  3. রাজশেখর বসু: মহাভারত সারানুবাদ
  4. পৌরাণিক অভিধান - সুধীরচন্দ্র সরকার