চিত্রাঙ্গদ

মহাভারতের চরিত্র

মহাভারত অনুসারে চিত্রাঙ্গদ ছিলেন রাজা শান্তনুসত্যবতীর জ্যেষ্ঠপুত্র। শান্তনুর মৃত্যুর পর তিনি হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারী হন। গন্ধর্বরাজ চিত্রাঙ্গদের সাথে যুদ্ধ করতে গিয়ে তার মৃত্যু হয়।[১][২][৩][৪]

Chitrāngada.jpg
চিত্রাঙ্গদ

রাজ্যাভিষেক সম্পাদনা

কনিষ্ঠপুত্র বিচিত্রবীর্যের যৌবনলাভের পূর্বেই শান্তনুর মৃত্যু হয়। ভীষ্ম সিংহাসন গ্রহণ না করার প্রতিজ্ঞা নিয়েছিলন। তাই তিনি সত্যবতীর অনুমতি নিয়ে চিত্রাঙ্গদকে সিংহাসনে বসান।

গন্ধর্বের সঙ্গে দ্বন্দ্ব ও মৃত্যু সম্পাদনা

চিত্রাঙ্গদ অতিশয় বলশালী ছিলেন। তিনি মানুষ, দেবতা, রাক্ষস, গন্ধর্বকে সকলকে নিকৃষ্ট মনে করতেন। একদিন গন্ধর্বরাজ তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেন। কুরুক্ষেত্রের হিরন্মতী নদীর তীরে দুজনের প্রচন্ড যুদ্ধ শুরু হয়।[১] তাতে কুরুনন্দন চিত্রাঙ্গদ নিহত হন এবং বিজয়ী গন্ধর্বরাজ স্বর্গে প্রত্যাবর্তন করেন। এই অবস্থায় হস্তিনাপুরের শূন্য সিংহাসনে ভীষ্ম তার কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্যকে সিংহাসনে প্রতিষ্ঠিত করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Mahabharata of Krishna-Dwaipayana Vyasa.। Teddington, Middlesex: The Echo Library। ২০০৮। আইএসবিএন 9781406870459 
  2. Menon, [translated by] Ramesh (২০০৬)। The Mahabharata : a modern rendering। New York: iUniverse, Inc.। আইএসবিএন 9780595401871 
  3. রাজশেখর বসু: মহাভারত সারানুবাদ
  4. পৌরাণিক অভিধান - সুধীরচন্দ্র সরকার

আরো পড়ুন সম্পাদনা

  • রাজশেখর বসু: মহাভারত সারানুবাদ