অম্বিকা (মহাভারত)

মহাভারতে কাশীর রাজকন্যা

অম্বিকা হলেন কাশীরাজের মধ্যম কন্যা। ইনি রাজা বিচিত্রবীর্যের প্রথম স্ত্রী এবং ধৃতরাষ্ট্রের জননী। ভীষ্ম অম্বাঅম্বালিকার সাথে এঁকে স্বয়ম্বর হতে হরণ করে আনেন। বিবাহের সাত বছরের মাথায় বিচিত্রবীর্য যক্ষ্মা আক্রান্ত হয়ে নিঃসন্তান অবস্থায় মারা যান। কিন্তু বংশ রক্ষাকারী পুত্রের জন্য ইনি শ্বশ্রূ সত্যবতীর অনুরোধে সত্যবতীর পুত্র মহর্ষি বেদব্যাস এর কাছে যান নিয়োগের জন্য। কিন্তু নিয়োগের সময় বেদব্যাসের ভয়ঙ্কর চেহারা দেখে ইনি তার দুই চোখ বন্ধ করে ফেলেন। এজন্য তার সন্তান ধৃতরাষ্ট্র জন্মান্ধ হয়ে জন্মান। ইনি শ্বশ্রূ সত্যবতী ও কনিষ্ঠা ভগিনী অম্বালিকার সাথে সন্ন্যাসিনীর ন্যায় শেষ জীবন অতিবাহিত করেন।[১]

অম্বিকা
মহাভারত চরিত্র
তথ্য
লিঙ্গনারী
অন্তর্ভুক্তিমহাভারতের চরিত্র
পরিবারপিতামাতা
  • কাশ্য (পিতা)
  • কৌশল্যা (মাতা)
সহোদরা

সহোদর

  • সেনাবিন্দু
দাম্পত্য সঙ্গীবিচিত্রবীর্য
সন্তানধৃতরাষ্ট্র
আত্মীয়কৌরবগণ (নাতিগণ)
উদ্ভবকাশী

তথ্যসূত্র সম্পাদনা

  1. মহাভারত - রাজশেখর বসু