অন্তর জ্বালা

মালেক আফসারী পরিচালিত ২০১৭-এর চলচ্চিত্র

অন্তর জ্বালা মালেক আফসারী পরিচালিত একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৭ সালের ১৫ ডিসেম্বর।[১] এটি প্রযোজনা করেছেন জায়েদ খান। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমনি। প্রয়াত মান্নার স্মরণে তার এক ভক্তের কাহিনী নিয়েই আবর্তিত হয়েছে এই চলচ্চিত্রের কাহিনী। বাংলাদেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চলচ্চিত্রতি নির্মাণে ২ কোটি টাকা ব্যয় হয়।[২] এটা মালেক আফসারীর পরিচালনায় চব্বিশতম চলচ্চিত্র।[২] এটি ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ভেয়িল এর পুন:নির্মাণ।

অন্তর জ্বালা
অন্তর জ্বালা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমালেক আফসারী
প্রযোজকজায়েদ খান
চিত্রনাট্যকারমালেক আফসারী
উৎসবসন্তবালান কর্তৃক 
ভেয়িল
শ্রেষ্ঠাংশে
সুরকারআলী আকরাম শুভ
চিত্রগ্রাহকলাল মোহাম্মদ
সম্পাদকচিশতী জামাল
প্রযোজনা
কোম্পানি
জে কে মুভিজ
পরিবেশককৃতাঞ্জলি
মুক্তি১৫ ডিসেম্বর ২০১৭
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়২ কোটি টাকা

কুশীলব সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

চলচ্চিত্রের সুর ও আবহ সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গীত রচনা করেছেন সুদীপ কুমার দীপ। ছবিটির শিরোনাম নাম "অন্তর জ্বালা" ইউটিউবে প্রকাশিত হওয়ার পর তেলুগু ভাষার চলচ্চিত্র ভেয়িল-এর গান "উরুহুদে মারুহুদে"-এর সাথে গানটির সুর ও দৃশ্যায়নে মিল পাওয়া যায়।[৩]

গানের তালিকা সম্পাদনা

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."অন্তর জ্বালা"সুদীপ কুমার দীপআলী আকরাম শুভএস আই টুটুলনাজমুন মুনিরা ন্যান্সি৬:০৩
২."পোস্টার লাগাবো"সুদীপ কুমার দীপআলী আকরাম শুভপলাশ ও বালি আফরোজ৩:২৩
৩."মধু হই হই বিষ"সুদীপ কুমার দীপআলী আকরাম শুভঐশী ফাতেমা ও কমল৩:০৫
৪."আমরা রোদে পুড়ি"সুদীপ কুমার দীপআলী আকরাম শুভএস আই টুটুল৩:২৯

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মুক্তি পাচ্ছে জায়েদ-পরীর 'অন্তর জ্বালা'"সময় টিভি। ১৪ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৭ 
  2. "সাফল্যের শীর্ষে দেশী এবং যৌথ প্রযোজনার দুই ছবি"চ্যানেল আই অনলাইন। ২০১৭-১২-২৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২১ 
  3. বাবু, মাজহার (২৭ নভেম্বর ২০১৭)। "'অন্তর জ্বালা'র গান হুবহু নকল!"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা