মহিলাদের টুয়েন্টি২০ ক্রিকেট

(Women's Twenty20 cricket থেকে পুনর্নির্দেশিত)

মহিলাদের টুয়েন্টি২০ ক্রিকেট মহিলাদের ক্রিকেটে টুয়েন্টি২০ খেলায় নব সংযোজনী বিষয়। ২০০৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের টুয়েন্টি২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জুন, ২০০৯ সালে আইসিসি প্রথমবারের মতো ইংল্যান্ডে আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার প্রচলন ঘটায়।[] স্বাগতিক ইংল্যান্ড দল ঐ প্রতিযোগিতার শিরোপা লাভ করেছিল।[]

খেলার ধরন

সম্পাদনা

মহিলাদের টুয়েন্টি২০ খেলার ধরন পুরুষদের ক্রীড়ায় ব্যবহৃত নিয়মাবলী অনুসরণ করা হয়:

  • পপিং ক্রিজ অতিক্রম করে বল ডেলিভারি দিলে বোলার নো বলে অভিযুক্ত হবেন। এরফলে অতিরিক্ত ১ রানসহ পরবর্তী ডেলিভারিটি ‘ফ্রি-হিটের’ মর্যাদা পাবে। এতে ব্যাটসম্যান শুধুমাত্র রান আউটে ডিসমিস হবেন।
  • একজন বোলার ইনিংসে সর্বোচ্চ ৪ ওভার বোলিং করতে পারবেন।
  • আম্পায়ারগণ ইচ্ছে করলে সময় নষ্টের কারণে প্রতিপক্ষকে ৫-রান জরিমানাস্বরূপ প্রদান করতে পারেন।
  • যদি ফিল্ডিংরত দল ৭৫ মিনিটের মধ্যে ২০ ওভার বোলিং করতে ব্যর্থ হয়, তাহলে প্রতি ওভারের জন্য অতিরিক্ত ৬ রান পাবে। এছাড়াও, ব্যাটিংরত দল সময় নষ্ট করলে আম্পায়ার অতিরিক্ত সময় যুক্ত করবেন।
  • খেলায় নিম্নবর্ণিত ফিল্ডিং সীমাবদ্ধতা প্রয়োগ করা হয়:
    • লেগ সাইডে ৫জনের বেশি ফিল্ডার অবস্থান করতে পারবেন না।
    • খেলা শুরুর প্রথম ৬ ওভারে ২৩ মিটারের বেস্টনীর বাইরে সর্বোচ্চ ২জন ফিল্ডার থাকবেন।
    • প্রথম ৬ ওভার শেষে সর্বাধিক ৫জন ফিল্ডার ফিল্ডিং সার্কেলের বাইরে অবস্থান করতে পারবেন।
  • কোন কারণে স্কোরের কারণে খেলা টাই হলে বোল-আউটের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবে। প্রত্যেক দলের ৫জন বোলার ২টি করে বল ডেলিভারি দেবেন। ১০ বল শেষে উইকেট সমান থাকলে বোলিং অব্যাহত থাকবে ও সাডেন ডেথের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটবে।

আইসিসি র‍্যাঙ্কিং

সম্পাদনা
আইসিসি মহিলা টি২০আই র‌্যাঙ্কিং
অবস্থান দল খেলা পয়েন্ট রেটিং
  অস্ট্রেলিয়া ১৯ ৫,৩১৬ ২৮০
  নিউজিল্যান্ড ২৫ ৬,৯২৮ ২৭৭
  ইংল্যান্ড ১৯ ৫,২৩৯ ২৭৬
  ওয়েস্ট ইন্ডিজ ১৯ ৪,৯২৮ ২৫৯
  ভারত ২৭ ৬,৭৩৩ ২৪৯
  দক্ষিণ আফ্রিকা ২১ ৫,১০৭ ২৪৩
  পাকিস্তান ২৪ ৫,৪৫১ ২২৭
  শ্রীলঙ্কা ২৩ ৪,৭৭০ ২০৭
  বাংলাদেশ ২৭ ৫,২০৯ ১৯৩
১০   আয়ারল্যান্ড ১৩ ২,৪৪৭ ১৮৮
১১   স্কটল্যান্ড ১,১৯৯ ১৫০
১২   থাইল্যান্ড ২৮ ৪,০৭৬ ১৪৬
১৩   জিম্বাবুয়ে ১৪ ২,০২৯ ১৪৫
১৪   সংযুক্ত আরব আমিরাত ১৬ ২,০৮১ ১৩০
১৫   উগান্ডা ২০ ২,৫৩২ ১২৭
১৬   কেনিয়া ৯৬৫ ১২১
১৭   পাপুয়া নিউগিনি ১০ ১,১৯৮ ১২০
১৮     নেপাল ৯৩৩ ১১৭
১৯   সামোয়া ৩১৮ ১০৬
২০   তানজানিয়া ১৮ ১,৬০৬ ৮৯
২১   হংকং ১৫ ১,২১৯ ৮১
২২   ইন্দোনেশিয়া ৫৬২ ৮০
২৩   নেদারল্যান্ডস ৬৮২ ৭৬
২৪   কাতার ৩৬৮ ৭৪
২৫   চীন ১২ ৮৭০ ৭৩
২৬   নামিবিয়া ২০ ১,২৬১ ৬৩
২৭   জাপান ২৮৪ ৫৭
২৮   বতসোয়ানা ১০ ৪৮৮ ৪৯
২৯   আর্জেন্টিনা ১৪ ৬৭৪ ৪৮
৩০   সিয়েরা লিওন ৪০০ ৪৪
৩১   মালয়েশিয়া ২০ ৮৬২ ৪৩
৩২   জার্মানি ২৫৭ ৪৩
৩৩   ওমান ১৪৫ ৩৬
৩৪   ব্রাজিল ১৮ ৫৯৭ ৩৩
৩৫   ভানুয়াতু ৮৭ ২৯
৩৬   ফ্রান্স ১২৫ ২৫
৩৭   মোজাম্বিক ১০ ২১৪ ২১
৩৮   ডেনমার্ক ৯৮ ২০
৩৯   জাম্বিয়া ৩৪ ১১
৪০   মালাউই ৬৮ ১০
৪১   বেলজিয়াম ৪৩
৪২   চিলি ১৩ ৮৬
৪৩   পেরু ১১
৪৪   লেসোথো
৪৫   ইসোয়াতিনি
৪৬   সিঙ্গাপুর
সূত্র: আইসিসি মহিলা টি২০আই র‌্যাঙ্কিং, ১২ অক্টোবর, ২০১৮

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৫ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৫ 

আরও দেখুন

সম্পাদনা