মেইটল্যান্ড হথর্ন

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার
(Maitland Hathorn থেকে পুনর্নির্দেশিত)

ক্রিস্টোফার মেইটল্যান্ড হাওয়ার্ড হথর্ন (ইংরেজি: Maitland Hathorn; জন্ম: ৭ এপ্রিল, ১৮৭৮ - মৃত্যু: ১৭ মে, ১৯২০) নাটাল প্রদেশের পিটারমারিৎজবার্গ এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯০২ থেকে ১৯১১ সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২]

মেইটল্যান্ড হথর্ন
আনুমানিক প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে সংগৃহীত স্থিরচিত্রে মেইটল্যান্ড হথর্ন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামক্রিস্টোফার মেইটল্যান্ড হাওয়ার্ড হথর্ন
জন্ম(১৮৭৮-০৪-০৭)৭ এপ্রিল ১৮৭৮
পিটারমারিৎজবার্গ, নাটাল
মৃত্যু১৭ মে ১৯২০(1920-05-17) (বয়স ৪২)
পার্কটাউন ওয়েস্ট, জোহেন্সবার্গ, ট্রান্সভাল প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪৯)
১১ অক্টোবর ১৯০২ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট৭ জানুয়ারি ১৯১১ বনাম অস্ট্রেলিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১২ ৮৭
রানের সংখ্যা ৩২৫ ৩৫৪১
ব্যাটিং গড় ১৭.১০ ২৬.৬২
১০০/৫০ ১/০ ৯/১২
সর্বোচ্চ রান ১০২ ২৩৯
বল করেছে - ৭৫
উইকেট -
বোলিং গড় - ৫২.০০
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং - ১/১৬
ক্যাচ/স্ট্যাম্পিং ৫/- ২৭/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৫ এপ্রিল, ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভাল ও ইংরেজ ক্রিকেটে লন্ডন কাউন্টি দলের প্রতিনিধিত্ব করেন মেইটল্যান্ড হথর্ন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৮৯৭-৯৮ মৌসুম থেকে ১৯১০-১১ মৌসুম পর্যন্ত মেইটল্যান্ড হথর্নের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। নিজের স্বর্ণালী দিনগুলোয় চমৎকার ও দক্ষ ব্যাটসম্যান হিসেবে সুনাম ছিল তার। কারি কাপে ১৩ খেলায় অংশ নিয়ে ২৩.৩০ গড়ে ৩০৩ উইকেট পেয়েছেন।

১৯০১, ১৯০৪ ও ১৯০৭ - এ তিনবার ইংল্যান্ড গমন করেন। তন্মধ্যে দুইবার বেশ সফলতা পেয়েছিলেন। ১৯০১ সালে ৩৫.০২ গড়ে ১২৬১, ১৯০৪ সালে ৩৭.১৯ গড়ে ১৩৩৯ ও ১৯০৭ সালে ১৬.২২ গড়ে ৫৮৪ রান সংগ্রহ করেছিলেন।

জর্জ লোহম্যানের সুপারিশক্রমে ১৯০১ সালে সালে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রথম অংশগ্রহণেই ১০৩ রান তুলেন ও ব্যাটিং গড়ে শীর্ষস্থানে আরোহণ করেন। নয়টি প্রথম-শ্রেণীর শতরানের মধ্যে সাতটিই করেছেন ইংল্যান্ডের কাউন্টি দলগুলোর বিপক্ষে। ১৯০১ সালে কেমব্রিজে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৩৯ রান তুলেন।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে বারোটি টেস্টে অংশগ্রহণ করেছেন মেইটল্যান্ড হথর্ন। সবগুলো টেস্টই খেলেছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে। ১১ অক্টোবর, ১৯০২ তারিখে জোহেন্সবার্গে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৭ জানুয়ারি, ১৯১১ তারিখে অ্যাডিলেডে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯১০-১১ মৌসুমে দূর্বল স্বাস্থ্য নিয়ে অস্ট্রেলিয়া গমন করেন। তবে, এ সফরে তেমন কোন সফলতার স্বাক্ষর রাখতে পারেননি।

১৭ মে, ১৯২০ তারিখে মাত্র ৪২ বছর বয়সে ট্রান্সভাল প্রদেশের জোহেন্সবার্গ এলাকায় মেইটল্যান্ড হথর্নের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০ 
  2. "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা