ফাহাদ আল-মুয়াল্লাদ

(Fahad Al-Muwallad থেকে পুনর্নির্দেশিত)

ফাহাদ মোসাঈদ আল-মুয়াল্লাদ (আরবি: فهد المولد, জন্ম: ১৪ সেপ্টেম্বর ১৯৯৪) সৌদি আরবের একজন পেশাদার ফুটবলার, যিনি সৌদি পেশাদার লিগের দল আল-ইতিহাদ হতে লা লিগা স্পেনীয় ক্লাব লেভান্তে ধারে এবং সৌদি আরব জাতীয় দলে একজন উইঙ্গার হিসেবে খেলেন। তিনি মাত্র ১৬ বছর বয়সে ২০১১ সালে, আল-ইতিহাদ ক্লাবের হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ২০১১ সালের ৩১শে জুলাই তারিখে, কলম্বিয়ায় অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলায় দলের দ্বিতীয় গোলটি করেন, যেটি হচ্ছে মাত্র ১৬ বছর বয়সে করা তার প্রথম আন্তর্জাতিক গোল।[২][৩] ২০১২ সালে যখন তিনি আল-ইতিহাদের হয়ে খেলছিলেন, তিনি গুয়াংঝু এভারগ্র্যান্ড এফসির বিরুদ্ধে খেলায় শেষ ১০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এবং জয়সূচক গোলটি করেন, এর ফলে তার দল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে প্রবেশ করে। সৌদি আরব জাতীয় দলের হয়ে, তিনি এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে চীনের বিরুদ্ধে জয়সূচক গোলটি করেন। উপরন্তু এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, তার করা গোলের মাধ্যমে ২০১৮ সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে সৌদি আরব নিজেদের স্থান করে নেয়। ফাহাদ আল-মুয়াল্লাদ হচ্ছেন এশিয়ান সবচেয়ে আশাপ্রদ এবং দ্রুততম খেলোয়াড়।

ফাহাদ আল-মুয়াল্লাদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফাহাদ মোসাঈদ আল-মুয়াল্লাদ
জন্ম (1994-09-14) ১৪ সেপ্টেম্বর ১৯৯৪ (বয়স ২৯)[১]
জন্ম স্থান জেদ্দা, সৌদি আরব
উচ্চতা ১.৬৭ মি (৫ ফু ৬ ইঞ্চি)
মাঠে অবস্থান উইঙ্গার
ক্লাবের তথ্য
বর্তমান দল
লেভান্তে (আল-ইতিহাদ হতে ধারে)
জার্সি নম্বর ২৫
যুব পর্যায়
আল-ইতিহাদ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১– আল-ইতিহাদ ১২০ (৩৬)
২০১৮–লেভান্তে (ধার) (০)
জাতীয় দল
২০১১–২০১৫ সৌদি আরব অনূর্ধ্ব ২০ (৪)
২০১৫– সৌদি আরব অনূর্ধ্ব ২৩ (১)
২০১২– সৌদি আরব ৪১ (১০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩ নভেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

সম্মাননা সম্পাদনা

আল-ইতিহাদ
ব্যক্তিগত
  • সবচেয়ে মূল্যবান খেলোয়াড়: ২০১৩

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা