সিরিল ফ্রাঁসোয়া

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার
(Cyril Francois থেকে পুনর্নির্দেশিত)

এয়ার সার্জেন্ট সিরিল ম্যাথু ফ্রাঁসোয়া (ইংরেজি: Cyril Francois; জন্ম: ২০ জুন, ১৮৯৭ - মৃত্যু: ২৬ মে, ১৯৪৪) কেন্টের লুইশ্যাম এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯২০-এর দশকের সূচনাকালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[]

সিরিল ফ্রাঁসোয়া
১৯২৩ সালের সংগৃহীত স্থিরচিত্রে সিরিল ফ্রাঁসোয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সিরিল ম্যাথু ফ্রাঁসোয়া
জন্ম(১৮৯৭-০৬-২০)২০ জুন ১৮৯৭
লুইশ্যাম, কেন্ট, ইংল্যান্ড
মৃত্যু২৬ মে ১৯৪৪(1944-05-26) (বয়স ৪৬)
প্রিটোরিয়া, ট্রান্সভাল, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কএসএইচ ফ্রাঁসোয়া (ভ্রাতা), এইচএ ফ্রাঁসোয়া (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১০৪)
২৩ ডিসেম্বর ১৯২২ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১৬ ফেব্রুয়ারি ১৯২৩ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯২০/২১ - ১৯২৭/২৮গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৩৩
রানের সংখ্যা ২৫২ ১২৩২
ব্যাটিং গড় ৩১.৫০ ২২.৮১
১০০/৫০ ০/১ ০/৬
সর্বোচ্চ রান ৭২ ৯৭
বল করেছে ৬৮৪ ৫৮৮৮
উইকেট ১০১
বোলিং গড় ৩৭.৫০ ২৮.৪৪
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/২৩ ৭/১১৪
ক্যাচ/স্ট্যাম্পিং ৫/- ২৪/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২ জুন ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন সিরিল ফ্রাঁসোয়া

প্রথম-শ্রেণীর ক্রিকেট

সম্পাদনা

লন্ডনে জন্মগ্রহণকারী সিরিল ফ্রাঁসোয়া খুবই কম বয়সে দক্ষিণ আফ্রিকায় চলে আসেন। ডানহাতি ব্যাটসম্যান সিরিল ফ্রাঁসোয়া নিচেরসারির ব্যাটসম্যান হিসেবে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন শুরু করেন। পরবর্তীতে মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ও ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারঙ্গমতা দেখিয়েছেন। ১৯২০-২১ মৌসুম থেকে ১৯২৭-২৮ মৌসুম পর্যন্ত সিরিল ফ্রাঁসোয়া’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। মারকুটে ব্যাটসম্যান ছিলেন।

১৯২০ থেকে ১৯২৮ সময়কালে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট দলের নিয়মিত সদস্যের মর্যাদা লাভ করেছিলেন। কারি কাপের খেলাগুলোয় অংশ নিয়ে ১৭.৯৪ গড়ে ৬১০ রান ও ২৫.৯৮ গড়ে ৭৬ উইকেট পেয়েছেন। ১৯২২-২৩ মৌসুমে সফররত এমসিসি দলের বিপক্ষে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের সদস্যরূপে ৭/১১৪ বোলিং পরিসংখ্যান গড়েন।

আন্তর্জাতিক ক্রিকেট

সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন সিরিল ফ্রাঁসোয়া। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। ২৩ ডিসেম্বর, ১৯২২ তারিখে জোহেন্সবার্গে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৬ ফেব্রুয়ারি, ১৯২৩ তারিখে ডারবানে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

প্রস্তুতিমূলক খেলায় সুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ পাঁচ টেস্ট নিয়ে গড়া সিরিজের সবকটিতেই অংশগ্রহণের সুযোগ লাভ করেন। বোলার হিসেবে তাকে দক্ষিণ আফ্রিকা দলে রাখা হয়। তবে, সমগ্র সিরিজে তিনি মাত্র ছয় উইকেট পেয়েছিলেন। তন্মধ্যে, প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩/২৩ পান। কিন্তু, ব্যাট হাতে বেশ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ৩১.৫০ গড়ে ২৫২ রান তুলেন তিনি। ৭২, ৪৩ ও ৪১ রানগুলো উল্লেখযোগ্য ছিল।

দূর্ভাগ্যবশতঃ ১৯২৪ সালে ইংল্যান্ড গমনার্থে তাকে দলে রাখা হয়নি। তাসত্ত্বেও, সম্মানীয় এল. এইচ. টেনিসনের নেতৃত্বে পরের মৌসুমে সফররত ইংরেজ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক টেস্ট খেলাগুলোয় অংশ নেন তিনি। ০ ও ৩৫ রান তুলেন। ১৯২৭-২৮ মৌসুমে সর্বশেষ দুইটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন। এমসিসি’র বিপক্ষে ৫৪ এবং অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে ৯৭ ও ৫৪ রানের ইনিংস খেলেছিলেন।

দেহাবসান

সম্পাদনা

গাড়ী দূর্ঘটনার কবলে নিপতিত হন। ২৬ মে, ১৯৪৪ তারিখে ৪৬ বছর বয়সে ট্রান্সভালের প্রিটোরিয়ার কাছাকাছি এলাকায় সিরিল ফ্রাঁসোয়া’র জীবনাবসান ঘটে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Cyril Francois"। www.cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০১২-০১-১৫ 
  2. "Wisden Obituaries, 1944"Cricinfo। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৯ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা