গাণিতিক ধ্রুবক

একধরণের গাণিতিক রাশি
(Constant থেকে পুনর্নির্দেশিত)

গাণিতিক ধ্রুবক হলো এমন এক রাশি যা কোনো নির্দিষ্ট আলোচনার প্রাসঙ্গে অপ্রকরণশীল অথবা একটি চলক যার মান শুধু একটিই আছে এমন ধরে নেওয়া যায়। [১]

গাণিতিক ধ্রুবকসমূহের সরাসরি অবদান রয়েছে গণিতের অধিকাংশ শাখায় (যেমন বীজগণিত, গাণিতিক বিশ্লেষণ অতঃপর ক্যালকুলাস, জ্যামিতি, টপোগণিত ইত্যাদি)। তদুপরি, গাণিতিক ধ্রুবকসমূহ বিজ্ঞানের বিভিন্ন শাখা (যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ইত্যাদি)-সহ প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্র যেখানে গণিত প্রাসঙ্গিক সেসব ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়।

গণিতে পাই (π), অয়লারের ধ্রুবক (e), সোনালী অনুপাত এবং বিজ্ঞান ও প্রকৌশলবিদ্যায় আলোর দ্রুতি (c), বোলট্জম্যান ধ্রুবক (k), সূক্ষ্ম-গঠন ধ্রুবক, অ্যাভোগাড্রো ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক ইত্যাদি গাণিতিক ধ্রুবকের উদাহরণ।

সাধারণ গাণিতিক ধ্রুবক সম্পাদনা

পাই সম্পাদনা

 
বৃত্তের পরিধি সর্বদা ব্যাসের পাই (π) গুণ

পাই হলো যেকোনো বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত যা গ্রিক অক্ষর π দ্বারা চিহ্নিত করা হয়। π একটি অমূলদ সংখ্যা যার মান ১০ দশমিকে  [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Constant | mathematics and logic | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৮ 
  2. "Pi | Definition, Symbol, Number, & Facts | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-১৬