ব্রুস পদক
জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আজীবন বিশেষ গবেষণার জন্য একঢি পুরস্কার
(Bruce Medal থেকে পুনর্নির্দেশিত)
ব্রুস পদক অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ দ্য প্যাসিফিক কর্তৃক প্রদত্ত একটি পুরস্কার। জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আজীবন বিশেষ গবেষণার স্বীকৃতিস্বরূপ প্রতি বছর কোন একজন জ্যোতির্বিজ্ঞানীকে এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের নামকরণ করা হয়েছে জ্যোতির্বিজ্ঞানের বিশেষ পৃষ্ঠপোষক, মার্কিন নাগরিক ক্যাথেরিন উল্ফ ব্রুসের নামে।
