অশোক গন্দোত্রা

ভারতীয় ক্রিকেটার
(Ashok Gandotra থেকে পুনর্নির্দেশিত)

অশোক গন্দোত্রা (উচ্চারণ; মারাঠি: अशोक गंडोत्रा; জন্ম: ২৪ নভেম্বর, ১৯৪৮) ব্রাজিলের রিউ দি জানেইরুতে জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারত দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

অশোক গন্দোত্রা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামঅশোক গন্দোত্রা
জন্ম (1948-11-24) ২৪ নভেম্বর ১৯৪৮ (বয়স ৭৫)
রিউ দি জানেইরু, ব্রাজিল
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক১৫ অক্টোবর ১৯৬৯ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট১৫ নভেম্বর ১৯৬৯ বনাম অস্ট্রেলিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৫৪
রানের সংখ্যা ৫৪ ২১২১
ব্যাটিং গড় ১৩.৫০ ২৮.৬৬
১০০/৫০ -/- ২/১২
সর্বোচ্চ রান ১৮ ১৬৯
বল করেছে ১০৭৩
উইকেট ২১
বোলিং গড় ২৬.৭১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/১৭
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ৩৪/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২ নভেম্বর ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বাংলা ও দিল্লি দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন তিনি।

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৯৬৫-৬৬ মৌসুম থেকে ১৯৭৪-৭৫ মৌসুম পর্যন্ত অশোক গন্দোত্রা’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলাগুলোয় অসাধারণ ক্রীড়ানৈপুণ্য দেখিয়েছেন। দশ বছরব্যাপী প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে দুইটি সেঞ্চুরিসহ ২৮.৬৬ গড়ে ২১২১ রান তুলেছেন।

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন অশোক গন্দোত্রা।[১][২] ১৫ অক্টোবর, ১৯৬৯ তারিখে হায়দ্রাবাদের ডেকানে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ১৫ নভেম্বর, ১৯৬৯ তারিখে কানপুরে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

ভারতীয় দল নির্বাচকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালনকালে বিজয় মার্চেন্ট অনেক উদীয়মান তরুণ খেলোয়াড়দেরকে জাতীয় দলে খেলার সুযোগ দিয়েছিলেন। অশোক গন্দোত্রা তাদের মধ্যে অন্যতম ছিলেন। বামহাতে ব্যাটিংয়ে দক্ষ ছিলেন। তবে, অংশগ্রহণকৃত দুই টেস্টে তেমন কোন প্রতিশ্রুতিশীলতার স্বাক্ষর রাখতে পারেননি তিনি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Player Profile: Ashok Gandotra" । CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১০ 
  2. "Player Profile: Ashok Gandotra"Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা