২০২০–২১ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ

(2020–21 Bangladesh Championship League থেকে পুনর্নির্দেশিত)

২০২০-২১ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটি ছিল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ৯ম আসর।[] লিগে মোট ১২টি ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করছে। টিঅ্যান্ডটি ক্লাব মতিঝিল তাদের আর্থিক সমস্যার কারণে লিগ থেকে প্রত্যাহার করে নিয়েছে। [] স্বাধীনতা কেএস তাদের প্রথম শিরোপা জিতেছে, দ্বিতীয় স্থানে থাকা নোফেল এসসি বিপিএলে উন্নীত করা হয়েছিল।[]

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
মৌসুম২০২০–২১
তারিখ৭ ফেব্রুয়ারি ২০২১ - ১৯ জুলাই ২০২১
চ্যাম্পিয়নস্বাধীনতা কেএস
১ম শিরোপা
উন্নীতস্বাধীনতা কেএস
নোফেল এসসি
অবনমনভিক্টোরিয়া এসসি
ঢাকা সিটি এফসি
মোট খেলা১৩২
মোট গোলসংখ্যা২৮৮ (ম্যাচ প্রতি ২.১৮টি)
শীর্ষ গোলদাতাআলী আকবর কানন
(১৩টি গোল)
দীর্ঘতম টানা জয়৬টি ম্যাচ
স্বাধীনতা কেএস
দীর্ঘতম টানা অপরাজিত১৩টি ম্যাচ
ফর্টিস এফসি
দীর্ঘতম টানা জয়বিহীন২২টি ম্যাচ
ভিক্টোরিয়া এসসি
দীর্ঘতম টানা পরাজয়৬টি ম্যাচ
ভিক্টোরিয়া এসসি

২০২১ সালের ৭ ফেব্রুয়ারি থেকে লিগ শুরু হয়েছিল।[] [] এটি মূলত ২৫ জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, তবে ১৯ জুলাই শেষ হয়েছিল কারণ করোনভাইরাস মহামারীজনিত কারণে লিগ কয়েকবার স্থগিত হয়েছিল।[] [] []

দল পরিবর্তন

সম্পাদনা

পূর্ববর্তী মৌসুম থেকে নিম্নলিখিত দলগুলি বিভাগ পরিবর্তন করেছে:

  1. শীর্ষ পর্যায় থেকে অবনমনের শিকার হয়ে ২০১৯ সালে ফুটবল কার্যক্রম স্থগিত করায় প্রতিযোগিতায় অংশ নেয়নি বিজেএমসি।[]

দলসমূহের অবস্থান

সম্পাদনা
দল অবস্থান
অগ্রণী ব্যাংক লিমিটেড এসসি ঢাকা
ঢাকা সিটি এফসি ঢাকা (খিলক্ষেত)
ঢাকা ডব্লিউসি ঢাকা (মতিঝিল)
ফরাশগঞ্জ এসসি ঢাকা (ফরাশগঞ্জ)
ফকিরেরপুল ওয়াইএমসি ঢাকা (মতিঝিল)
ফর্টিস এফসি ঢাকা (বাড্ডা)
কাওরান বাজার পিএস ঢাকা (কাওরান বাজার)
নোফেল স্পোর্টিং ক্লাব নোয়াখালী
স্বাধীনতা কেএস ঢাকা (খিলগাঁও)
উত্তরা এফসি ঢাকা (উত্তরা)
ওয়ারী ক্লাব ঢাকা (মতিঝিল)
ভিক্টোরিয়া এসসি ঢাকা (মতিঝিল)

ভেন্যুসমূহ

সম্পাদনা

সবগুলো ম্যাচই ঢাকার বাসস মোস্তফা কামাল স্টেডিয়ামবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

ঢাকা ঢাকা
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাসস মোস্তফা কামাল স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩৬,০০০ ধারণক্ষমতা: ২৫,০০০

লিগ টেবিল

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট BPL
স্বাধীনতা কেএস (C, P) ২২ ১৩ ৩০ ১১ +১৯ ৪৫ ২০২১–২২ বিপিএলে অগ্রসর
নোফেল স্পোর্টিং ক্লাব (P) ২২ ১৩ ৩৪ ১০ +২৪ ৪৪
ফর্টিস এফসি ২২ ১২ ৪০ ১৭ +২৩ ৪৩
কাওরান বাজার পিএস ২২ ১২ ৩২ ১৭ +১৫ ৪১
অগ্রণী ব্যাংক লিমিটেড এসসি ২২ ১৮ ২০ −২ ২৭
ঢাকা বিশ্বকাপ ২২ ২২ ২৮ −৬ ২৭
ফকিরেরপুল ওয়াইএমসি ২২ ২৫ ২১ +৪ ২৬
ফরাশগঞ্জ এসসি ২২ ১০ ২৫ ২৭ −২ ২৫
উত্তরা এফসি ২২ ২০ ২৩ −৩ ২৫
১০ ওয়ারী ক্লাব ২২ ১০ ২০ ২৪ −৪ ২৫
১১ ঢাকা সিটি এফসি (R) ২২ ১৪ ২৫ −১১ ২১ ২০২১–২২ প্রথম বিভাগ ফুটবল লিগে অবনতি
১২ ভিক্টোরিয়া এসসি (R) ২২ ১৮ ৬৫ −৫৭
উৎস: সোফাস্কোর
(C) চ্যাম্পিয়ন; (P) উন্নীত; (R) অবনমিত।
স্বাগতিক \ সফরকারী SKS KPS ABL NSC FSC FYMC WC FFC UFC DWC DCFC VSC
স্বাধীনতা কেএস ০–২ ০–১ ০–০ ১–০ ৪–১ ০–০ ১–০ ২–০ ৩–০ ০–০ ৩–০
কাওরান বাজার পিএস ১–১ ০–০ ০–১ ৩–০ ২–১ ১–০ ০–০ ৩–১ ০–০ ২–১ ৫–০
অগ্রণী ব্যাংক লিমিটেড এসসি ০–০ ৩–৩ ০–১ ১–১ ০–০ ২–০ ১–১ ০–১ ০–১ ০–১ ০–০
নোফেল স্পোর্টিং ক্লাব ০–১ ২–০ ২–০ ০–০ ১–৪ ০–০ ১–২ ০–১ ১–০ ৩–০ ৬–০
ফরাশগঞ্জ এসসি ১–২ ০–১ ১–২ ১–৫ ১–০ ১–১ ০–০ ১–১ ০–১ ২–০ ১–১
ফকিরেরপুল ওয়াইএমসি ০–২ ০–১ ০–০ ০–১ ১–১ ৪–১ ০–১ ১–০ ০–০ ০–০ ৩–১
ওয়ারী ক্লাব ০–১ ০–১ ০–৩ ০–০ ৩–৩ ১–১ ১–১ ৩–২ ১–১ ২–০ ১–০
ফর্টিস এফসি ৪–২ ২–১ ৪–০ ০–১ ০–০ ২–১ ২–১ ০–০ ৩–২ ১–১ ৫–০
উত্তরা এফসি ১–১ ১–০ ০–১ ০–২ ৪–১ ০–০ ০–২ ০–২ ২–২ ১–১ ১–০
ঢাকা ডব্লিউসি ০–১ ০–৩ ৩–১ ০–৩ ১–১ ০–০ ০–০ ১–২ ১–০ ২–১ ৩–১
ঢাকা সিটি এফসি ০–৩ ১–২ ০–২ ০–০ ০–৩ ১–১ ০–০ ১–০ ০–০ ১–২ ১–১
ভিক্টোরিয়া এসসি ০–২ ০–২ ১–১ ০–৪ ০–৫ ০–৪ ১–৩ ২–৮ ০–৪ ০–২ ০–১
উৎস: সোফাস্কোর
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Islam, Rakibul (২০২১-০২-০৭)। "আজ মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নশীপ লীগ"অফসাইড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "চ্যাম্পিয়নশিপ লিগ টিএন্ডটিকে ছাড়াই"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৬ 
  3. Islam, Rakibul (২০২১-০৭-১৮)। "বিসিএলে চ্যাম্পিয়ন স্বাধীনতা ক্রীড়া সংঘ"অফসাইড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "BCL kicks off February"UNB। ৬ জানুয়ারি ২০২১। 
  5. চ্যাম্পিয়নশিপ লিগ শুরু ৭ ফেব্রুয়ারিJago News 24। সংগ্রহের তারিখ ২০২১-০১-৩০ 
  6. "BCL 2019-20 season suspended"Dhaka Tribune। মে ২০, ২০২০। 
  7. Islam, Rakibul (২০২১-০৫-০৪)। "৩১ মে থেকে শুরু বিসিএল এর দ্বিতীয় পর্ব!"অফসাইড (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১১ 
  8. Islam, Rakibul (২০২১-০৫-২৬)। "শেষ হলো বিসিএলের দ্বিতীয় পর্বের দলবদল!"অফসাইড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. আর ফুটবল খেলবে না বিজেএমসিBangla Tribune। ২৪ ফেব্রুয়ারি ২০২০।