২০১৮–১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর

২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ হচ্ছে ২০০৭ সালে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর। ১৩টি দল আসরে অংশগ্রহণ করে[২]। গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী এই মৌসুমে তাদের শিরোপা পুনরুদ্ধার করতে পারেনি। ২০১৭ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে বসুন্ধরা কিংস এবং নোফেল স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। এই দুইটি ক্লাব প্রথমবারের মত বাংলাদেশের ফুটবলের শীর্ষস্থানীয় লিগে খেলার যোগ্যতা অর্জন করে। বসুন্ধরা কিংস দুই ম্যাচ হাতে রেখে এই মৌসুমের শিরোপা জিতে এবং প্রথম বার বিপিএল- খেলতে এসে অভিষেকে শিরোপা জেতার রেকর্ড গড়ে[৩][৪][৫]। নোফেল স্পোর্টিং ক্লাব ও টিম বিজেএমসি লিগের পয়েন্ট তালিকায় সবার নিচে থাকায় মৌসুম শেষে অবনমিত হয়[৬]। এই মৌসুম ১৮, জানুয়ারি, ২০১৯[৭] হতে ৩ আগস্ট, ২০১৯[৮][৯][১০] পর্যন্ত চলে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ
মৌসুম২০১৮–১৯
তারিখ১৮ জানুয়ারি ২০১৯ - ০৩ আগস্ট ২০১৯[১]
চ্যাম্পিয়নবসুন্ধরা কিংস (১ম শিরোপা)
অবনমনবিজেএমসি দল
নোফেল স্পোর্টিং ক্লাব
মোট খেলা১৫৬
মোট গোলসংখ্যা৪৩৯ (ম্যাচ প্রতি ২.৮১টি)
সেরা খেলোয়াড়ড্যানিয়েল কলিন্ড্রেস
শীর্ষ গোলদাতারাফায়েল ওডভিন
(২২ টি গোল)
সেরা গোলরক্ষকআশরাফুল ইসলাম রানা
সবচেয়ে বড় হোম জয়বসুন্ধরা কিংস ৫–০ ব্রাদার্স ইউনিয়ন
(১৬ জুলাই ২০১৯)
সবচেয়ে বড় অ্যাওয়ে জয়মুক্তিযোদ্ধা সংসদ ১–৬ শেখ রাসেল কেসি
(২৪ জুলাই ২০১৯)
সর্বোচ্চ স্কোরিংআরামবাগ ক্রীড়া সংঘ ৬–৩ রহমতগঞ্জ এমএফএস
(২০ জুলাই ২০১৯)
দীর্ঘতম টানা জয়১৪ ম্যাচ
বসুন্ধরা কিংস
দীর্ঘতম টানা অপরাজিত২০ ম্যাচ
বসুন্ধরা কিংস
দীর্ঘতম টানা জয়বিহীন১৫ ম্যাচ
বিজেএমসি দল
দীর্ঘতম টানা পরাজয়৭ ম্যাচ
ব্রাদার্স ইউনিয়ন
সব পরিসংখ্যান ৩ আগস্ট ২০১৯ অনুযায়ী সঠিক।

দল ও স্টেডিয়ামসমূহ সম্পাদনা

দল স্টেডিয়াম[১১] ধারণক্ষমতা
আরামবাগ ক্রীড়া সংঘ রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ ১৫,০০০
বসুন্ধরা কিংস শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী ২১,০০০
ব্রাদার্স ইউনিয়ন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা ৩৬,০০০
চট্টগ্রাম আবাহনী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা ৩৬,০০০
ঢাকা আবাহনী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা ৩৬,০০০
ঢাকা মোহামেডান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ৩৬,০০০
শেখ জামাল ধানমন্ডি ক্লাব বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা ৩৬,০০০
মুক্তিযোদ্ধা সংসদ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ ৮,০০০
নোফেল স্পোর্টিং ক্লাব শহিদ ভুলু স্টেডিয়াম, নোয়াখালী ১০,০০০
রহমতগঞ্জ এমএফএস বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা ৩৬,০০০
সাইফ স্পোর্টিং ক্লাব রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ ১৫,০০০
শেখ রাসেল কেসি সিলেট জেলা স্টেডিয়াম ২০,০০০
বিজেএমসি দল শহিদ ভুলু স্টেডিয়াম, নোয়াখালী ১০,০০০

কর্মীবৃন্দ এবং পৃষ্ঠপোষক সম্পাদনা

দল প্রধান প্রশিক্ষক অধিনায়ক শার্ট পৃষ্ঠপোষক কিট প্রস্তুতকারী
আরামবাগ ক্রীড়া সংঘ মারুফুল হক রবিউল হাসান
বসুন্ধরা কিংস ওস্কার ব্রুসোন তৌহিদুল আলম সবুজ বসুন্ধরা গ্রুপ
ব্রাদার্স ইউনিয়ন সৈয়দ নাইমুদ্দীন এমরুল হাসান বিশ্বাস বিল্ডার্স লিমিটেড & নভোএয়ার
চট্টগ্রাম আবাহনী যুলফিকার মাহমুদ মিন্টু মোনায়েম খান রাজু সাইফ পাওয়ার ব্যাটারি
ঢাকা আবাহনী মারিও লেমস শহিদুল ইউসুফ সোহেল
এফবিটি
ঢাকা মোহামেডান ক্রিস্টোফার ইভান্স জাহিদ হাসান এমিলি কে–স্পোর্টস
শেখ জামাল ধানমন্ডি ক্লাব জোসেফ আফুসি সলোমান কিং ক্যানফর্ম এ৪ বসুন্ধরা পেপার
মুক্তিযোদ্ধা সংসদ আবদুল কাইয়ুম সেন্টু অনিক আহমেদ
নোফেল স্পোর্টিং ক্লাব কামাল বাবু মনসুর আলাম সাইফ পাওয়ার ব্যাটারি
রহমতগঞ্জ এমএফএস সৈয়দ গোলাম জিলানি মানডে ওসাগি টাইগার সিমেন্ট
সাইফ স্পোর্টিং ক্লাব জনি ম্যাককিন্সট্রি জামাল ভূইয়া সাইফ পাওয়ার ব্যাটারি
শেখ রাসেল ক্রীড়া চক্র সাইফুল বারী টিটু আশরাফুল ইসলাম রানা বসুন্ধরা সিমেন্ট
বিজেএমসি দল জাহিদুল ইসলাম মিলন স্যামসন ইলিয়াসু

খেলোয়াড় নিবন্ধন সম্পাদনা

এই আসর থেকে বাংলাদেশ এএফসির ৩+১ নিয়মটি ব্যবহার করবে।যেখানে প্রতি দলে চারজন বিদেশী খেলতে পারবে।তবে একজন হতে হবে এশিয়ান।আগের নিয়ম অনুযায়ী ৩ জন বিদেশী নেয়া যেত।[১২]

এই মৌসুমে ক্লাব সমূহের নিবন্ধিত বিদেশী খেলোয়াড়দের তালিকা নিম্নরূপ-

ক্লাব খেলোয়াড় ১ খেলোয়াড় ২ খেলোয়াড় ৩ খেলোয়াড় ৪ (এশীয়) প্রাক্তন খেলোয়াড়
আরামবাগ ক্রীড়া সংঘ   পল এমিলি বিয়াগা   ম্যাথিউ চিনেদু   তাইচিবেভ মুরডজন   ইকবল ববোহনভ   কিংসলে চুকউডি এনকুরুমেহ
বসুন্ধরা কিংস   মার্কোস ভিনিসিয়াস[১৩]   ড্যানিয়েল কলিন্ড্রেস[১৪]   উইলিস প্লাজা   বখতিয়ার দুইশাবিয়াকাফ   হোর্হে গোতর
ব্রাদার্স ইউনিয়ন   ল্যানসিন টুরে   মোহামেদ ওসমান আবদেলাতি   জেমস মোগা   পার্ক জি-হেইয়ং   এভারটন সুজা স্যান্টোস
  লিওনার্দো ভিয়েরা লিমা
  জ্যাক ড্যানিয়েলস মেজা অ্যাগুইলার
  মুইয়াদ খালিদ
চট্টগ্রাম আবাহনী   মমোদু বাহ   কিংসলে চিগোজি   মুফটা লাওয়াল   ড্যানিয়েল ট্যাগো   ম্যাগেলান উগোচুকু আওয়ালা
ঢাকা আবাহনী   ওয়েলিংটন প্রাইয়োরি   কারভেন্স বেলফোর্ট   সানডে চিজোবা   মাসিহ সাইঘানি[১৫]   কো মিন-হিউক
[১৬]
ঢাকা মোহামেডান   জিন জুলেস ইকাঙ্গা   সিরিল অরিয়াকু   সোলেমান দিয়াবাতে   উরিয়ু নাগাতা   ল্যান্ডিং ডারবো
  এনকোচা কিংসলে
শেখ জামাল ধানমন্ডি ক্লাব   ইবু কান্টেহ   এমিল সামবু   সলমন কিং ক্যানফোর্ড   ডেভিড টিটেহ   লুসিয়ানো আরায়াহ
  সেইনি বোজাং
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র   ইউনুস কামারা   বালো ফামুসা   শন বেটিউ   ইউসুকে কাতো
নোফেল স্পোর্টিং ক্লাব   মিকায়েল ইয়ন্তা   ইসমাইল বাঙ্গুরা   এলিটা বেঞ্জামিন জুনিয়র
রহমতগঞ্জ এমএফএস   সিয়ো জুনাপিও   ল্যান্ডিং ডারবো   মানডে অসাগি   ফুরকাত হাসানবোয়েভ   ডেমিয়েন চিগোজি উডেহ
  আতসুশি ইয়োনেজাওয়া
সাইফ স্পোর্টিং ক্লাব   আলেসান্ড্রো সেলিন   দেইনের করদোবা   এমেরি বাইসেঙ্গে   ওটাবেক জকিরভ   জনাথন করদোবা
  ডেনিস বলশেকভ[১৭]
  পার্ক সিউং-ইল[১৮]
শেখ রাসেল ক্রীড়া চক্র   আলিসন উডোকা   রাফায়েল অডোভিন অনরেভে   ভ্যালেরি হ্রাইসিন   আলিশের আজিজভ   অ্যালেক্স রাফায়েল
বিজেএমসি দল   বেবেক ইসায়ি   এলিটা কিংসলে   স্যামসন ইলিয়াসু   অটাবেক ভালিজনভ   ফুরকাত হাসানবোয়েভ

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন বা অবনমন
বসুন্ধরা কিংস (C) ২৪ ২০ ৫৪ ১৪ +৪০ ৬৩ এএফসি কাপ গ্রুপ পর্বের জন্য উত্তীর্ণ
ঢাকা আবহনী ২৪ ১৯ ৬০ ২৮ +৩২ ৫৮
শেখ রাসেল ক্রীড়া চক্র ২৪ ১৬ ৪৩ ২০ +২৩ ৫২
সাইফ স্পোর্টিং ক্লাব ২৪ ১৪ ৪০ ২৪ +১৬ ৪৭
আরামবাগ ক্রীড়া সংঘ ২৪ ১০ ১১ ৩৩ ৩২ +১ ৩৩
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৪ ১০ ৩১ ৩৭ −৬ ২৮
মুক্তিযোদ্ধা সংসদ ২৪ ১০ ২৬ ৩৮ −১২ ২৬
চট্টগ্রাম আবাহনী ২৪ ১০ ২২ ২৬ −৪ ২৫
ঢাকা মোহামেডান ২৪ ১১ ৩১ ৪০ −৯ ২৫
১০ রহমতগঞ্জ এমএফএস ২৪ ১০ ১০ ৩৪ ৫৩ −১৯ ২২
১১ ব্রাদার্স ইউনিয়ন ২৪ ১৩ ২৮ ৪৯ −২১ ২১
১২ নোফেল স্পোর্টিং ক্লাব (R) ২৪ ১৪ ২৩ ৪২ −১৯ ২০ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অবনমন
১৩ বিজেএমসি দল (R) ২৪ ১৭ ১৪ ৩৬ −২২ ১১
৩ আগস্ট ২০১৯ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: বাফুফে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোল স্কোর
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।

ফলাফল সম্পাদনা

স্বাগতিক \ সফরকারী আক্রীস বকি ব্রাই চআ ঢাআ মোস্পোক্লা শেজাধাক্লা মুসক্রী নোফেল রএ সাস্পোক্লা শেরাক্রীচ বিজেএমসি
আরামবাগ ক্রীড়া সংঘ ০–৩ ০–১ ২–০ ১–২ ৪–১ ০–১ ২–১ ১–০ ৬–৩ ১–১ ০–১ ২–১
বসুন্ধরা কিংস ৩–২ ৫–০ ৩–০ ৩–০ ১–১ ৩–১ ৪–১ ২–০ ১–০ ৩–২ ১–০ ২–০
ব্রাদার্স ইউনিয়ন ২–৫ ০–২ ১–১ ৩–৫ ৩–৩ ০–১ ০–০ ২–১ ০–০ ১–২ ২–৩ ২–০
চট্টগ্রাম আবাহনী ০–১ ১–১ ৩–২ ২–২ ০–০ ০–০ ১–০ ০–১ ১–২ ১–১ ৩–০ ০–০
ঢাকা আবাহনী ৩–০ ০–১ ৪–০ ২–০ ৩–০ ৪–১ ২–০ ২–১ ৫–২ ৪–১ ১–০ ১–০
ঢাকা মোহামেডান ১–০ ১–৪ ০–১ ২–০ ৪–০ ১–১ ১–২ ৩–১ ২–২ ১–২ ২–৪ ২–১
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২–০ ০–১ ২–৫ ২–০ ৩–৪ ২–১ ১–১ ২–২ ২–২ ০–৩ ০–০ ১–২
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১–১ ১–৩ ৩–০ ১–৪ ১–৪ ১–১ ৩–০ ১–১ ০–০ ০–২ ১–৬ ২–০
নোফেল স্পোর্টিং ক্লাব ১–২ ১–৩ ২–০ ০–৩ ০–২ ১–০ ০–০ ০–২ ৫–২ ০–৩ ০–৪ ০–০
রহমতগঞ্জ এমএফএস ১–১ ২–৩ ২–২ ১–১ ১–৫ ২–১ ০–৪ ২–২ ২–২ ১–২ ০–২ ৩–২
সাইফ স্পোর্টিং ক্লাব ০–১ ০–২ ২–০ ০–০ ১–৩ ১–১ ৩–২ ৩–১ ১–০ ২–১ ১–১ ৩–০
শেখ রাসেল ক্রীড়া চক্র ২–১ ১–০ ৩–১ ১–০ ২–০ ৩–০ ২–১ ০–০ ২–০ ২–২ ০–৩ ৩–১
বিজেএমসি দল ১–০ ০–০ ০–০ ১–১ ১–২ ১–২ ০–২ ০–১ ৩–৪ ০–১ ০–১ ০–১
৩ আগস্ট ২০১৯ তারিখের ম্যাচ শেষের পর হালনাগাদকৃত। উৎস: সকারওয়ে
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

রাউন্ড অনুযায়ী অবস্থান সম্পাদনা

নিম্নলিখিত সারণিতে প্রতি সপ্তাহের ম্যাচের পরে দলগুলির অবস্থান তালিকাভুক্ত করা হয়েছে।

দল ╲ রাউন্ড১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬
আরামবাগ ক্রীড়া সংঘ১১
বসুন্ধরা কিংস
ব্রাদার্স ইউনিয়ন১০১২১৩১৩১৩১২১২১১১২১২১২১২১২১২১২১১১২১১১১১০১১
চট্টগ্রাম আবাহনী
ঢাকা আবাহনী
ঢাকা মোহামেডান১০১১১১১০১০১১১১১১১১১২১১১০১০১০১১১১
শেখ জামাল ধানমন্ডি ক্লাব১৩১৩১২
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র১২
নোফেল স্পোর্টিং ক্লাব১১১৩১৩১২১২১৩১০১০১০১০১০১১১১১১১০১০১০১১১২১২১২১২
রহমতগঞ্জ এমএফএস১০১১১০১০১১১০১০১১১২১০১০১০১১১০
সাইফ স্পোর্টিং ক্লাব
শেখ রাসেল ক্রীড়া চক্র
বিজেএমসি দল১০১২১১১২১৩১৩১১১২১২১২১৩১৩১৩১৩১৩১৩১৩১৩১৩১৩১৩১৩১৩১৩১৩১৩
শীর্ষে
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অবনমন
৩ আগস্ট ২০১৯ তারিখে খেলা ম্যাচ পর্যন্ত হালনাগাদকৃত। উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]

মৌসুম পরিসংখ্যান সম্পাদনা

সকল গোলদাতা সম্পাদনা

৩ আগস্ট ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত

র‍্যাংক সম্পাদনা

খেলোয়াড় ক্লাব গোল সংখ্যা সুত্র
  রাফায়েল অডোভিন অনরেভে শেখ রাসেল ক্রীড়া চক্র ২২ [১৯]
  সানডে চিজোবা ঢাকা আবাহনী ২০
  নাবিব নেওয়াজ জীবন ঢাকা আবাহনী ১৭
  মার্কোস ভিনিসিয়াস বসুন্ধরা কিংস ১৪
  সিয়ো জুনাপিও রহমতগঞ্জ এমএফএস ১৩
  ইসমাইল বাঙ্গুরা নোফেল স্পোর্টিং ক্লাব ১২
  মতিন মিয়া বসুন্ধরা কিংস ১১
  দেইনের করদোবা সাইফ স্পোর্টিং ক্লাব
  বালো ফামুসা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
  ড্যানিয়েল কলিন্ড্রেস বসুন্ধরা কিংস
  সলমন কিং ক্যানফোর্ড শেখ জামাল ধানমন্ডি ক্লাব
  পল এমিলি বিয়াগা আরামবাগ ক্রীড়া সংঘ
  সোলেমান দিয়াবাতে ঢাকা মোহামেডান
  মান্নাফ রাব্বি ব্রাদার্স ইউনিয়ন
১০   জাহিদ হোসেন আরামবাগ ক্রীড়া সংঘ
  আরিফুর রহমান আরামবাগ ক্রীড়া সংঘ
  তকলিস আহমেদ ঢাকা মোহামেডান
  ইউসুকে কাতো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
  বখতিয়ার দুইশাবিয়াকাফ বসুন্ধরা কিংস
  কিংসলে চিগোজি চট্টগ্রাম আবাহনী
  ম্যাথিউ চিনেদু আরামবাগ ক্রীড়া সংঘ
১১   ডেনিস বলশেকভ সাইফ স্পোর্টিং ক্লাব
  মমোদু বাহ চট্টগ্রাম আবাহনী
  জেমস মোগা ব্রাদার্স ইউনিয়ন
  ওতাবেক ভালিজোনভ বিজেএমসি দল
১২   জুয়েল রানা ঢাকা আবাহনী
  সাখাওয়াত হোসেইন রনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব
  আলেসান্ড্রো সেলিন সাইফ স্পোর্টিং ক্লাব
  এমিন সামবু শেখ জামাল ধানমন্ডি ক্লাব
  ল্যান্ডিং ডারবো ঢাকা মোহামেডান
  আলিশের আজিজভ শেখ রাসেল ক্রীড়া চক্র
১৩   লুসিয়ানো আরায়াহ শেখ জামাল ধানমন্ডি ক্লাব
  বিপলু আহমেদ শেখ রাসেল ক্রীড়া চক্র
  খন্দকার আশরাফুল ইসলাম নোফেল স্পোর্টিং ক্লাব
  রকিবুল ইসলাম রহমতগঞ্জ এমএফএস
  ইবু কান্টেহ শেখ জামাল ধানমন্ডি ক্লাব
  কারভেন্স বেলফোর্ট ঢাকা আবাহনী
  স্যামসন ইলিয়াসু বিজেএমসি দল
  ওটাবেক জকিরভ সাইফ স্পোর্টিং ক্লাব
১৪   মেহেদি হাসান রয়েল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
  ফায়সাল আহমেদ রহমতগঞ্জ এমএফএস
  নাসিরুদ্দিন চৌধুরী বসুন্ধরা কিংস
  রহিম উদ্দিন সাইফ স্পোর্টিং ক্লাব
  সোহেল মিয়া চট্টগ্রাম আবাহনী
  সোহেল রানা রহমতগঞ্জ এমএফএস
  লিওনার্দো ভিয়েরা লিমা ব্রাদার্স ইউনিয়ন
  এলিটা কিংসলে বিজেএমসি দল
  ম্যাগেলান উগোচুকু আওয়ালা চট্টগ্রাম আবাহনী
  আলিসন উডোকা শেখ রাসেল ক্রীড়া চক্র
  ভ্যালেরি হ্রাইসিন শেখ রাসেল ক্রীড়া চক্র
১৫   আরিফুল ইসলাম শান্ত ব্রাদার্স ইউনিয়ন
  এনামুল ইসলাম রহমতগঞ্জ এমএফএস
  ফয়সাল আহমেদ ফাহিম সাইফ স্পোর্টিং ক্লাব
  ফয়সাল আহমেদ শীতল ঢাকা আবাহনী
  ফারহাদ মনা নোফেল স্পোর্টিং ক্লাব
  হাবিবুর রহমান সোহাগ ঢাকা মোহামেডান
  জাকির হোসেইন জিকু শেখ জামাল ধানমন্ডি ক্লাব
  জামাল ভুইয়া সাইফ স্পোর্টিং ক্লাব
  জমির উদ্দিন নোফেল স্পোর্টিং ক্লাব
  কামরুল ইসলাম নোফেল স্পোর্টিং ক্লাব
  কাওসার আলি রাব্বি ঢাকা মোহামেডান
  খালেকুজ্জামান সবুজ শেখ রাসেল ক্রীড়া চক্র
  মামুনুল ইসলাম ঢাকা আবাহনী
  মিনহাজুল আবেদীন ব্রাদার্স ইউনিয়ন
  শেখ আলমগীর কবির রানা বসুন্ধরা কিংস
  ইউসুফ সিফাত ঢাকা মোহামেডান
  মাসিহ সাইঘানি ঢাকা আবাহনী
  অ্যালেক্স রাফায়েল শেখ রাসেল ক্রীড়া চক্র
  ইউনুস কামারা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
  উরিয়ু নাগাতা ঢাকা মোহামেডান
  মানডে অসাগি রহমতগঞ্জ এমএফএস
১৬   আমির হাকিম বাপ্পি ঢাকা মোহামেডান
  চৌমরিন রাখাইন রহমতগঞ্জ এমএফএস
  দিদারুল আলম রহমতগঞ্জ এমএফএস
  দিদারুল ইসলাম চট্টগ্রাম আবাহনী
  ইমন মাহমুদ বাবু বসুন্ধরা কিংস
  হাবিবুর রহমান নোলক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
  জাবেদ খান সাইফ স্পোর্টিং ক্লাব
  জাফর ইকবাল সাইফ স্পোর্টিং ক্লাব
  জাহিদ হাসান এমিলি ঢাকা মোহামেডান
  কৌশিক বড়ুয়া চট্টগ্রাম আবাহনী
  মামুন মিয়া ঢাকা আবাহনী
  মোহাম্মদ আল আমিন বিজেএমসি দল
  মোহাম্মদ ইব্রাহিম বসুন্ধরা কিংস
  মোহাম্মদ মোকারম ব্রাদার্স ইউনিয়ন
  মোস্তাকিম শাহরিয়ার শেখ ব্রাদার্স ইউনিয়ন
  মেহেবুব হাসান নয়ন সাইফ স্পোর্টিং ক্লাব
  মোহাম্মদ রোমান নোফেল স্পোর্টিং ক্লাব
  মোহাম্মদ সোহেল রানা শেখ রাসেল ক্রীড়া চক্র
  নাইমুর রহমান শাহেদ চট্টগ্রাম আবাহনী
  নুরুল নায়ীম ফয়সাল বসুন্ধরা কিংস
  রাসেল খান ইভান মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
  রিয়াদুল হাসান রাফি সাইফ স্পোর্টিং ক্লাব
  রবিউল হাসান আরামবাগ ক্রীড়া সংঘ
  রুবেল মিয়া ঢাকা আবাহনী
  শাহরিয়ার বাপ্পি আরামবাগ ক্রীড়া সংঘ
  সাজ্জাদ হোসেইন সাইফ স্পোর্টিং ক্লাব
  সোহেল রানা ঢাকা আবাহনী
  সুজন বিশ্বাস মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
  সুশান্ত ত্রিপুরা বসুন্ধরা কিংস
  তৌহিদ আলম সবুজ বসুন্ধরা কিংস
  তপু বর্মন ঢাকা আবাহনী
  এভারটন সুজা স্যান্টোস ব্রাদার্স ইউনিয়ন
  জিন জুলেস ইকাঙ্গা ঢাকা মোহামেডান
  ড্যানিয়েল ট্যাগো চট্টগ্রাম আবাহনী
  ডেভিড টিটেহ শেখ জামাল ধানমন্ডি ক্লাব
  কিংসলে চুকউডি এনকুরুমেহ আরামবাগ ক্রীড়া সংঘ
  জ্যাক ড্যানিয়েলস মেজা অ্যাগুইলার ব্রাদার্স ইউনিয়ন
  কো মিন-হিউক ঢাকা আবাহনী
  পার্ক জি-হেইয়ং ব্রাদার্স ইউনিয়ন
  পার্ক সিউং-ইল সাইফ স্পোর্টিং ক্লাব
  ফুরকাত হাসানবোয়েভ রহমতগঞ্জ এমএফএস
আত্মঘাতী গোল ১১
মোট ৪৩৯

হ্যাট-ট্রিক সম্পাদনা

† ম্যাচ জয়ী ক্লাবের নাম গাঢ় চিহ্নিত

খেলোয়াড় ক্লাব প্রতিপক্ষ ফলাফল তারিখ সুত্র
  বালো ফামুসা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩–০ ২৩ জানুয়ারি ২০১৯ [২০]
  জাহিদ হোসেন আরামবাগ ক্রীড়া সংঘ ঢাকা মোহামেডান ৪–১ ২৫ জানুয়ারি ২০১৯ [২১]
  নাবিব নেওয়াজ জীবন ঢাকা আবাহনী রহমতগঞ্জ এমএফএস ৫–১ ২ ফেব্রুয়ারি ২০১৯ [২২]
  সানডে চিজোবা ঢাকা আবাহনী রহমতগঞ্জ এমএফএস ৫–২ ১৫ জুন ২০১৯ [২৩]
  ইসমাইল বাঙ্গুরা নোফেল স্পোর্টিং ক্লাব রহমতগঞ্জ এমএফএস ৫–২ ২৮ জুন ২০১৯ [২৪]
  ইসমাইল বাঙ্গুরা নোফেল স্পোর্টিং ক্লাব বিজেএমসি দল ৪–৩ ৪ জুলাই ২০১৯ [২৫]
  মতিন মিয়া বসুন্ধরা কিংস ব্রাদার্স ইউনিয়ন ৫–০ ১৬ জুলাই ২০১৯ [২৬]
  রাফায়েল অডোভিন অনরেভে শেখ রাসেল ক্রীড়া চক্র নোফেল স্পোর্টিং ক্লাব ৪–০ ১৬ জুলাই ২০১৯ [২৭]
  ম্যাথিউ চিনেদু আরামবাগ ক্রীড়া সংঘ ব্রাদার্স ইউনিয়ন ৫–২ ২ আগস্ট ২০১৯ [২৮]
  রাফায়েল অডোভিন অনরেভে শেখ রাসেল ক্রীড়া চক্র বিজেএমসি দল ৩–১ ২ আগস্ট ২০১৯ [২৯]

আত্মঘাতী গোল সম্পাদনা

† ম্যাচ জয়ী ক্লাবের নাম গাঢ় চিহ্নিত

খেলোয়াড় ক্লাব প্রতিপক্ষ ফলাফল তারিখ
  আশরাফুল করিম ব্রাদার্স ইউনিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র ২–৩ ২৫ জানুয়ারি ২০১৯
  বালো ফামুসা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ঢাকা আবাহনী ০–২ ২8 জানুয়ারি ২০১৯
  রিয়াদুল হাসান রাফি সাইফ স্পোর্টিং ক্লাব ব্রাদার্স ইউনিয়ন ২–১ ৩ ফেব্রুয়ারি ২০১৯
  ইয়াসিন খান শেখ রাসেল ক্রীড়া চক্র সাইফ স্পোর্টিং ক্লাব ১–১ ৮ ফেব্রুয়ারি ২০১৯
  শফিকুল ইসলাম ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম আবাহনী ২–৩ ৮ ফেব্রুয়ারি ২০১৯
  উত্তম রায় ব্রাদার্স ইউনিয়ন ঢাকা আবাহনী ০–৪ ১৭ ফেব্রুয়ারি ২০১৯
  মনির হোসেইন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ঢাকা মোহামেডান ১–১ ২২ ফেব্রুয়ারি ২০১৯
  জাহিদুল ইসলাম বাবু আরামবাগ ক্রীড়া সংঘ বসুন্ধরা কিংস ২–৩ ২৪ ফেব্রুয়ারি ২০১৯
  মনজুরুর রহমান মানিক শেখ জামাল ধানমন্ডি ক্লাব ঢাকা আবাহনী ৩–৪ ১৩ এপ্রিল ২০১৯
  টুটুল হোসেইন বাদশা ঢাকা আবাহনী ব্রাদার্স ইউনিয়ন ৫–৩ ৮ জুলাই ২০১৯
  মামুন মিয়া ঢাকা আবাহনী শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪–১ ২৯ জুলাই ২০১৯
২২:৪৬, শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ (ইউটিসি) পর্যন্ত হালনাগাদকৃত।

ক্লিন শিট সম্পাদনা

র‍্যাংক খেলোয়াড় ক্লাব ক্লিন শিট
  আনিসুর রহমান জিকো বসুন্ধরা কিংস ১২
  আশরাফুল ইসলাম রানা শেখ রাসেল ক্রীড়া চক্র ১১

পুরস্কার সম্পাদনা

ক্যাটাগরি দল/খেলোয়াড় দেশ মন্তব্য তথ্যসূত্র
চ্যাম্পিয়ন/শিরোপাজয়ী বসুন্ধরা কিংস দলটির প্রথম বিপিএল শিরোপা [৪][৮][১০]
রানার্স-আপ ঢাকা আবাহনী [৮][১০][৩০]
ফেয়ার প্লে ট্রফি শেখ রাসেল ক্রীড়া চক্র [৮][৯][১০]
সেরা খেলোয়াড় দানিয়েল কোলিন্দ্রেস সোলেরা (বসুন্ধরা কিংস)   কোস্টারিকা বসুন্ধরা কিংস-এর অধিনায়ক। [৮][৯][৩০]
সেরা উদীয়মান ফুটবলার রবিউল হাসান (আরামবাগ ক্রীড়া সংঘ )   বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দলেও খেলেন। [৯][৩০]
সেরা গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল ক্রীড়া চক্র)
সেরা কোচ অস্কার ব্রুজোন (বসুন্ধরা কিংস)  স্পেন [৯][৩০]
সর্বোচ্চ গোলদাতা রাফায়েল ওডোভিন (শেখ রাসেল ক্রীড়া চক্র)   নাইজেরিয়া পুরো মৌসুমে ২২ গোল করেছেন। পরপর দুই আসরে সর্বোচ্চ গোলদাতা [৯][৩০][৩১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "BFF President's statement for July 2018"। Bangladesh Football Federation। ১ আগস্ট ২০১৮। ৭ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯ 
  2. "ফেডারেশন কাপের পাঁচদিন পরেই লিগ!"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২০ 
  3. "ড্রয়ে লিগ শেষ করল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস"বিডিনিউজ টোয়েন্টিফোর। ২০১৯-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪ 
  4. "চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস"The Daily Star Bangla। ২০১৯-০৭-২৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪ 
  5. "ড্র দিয়ে শিরোপা উৎসবে মাতল বসুন্ধরা কিংস"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪ 
  6. "'নোয়াখালী–ফেনী–লক্ষ্মীপুর' এক হয়েও কাজ হলো না"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪ 
  7. "প্রকাশিত হলো বিপিএল ফুটবলের ফিক্সচার"Sports News। ২০১৯-০১-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "চ্যাম্পিয়ন ট্রফি পেল বসুন্ধরা কিংস"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪ 
  9. "B. Kings held by Ctg. Abahoni in last game of the season"BFF (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪ 
  10. "ড্র দিয়ে লিগ শেষ করলো চ্যাম্পিয়ন বসুন্ধরা"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৫ 
  11. "আট স্টেডিয়াম জুন পর্যন্ত পেল বাফুফে"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৩ 
  12. "বাংলাদেশ প্রিমিয়ার লিগে থাকছে এশিয়ান কোটা"বাংলা ট্রিবিউন। ৬ মে ২০১৮। ২৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২১ 
  13. Sun, The Daily। "Brazilian Marcos inks deal with Bashundhara Kings – daily sun"daily-sun.com। ১৪ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮ 
  14. "Daniel Colindres tendrá con quien hablar español en Bangladesh"lateja.cr। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৮ 
  15. "Clubs complete transfer formalities"। ১৫ অক্টোবর ২০১৮। 
  16. "Brazilian Priori joins Abahani"। dhakatribune.com। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯ 
  17. "Saif Sporting eye titles, Sheikh Russel consistency"। ১৪ অক্টোবর ২০১৮। 
  18. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০ 
  19. "দেশের ফুটবলে এবারও জয়জয়কার বিদেশিদের"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৮ 
  20. http://www.dailynayadiganta.com/sports/382782/ফামোসার-হ্যাটট্রিকে-মুক্তিযোদ্ধার-বড়-জয়
  21. "এক জাহিদই গুঁড়িয়ে দিলেন মোহামেডানকে" 
  22. "সৃষ্টিকর্তার কাছে গোলের প্রার্থনার পর হ্যাটট্রিক জীবনের" 
  23. "সানডের হ্যাটট্রিকে আবাহনীর সহজ জয়" 
  24. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  25. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  26. "মতিনের প্রথম হ্যাট্রিকে জয়রথ চলমান কিংসের!" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  27. "Shekh Russel return to winning track"। ২০ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  28. "চিনেদুর হ্যাট্রিকে বিধ্বস্ত ব্রাদার্স!" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  29. "বিপিএল ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রাফায়েল!" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  30. "জয়ে শিরোপা উৎসব হলো না বসুন্ধরার"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪ 
  31. "রাফায়েলের অনন্য রেকর্ড"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪ 

বহিঃসংযোগ সম্পাদনা