২০১৩ ফেডারেশন কাপ (বাংলাদেশ)

(2013 Bangladesh Federation Cup থেকে পুনর্নির্দেশিত)

২০১৩ ফেডারেশন কাপ ফেডারেশন কাপের ২৬তম আসর। টুর্নামেন্ট শুরু হয় ২১ নভেম্বর এবং শেষ হয় ১৩ ডিসেম্বর। টুর্নামেন্টের স্পন্সর হয় ওয়াল্টন[] ফেডারেশন কাপে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৮টিসহ মোট ১২টি দল অংশ নেয়। ১২টি দল চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপের শীর্ষ ২টি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই আয়োজন করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

২০১৩ ওয়াল্টন ফেডারেশন কাপ
বিবরণ
দেশ বাংলাদেশ
দল১২
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নশেখ জামাল ধানমন্ডি ক্লাব (২য় শিরোপা)
রানার-আপমুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
পরিসংখ্যান
খেলা১৯
গোল৫০ (এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর "৫"। per match)

ফাইনালে শেখ জামাল মুক্তিযোদ্ধাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এটি তাদের দ্বিতীয় ফেডারেশন কাপ শিরোপা।[]

গ্রুপ পর্ব

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা
দল খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
শেখ জামাল +৩
ফেনী সকার ক্লাব
উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব −৩
শেখ জামাল২–০উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব

উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব২–৩ফেনী সকার ক্লাব

গ্রুপ বি

সম্পাদনা
দল খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র +২
শেখ রাসেল ক্রীড়া চক্র
আবাহনী লিমিটেড −২


গ্রুপ সি

সম্পাদনা
দল খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
টিম বিজেএমসি +১
ব্রাদার্স ইউনিয়ন
বাংলাদেশ পুলিশ −১
টিম বিজেএমসি২–২বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ১–২ব্রাদার্স ইউনিয়ন

গ্রুপ ডি

সম্পাদনা
দল খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
আবাহনী লিমিটেড +৫
মোহামেডান স্পোর্টিং ক্লাব +১
রহমতগঞ্জ এমএফএস −৬


নকআউট পর্ব

সম্পাদনা
 
কোয়ার্টার ফাইনালসেমি ফাইনালফাইনাল
 
          
 
 
 
 
শেখ জামাল
 
 
 
মোহামেডান স্পোর্টিং ক্লাব
 
শেখ জামাল
 
 
 
আবাহনী লিমিটেড
 
ফেনী সকার ক্লাব
 
 
 
আবাহনী লিমিটেড
 
শেখ জামাল
 
 
 
মুক্তিযোদ্ধা সংসদ
 
মুক্তিযোদ্ধা সংসদ
 
 
 
ব্রাদার্স ইউনিয়ন
 
মুক্তিযোদ্ধা সংসদ১(৫)
 
 
 
টিম বিজেএমসি১(৩)
 
শেখ রাসেল ক্রীড়া চক্র২(৪)
 
 
টিম বিজেএমসি২(৫)
 

কোয়ার্টার ফাইনাল

সম্পাদনা



সেমি ফাইনাল

সম্পাদনা
শেখ জামাল৩–০আবাহনী লিমিটেড
ওয়েডসন অ্যানসেলম   ৫'
সনি নর্দে   ২১',   ৩৮'

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র১–১ (অ.স.প.)টিম বিজেএমসি
এলেতা কিংসলে   ৭৬' ইসমায়েল বাঙ্গুরা   ৮৬' (পে.)
পেনাল্টি
৫ – ৩

ফাইনাল

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Walton to Sponsor Bangladesh Fed Cup"। South Asia Football। ১৮ নভেম্বর ২০১৩। ৭ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৩ 
  2. আবার চ্যাম্পিয়ন শেখ জামাল, প্রথম আলো