সনি নর্দে

হাইতীয় ফুটবলার

সনি নর্দে একজন হাইতীয় ফুটবলার। উনি বর্তমানে ভারতীয় ফুটবল ক্লাব মোহনবাগানের হয়ে খেলছেন।[] মেক্সিকোর দল সান লুইস ফুটবল দলের সাথে একটি ট্রায়ালের পর আর্জেন্টিনীয় ক্লাব বোকা জুনিয়র্সে তিনি তার জন্য জায়গা করতে সক্ষম হন। সনি নর্দে যুব এবং সিনিয়র পর্যায়ে হাইতি জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ২০০৮ কনকাকাফ পুরুষদের অলিম্পিক যোগ্যতা টুর্নামেন্টে হাইতি হয়ে প্রতিনিধিত্ব করেন।

সনি নর্দে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সনি নর্দে
জন্ম (1989-07-27) ২৭ জুলাই ১৯৮৯ (বয়স ৩৫)
জন্ম স্থান গ্রান্দ'আন্সে, হাইতি
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়, আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব
জার্সি নম্বর ১৬
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৮-২০১১ বোকা জুনিয়র্স বি (১৩)
২০০৯-২০১০সান লুইস বি (ঋণ) ১৮ (১৮)
২০১১-২০১২ এস্তুদিয়ান্তেস দে আলতামিরা ১০ (১১)
২০১২-২০১৩ শেখ রাসেল ক্রীড়া চক্র ১২ (১৫)
২০১৩-২০১৪ শেখ জামাল ধানমন্ডি ? (?)
২০১৪- মোহনবাগান
২০১৫-২০১৬ মুম্বাই সিটি (ঋণ)
জাতীয় দল
২০০৮ হাইতি অ-২৩ ? (?)
২০০৮- হাইতি ১১ (৫)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৪ ফেব্রুয়ারি ২০১৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

আন্তর্জাতিক গোল

সম্পাদনা
# তারিখ মাঠ বিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা
? ৪ নভেম্বর, ২০১০ মারবেল্লা   সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ ৩-১ জয় ২০১০ ক্যারিবিয়ান চ্যাম্পিয়নশিপ

বহিঃসংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sony Norde Profile"। সংগ্রহের তারিখ ২০১৭-০১-১৮