২০১৫ ফেডারেশন কাপ (বাংলাদেশ)
২০১৫ ফেডারেশন কাপ (স্পন্সরশিপের কারণে ওয়াল্টন ফেডারেশন কাপ নামে পরিচিত) ছিল বাংলাদেশী ফেডারেশন কাপের ২৭তম আসর।[১] প্রতিযোগিতায় ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ১৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও ফেনী সকার ক্লাবের মধ্যকার খেলার মাধ্যমে শুরু হয় এবং ৫ মার্চ শেষ হয়, যাতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব অতিরিক্ত সময়ে ৬-৪ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
দেশ | বাংলাদেশ |
---|---|
তারিখ | ১৬ ফেব্রুয়ারি - ৫ মার্চ ২০১৫ |
দল | ১২ |
চ্যাম্পিয়ন | শেখ জামাল ধানমন্ডি ক্লাব (৩য় শিরোপা) |
রানার্স-আপ | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র |
ম্যাচ খেলেছে | ১৯ |
গোল সংখ্যা | ৫৯ (ম্যাচ প্রতি ৩.১১টি) |
শীর্ষ গোলদাতা | ওয়েডসন অ্যানসেলমে (৬টি গোল) |
শীর্ষ গোলদাতা | ওয়েডসন অ্যানসেলমে (৬টি গোল) |
সেরা খেলোয়াড় | জামাল ভূইয়া |
← ২০১৩ ২০১৬ → |
গ্রুপ এ
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২ | ২ | ০ | ০ | ১১ | ১ | +১০ | ৬ | কোয়াটার ফাইনালে অগ্রসর |
২ | ফেনী সকার ক্লাব | ২ | ১ | ০ | ১ | ৪ | ৩ | +১ | ৩ | |
৩ | বিজেএমসি দল | ২ | ০ | ০ | ২ | ০ | ১০ | −১০ | ০ |
৫ মার্চ ২০১৫ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: NowGoal
গ্রুপ বি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | শেখ রাসেল ক্রীড়া চক্র | ২ | ১ | ১ | ০ | ৫ | ৪ | +১ | ৪ | কোয়াটার ফাইনালে অগ্রসর |
২ | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ২ | ১ | ১ | ০ | ৪ | ২ | +২ | ৪ | |
৩ | উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব | ২ | ০ | ০ | ২ | ০ | ৯ | −৯ | ০ |
৫ মার্চ ২০১৫ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: NowGoal
গ্রুপ সি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ঢাকা আবাহনী | ২ | ১ | ১ | ০ | ২ | ০ | +২ | ৪ | কোয়াটার ফাইনালে অগ্রসর |
২ | চট্টগ্রাম আবাহনী | ২ | ১ | ১ | ০ | ১ | ০ | +১ | ৪ | |
৩ | ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব | ২ | ০ | ০ | ২ | ০ | ৩ | −৩ | ০ |
৫ মার্চ ২০১৫ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: NowGoal
গ্রুপ ডি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ঢাকা মোহামেডান | ২ | ১ | ১ | ০ | ৩ | ১ | +২ | ৪ | কোয়াটার ফাইনালে অগ্রসর |
২ | ব্রাদার্স ইউনিয়ন | ২ | ০ | ২ | ০ | ২ | ২ | ০ | ২ | |
৩ | রহমতগঞ্জ এমএফএস | ২ | ০ | ১ | ১ | ২ | ৩ | −১ | ১ |
৫ মার্চ ২০১৫ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: NowGoal
কোয়াটার-ফাইনাল
সম্পাদনা
সেমি-ফাইনাল
সম্পাদনা
ফাইনাল
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Federation Cup 2015, RSSSF.com