২০১৩ ফেডারেশন কাপ (বাংলাদেশ)
২০১৩ ফেডারেশন কাপ ফেডারেশন কাপের ২৬তম আসর। টুর্নামেন্ট শুরু হয় ২১ নভেম্বর এবং শেষ হয় ১৩ ডিসেম্বর। টুর্নামেন্টের স্পন্সর হয় ওয়াল্টন।[১] ফেডারেশন কাপে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৮টিসহ মোট ১২টি দল অংশ নেয়। ১২টি দল চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপের শীর্ষ ২টি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই আয়োজন করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
দেশ | বাংলাদেশ |
---|---|
দল | ১২ |
চ্যাম্পিয়ন | শেখ জামাল ধানমন্ডি ক্লাব (২য় শিরোপা) |
রানার্স-আপ | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র |
ম্যাচ খেলেছে | ১৯ |
গোল সংখ্যা | ৫০ (ম্যাচ প্রতি ২.৬৩টি) |
← ২০১২ ২০১৫ → |
ফাইনালে শেখ জামাল মুক্তিযোদ্ধাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এটি তাদের দ্বিতীয় ফেডারেশন কাপ শিরোপা।[২]
গ্রুপ পর্ব
সম্পাদনাগ্রুপ এ
সম্পাদনাদল | খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
শেখ জামাল | ২ | ২ | ০ | ০ | ৩ | ০ | +৩ | ৬ |
ফেনী সকার ক্লাব | ২ | ১ | ০ | ১ | ৩ | ৩ | ০ | ৩ |
উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব | ২ | ০ | ০ | ২ | ২ | ৫ | −৩ | ০ |
শেখ জামাল | ২–০ | উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব |
---|---|---|
উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব | ২–৩ | ফেনী সকার ক্লাব |
---|---|---|
গ্রুপ বি
সম্পাদনাদল | খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ২ | ২ | ০ | ০ | ৪ | ২ | +২ | ৬ |
শেখ রাসেল ক্রীড়া চক্র | ২ | ১ | ০ | ১ | ১ | ১ | ০ | ৩ |
আবাহনী লিমিটেড | ২ | ০ | ০ | ২ | ২ | ৪ | −২ | ০ |
গ্রুপ সি
সম্পাদনাদল | খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
টিম বিজেএমসি | ২ | ১ | ১ | ০ | ৪ | ৩ | +১ | ৪ |
ব্রাদার্স ইউনিয়ন | ২ | ১ | ০ | ১ | ৩ | ৩ | ০ | ৩ |
বাংলাদেশ পুলিশ | ২ | ০ | ১ | ১ | ৩ | ৪ | −১ | ১ |
টিম বিজেএমসি | ২–২ | বাংলাদেশ পুলিশ |
---|---|---|
বাংলাদেশ পুলিশ | ১–২ | ব্রাদার্স ইউনিয়ন |
---|---|---|
গ্রুপ ডি
সম্পাদনাদল | খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
আবাহনী লিমিটেড | ২ | ২ | ০ | ০ | ৫ | ০ | +৫ | ৬ |
মোহামেডান স্পোর্টিং ক্লাব | ২ | ১ | ০ | ১ | ৫ | ৪ | +১ | ৩ |
রহমতগঞ্জ এমএফএস | ২ | ০ | ০ | ২ | ২ | ৮ | −৬ | ০ |
নকআউট পর্ব
সম্পাদনাকোয়ার্টার ফাইনাল | সেমি ফাইনাল | ফাইনাল | ||||||||
শেখ জামাল | ৩ | |||||||||
মোহামেডান স্পোর্টিং ক্লাব | ১ | |||||||||
শেখ জামাল | ৩ | |||||||||
আবাহনী লিমিটেড | ০ | |||||||||
ফেনী সকার ক্লাব | ০ | |||||||||
আবাহনী লিমিটেড | ২ | |||||||||
শেখ জামাল | ১ | |||||||||
মুক্তিযোদ্ধা সংসদ | ০ | |||||||||
মুক্তিযোদ্ধা সংসদ | ২ | |||||||||
ব্রাদার্স ইউনিয়ন | ০ | |||||||||
মুক্তিযোদ্ধা সংসদ | ১(৫) | |||||||||
টিম বিজেএমসি | ১(৩) | |||||||||
শেখ রাসেল ক্রীড়া চক্র | ২(৪) | |||||||||
টিম বিজেএমসি | ২(৫) | |||||||||
কোয়ার্টার ফাইনাল
সম্পাদনাসেমি ফাইনাল
সম্পাদনাশেখ জামাল | ৩–০ | আবাহনী লিমিটেড |
---|---|---|
ওয়েডসন অ্যানসেলম ৫' সনি নর্দে ২১', ৩৮' |
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ১–১ (অ.স.প.) | টিম বিজেএমসি |
---|---|---|
এলেতা কিংসলে ৭৬' | ইসমায়েল বাঙ্গুরা ৮৬' (পে.) | |
পেনাল্টি | ||
৫ – ৩ |
ফাইনাল
সম্পাদনাশেখ জামাল | ১–০ | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র |
---|---|---|
৮২' নাসিরুদ্দিন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Walton to Sponsor Bangladesh Fed Cup"। South Asia Football। ১৮ নভেম্বর ২০১৩। ৭ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৩।
- ↑ আবার চ্যাম্পিয়ন শেখ জামাল, প্রথম আলো