১৯৭৩ পুরুষ হকি বিশ্বকাপ

(1973 Men's Hockey World Cup থেকে পুনর্নির্দেশিত)

১৯৭৩ পুরুষ হকি বিশ্বকাপ হল আন্তর্জাতিক হকি ফেডারেশন পরিচালিত পুরুষ হকি বিশ্বকাপের দ্বিতীয় আসর যা ২৪ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত স্পেনের আমস্টেলভিন শহরে অনুষ্ঠিত হয়েছিল।[১] এই আসরে আয়োজক দেশ নেদারল্যান্ডস বিজয়ী হয়েছিল, যারা ফাইনাল ২-২ ফলাফলে শেষ হওয়ার পর পেনাল্টি স্ট্রোকে ভারতকে ৪-২ গোলে পরাজিত করেছিল।[২]

১৯৭৩ পুরুষ হকি বিশ্বকাপ
প্রতিযোগিতার বিস্তারিত
স্বাগতিক দেশনেদারল্যান্ডস
শহরআমস্টেলভিন
তারিখ২৪ আগস্ট – ২ সেপ্টেম্বর ১৯৭৩
দল১২ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠওয়াগনার স্টেডিয়াম
শীর্ষ তিনটি দল
চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস (১ম শিরোপা)
রানার-আপ ভারত
তৃতীয় স্থান পশ্চিম জার্মানি
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ সংখ্যা৪২
গোল সংখ্যা১২৪ (ম্যাচ প্রতি ২.৯৫টি)
শীর্ষ গোলদাতানেদারল্যান্ডস টাইস ক্রুইজ (১১ গোল)
সেরা খেলোয়াড়ভারত সুরজিৎ সিং রানধাওয়া
১৯৭১ (পূর্ববর্তী) (পরবর্তী) ১৯৭৫

এটি ছিল প্রথম বিশ্বকাপ যা ১২টি দলের ফরম্যাট প্রবর্তন করেছিল যা ১৯৯৮ সংস্করণ পর্যন্ত হকি বিশ্বকাপের আদর্শ ফর্ম্যাটে পরিণত হয়েছিল। নেদারল্যান্ডস প্রথম ইউরোপীয় দল হিসেবে চ্যাম্পিয়ন হয়ে উঠেছিল।

দল সম্পাদনা

তারিখ ইভেন্ট অবস্থান কোটা উত্তীর্ণ দল
২৭ আগস্ট – ১০ সেপ্টেম্বর ১৯৭২ ১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিক মিউনিখ, পশ্চিম জার্মানি   পশ্চিম জার্মানি
  নেদারল্যান্ডস
  ইংল্যান্ড
  পাকিস্তান
  ভারত
  অস্ট্রেলিয়া[ক]
  কেনিয়া
  আর্জেন্টিনা
১৮ মার্চ ১৯৭৩ এফআইএইচ কর্তৃক আহ্বায়িত ব্রাসেলস, বেলজিয়াম   স্পেন
  মালয়েশিয়া
  বেলজিয়াম
  জাপান
  নিউজিল্যান্ড
মোট ১২

মিউনিখে গত বছরের গ্রীষ্মকালীন অলিম্পিকের শীর্ষ আটটি দল স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করেছিল: ইংল্যান্ড অলিম্পিক স্পট থেকে গ্রেট ব্রিটেনের জায়গায় যোগ্যতা অর্জন করেছিল কারণ সেই স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই ইংল্যান্ডের ছিল এবং হোম নেশনসদের মধ্যে ইংল্যান্ডের একটি ভাল রেকর্ড ছিল।

কানাডা, ফ্রান্স, জিব্রাল্টার, আয়ারল্যান্ড, ইতালি, মেক্সিকো, নাইজেরিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, রোডেশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং সোভিয়েত ইউনিয়ন ছিল অন্যান্য দেশ যারা প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী ছিল।


  1. অস্ট্রেলিয়া দল অর্থাভাবে নাম প্রত্যাহার করে নেয় এবং নিউজিল্যান্ডকে তাদের জায়গায় খেলতে সুযোগ দেওয়া হয়।

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন   FRG   IND   ESP   NZL   KEN   JPN
  পশ্চিম জার্মানি +৪ ১৩ সেমি-ফাইনাল ২–১ ২–১ ১–০
  ভারত ১২ +১১ ১১ ০–০ ২–০ ১–১ ৫–০
  স্পেন +৪ ৫ম-৮ম নির্ধারক ০–১ ২–১ ৪–১ ৩–০
  নিউজিল্যান্ড ১৩ +৫ ৮–১
  কেনিয়া ১৪ −৮ ৯ম-১২শ নির্ধারক ০–৪ ২–২
  জাপান ১৯ −১৬ ২–২

গ্রুপ বি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন   PAK   NED   BEL   ENG   MAS   ARG
  পাকিস্তান ১৬ +১১ ১৩ সেমি-ফাইনাল ২–১ ২–০ ৬–০
  নেদারল্যান্ডস (H) ১১ +৭ ১০ ৪–১ ২–১ ০–০
  বেলজিয়াম ১২ −৪ ৫ম-৮ম নির্ধারক ৩–০
  ইংল্যান্ড +১ ২–২ ৫–২ ১–২ ০–০
  মালয়েশিয়া ১৩ −৮ ৯ম-১২শ নির্ধারক ২–৪ ০–৪
  আর্জেন্টিনা −৭ ১–২ ১–১
উৎস: এফআইএইচ
(H) স্বাগতিক।

৯ম-১২শ স্থান নির্ধারক সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

 
৯ম-১২শ সেমি-ফাইনাল৯ম স্থান নির্ধারক
 
      
 
৩১ আগস্ট
 
 
  কেনিয়া
 
১ সেপ্টেম্বর
 
  আর্জেন্টিনা
 
  আর্জেন্টিনা
 
৩১ আগস্ট
 
  জাপান
 
  মালয়েশিয়া
 
 
  জাপান
 
১১শ স্থান নির্ধারক
 
 
১ সেপ্টেম্বর
 
 
  মালয়েশিয়া
 
 
  কেনিয়া

১১শ স্থান নির্ধারক সম্পাদনা

১ সেপ্টেম্বর ১৯৭৩
  মালয়েশিয়া ১ - ০   কেনিয়া
পথমারাজাহ   রিপোর্ট
ওয়াগনার স্টেডিয়াম, আমস্টেলভিন

৯ম স্থান নির্ধারক সম্পাদনা

১ সেপ্টেম্বর ১৯৭৩
  আর্জেন্টিনা ২ - ১   জাপান
লাভাগানো  
সাবিয়োন  
রিপোর্ট ইচিনোশে  
ওয়াগনার স্টেডিয়াম, আমস্টেলভিন

৫ম-৮ম নির্ধারক পর্ব সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

 
৫ম-৮ম সেমি-ফাইনাল৫ম স্থান নির্ধারক
 
      
 
৩১ আগস্ট
 
 
  ইংল্যান্ড (অ.স.প.)
 
১ সেপ্টেম্বর
 
  নিউজিল্যান্ড
 
  স্পেন
 
৩১ আগস্ট
 
  ইংল্যান্ড
 
  স্পেন
 
 
  বেলজিয়াম
 
৭ম স্থান নির্ধারক
 
 
২ সেপ্টেম্বর
 
 
  নিউজিল্যান্ড
 
 
  বেলজিয়াম

৭ম স্থান নির্ধারক সম্পাদনা

১ সেপ্টেম্বর ১৯৭৩
  নিউজিল্যান্ড ৩ - ১   বেলজিয়াম
প্যাটেল  
মাইস্টার  
ম্যাকিনটায়ার  
রিপোর্ট ডুপন্ট  
ওয়াগনার স্টেডিয়াম, আমস্টেলভিন

৫ম স্থান নির্ধারক সম্পাদনা

২ সেপ্টেম্বর ১৯৭৩
  স্পেন ৩ - ০   ইংল্যান্ড
মাসানা   ২ গোল'
সেগুরা   ১ গোল'
রিপোর্ট
ওয়াগনার স্টেডিয়াম, আমস্টেলভিন

নক-আউট পর্ব সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
৩১ আগস্ট
 
 
  নেদারল্যান্ডস (পে.)০ (৪)
 
২ সেপ্টেম্বর
 
  পশ্চিম জার্মানি ০ (২)
 
  নেদারল্যান্ডস (পে.)২ (৪)
 
৩১ আগস্ট
 
  ভারত২ (২)
 
  ভারত
 
 
  পাকিস্তান
 
তৃতীয় স্থান
 
 
২ সেপ্টেম্বর
 
 
  পশ্চিম জার্মানি
 
 
  পাকিস্তান

৩য় স্থান নির্ধারক সম্পাদনা

২ সেপ্টেম্বর ১৯৭৩
  পশ্চিম জার্মানি ১–০   পাকিস্তান
ক্রাউজ   ৬৮' রিপোর্ট
ওয়াগনার স্টেডিয়াম, আমস্টেলভিন

ফাইনাল সম্পাদনা

২ সেপ্টেম্বর ১৯৭৩
  নেদারল্যান্ডস ২–২ (অ.স.প)   ভারত
ক্রুইজ   ২ গোল' রিপোর্ট সুরজিৎ   ২ গোল'
পেনাল্টি
৪–২
ওয়াগনার স্টেডিয়াম, আমস্টেলভিন

ভারতের সুরজিত সিং প্রথম আট মিনিটে দুটি গোল করে ভারতকে ২-০ তে এগিয়ে দেন। হ্যাটট্রিকের জন্য তিনি প্রথমার্ধে আরেকটি গোল করেন কিন্তু আম্পায়ার তা বাতিল ঘোষণা করে দেন। দুই গোলের লিড নিয়ে হাফ টাইমে চলে যায় ভারত। দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডস আরও বেশি খেলোয়াড় খেলিয়েছিল এবং ফলস্বরূপ টাইস ক্রুইজ দুটি গোল করে ম্যাচটি ২-২ ফলাফলে সমতা আনে। অতিরিক্ত সময়ে, ভারত পেনাল্টি স্ট্রোক পায় কিন্তু বি পি গোবিন্দ সাডেন ডেথে সুযোগটি মিস করেন। ম্যাচটি পেনাল্টি স্ট্রোক দ্বারা নির্ধারিত হয়েছিল যেখানে ভারতীয় গোলরক্ষক চার্লস কর্নেলিয়াস সবকটি পেনাল্টি স্ট্রোক থামাতে ব্যর্থ হন, ফলে নেদারল্যান্ডস শুট আউট ৪-২ তে জিতেছিল।[৩]


 ১৯৭৩ হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন 
 
নেদারল্যান্ডস
প্রথম শিরোপা
 
নিকো স্পিটসটাইস ক্রুইজ (ডানদিকে), বিশ্বকাপ হাতে

পরিসংখ্যান সম্পাদনা

অন্তিম অবস্থান সম্পাদনা

অব. দল
    নেদারল্যান্ডস
    ভারত
    পশ্চিম জার্মানি
  পাকিস্তান
  স্পেন
  ইংল্যান্ড
  নিউজিল্যান্ড
  বেলজিয়াম
  আর্জেন্টিনা
১০   জাপান
১১   মালয়েশিয়া
১২   কেনিয়া

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Home | FIH"www.fih.ch। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৪ 
  2. "Brian Lewis. "Hockey." Times [London, England] 3 Sept. 1973"the Times 
  3. Ganesh, M. P.। "1973: We had the best ever combination"Sportstar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৬ 

বহিঃসংযোগ সম্পাদনা