১৯৭১ পুরুষ হকি বিশ্বকাপ

১৯৭১ পুরুষ হকি বিশ্বকাপ হল আন্তর্জাতিক হকি ফেডারেশন পরিচালিত পুরুষ হকি বিশ্বকাপের প্রথম আসর যা ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত হয়েছিল।[১] পাকিস্তান প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।[২]

১৯৭১ পুরুষ হকি বিশ্বকাপ
প্রতিযোগিতার বিস্তারিত
স্বাগতিক দেশস্পেন
শহরবার্সেলোনা
তারিখ১৫–২৪ অক্টোবর ১৯৭১
দল১০ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠবার্সেলোনা রয়্যাল পোলো ক্লাব
শীর্ষ তিনটি দল
চ্যাম্পিয়ন পাকিস্তান (১ম শিরোপা)
রানার-আপ স্পেন
তৃতীয় স্থান ভারত
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ সংখ্যা৩০
গোল সংখ্যা৬৭ (ম্যাচ প্রতি ২.২৩টি)
শীর্ষ গোলদাতাপাকিস্তান তানভির দার (৮ গোল)
সেরা খেলোয়াড়জাপান সোতাকাজু ওৎসুকা
(পরবর্তী) ১৯৭৩

প্রথম বিশ্বকাপ ছিল একমাত্র হকি বিশ্বকাপ যাতে বাছাইপর্ব ছিল না। এটি ছিল একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট, যেখানে গ্রীষ্মকালীন অলিম্পিকে দলের পারফরম্যান্সের যোগ্যতা অনুসারে পাঁচটি মহাদেশের সেরা দশটি দলকে আন্তর্জাতিক হকি ফেডারেশন দ্বারা আমন্ত্রণ জানানো হয়েছিল। রাউন্ড-রবিন পর্বের পর শীর্ষ দুই দল সেমি-ফাইনালে চলে যায়। ১৯৬৮ সালের অলিম্পিকে স্বর্ণপদক জয়ী পাকিস্তান, রানার্স-আপ অস্ট্রেলিয়া এবং স্পেন, নেদারল্যান্ডস এবং জাপান 'বি' গ্রুপে ছিল । 'এ' গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, ভারত, কেনিয়া ও পশ্চিম জার্মানি।[৩]

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন   IND   KEN   FRG   FRA   ARG
  ভারত +৫ সেমি-ফাইনাল ১–০ ১–০
  কেনিয়া +৩ [ক] ০–২ ২–১[ক] ২–০
  পশ্চিম জার্মানি ১০ +৩ [ক] ৫ম-৮ম নির্ধারক ০–৩ ৪–০ ৫–১
  ফ্রান্স −৩ ০–১ ১–০
  আর্জেন্টিনা −৮ ৯ম স্থান নির্ধারক ০–১
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) প্লে-অফ ম্যাচ।[৪]
টীকা:
  1. প্লে-অফ ম্যাচের ফলাফলের ভিত্তিতে স্থান নির্ধারিত (পশ্চিম জার্মানি ১–২ কেনিয়া)

গ্রুপ বি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন   ESP   PAK   NED   AUS   JPN
  স্পেন (H) +২ সেমি-ফাইনাল ৩–২
  পাকিস্তান ১১ +৩ ৩–৩ ৫–২
  নেদারল্যান্ডস ৫ম-৮ম নির্ধারক ০–০ ১–০
  অস্ট্রেলিয়া −৩ ১–০ ১–১
  জাপান −২ ৯ম স্থান নির্ধারক ০–২ ০–১ ১–০
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) প্লে-অফ ম্যাচ।[৪]
(H) স্বাগতিক।

৯ম স্থান নির্ধারক সম্পাদনা

২৩ অক্টোবর ১৯৭১
১৫:৩০
আর্জেন্টিনা   ০–২   জাপান
রিপোর্ট চিবা (১ গোল)
ইচিনোশে (১ গোল)

৫ম-৮ম নির্ধারক পর্ব সম্পাদনা

 
ক্রসওভার৫ম স্থান নির্ধারক
 
      
 
২১ অক্টোবর ১৯৭১
 
 
  পশ্চিম জার্মানি
 
২৩ অক্টোবর ১৯৭১
 
  অস্ট্রেলিয়া
 
  পশ্চিম জার্মানি (অ.স.প.)
 
২১ অক্টোবর ১৯৭১
 
  নেদারল্যান্ডস
 
  নেদারল্যান্ডস
 
 
  ফ্রান্স
 
৭ম স্থান নির্ধারক
 
 
২৩ অক্টোবর ১৯৭১
 
 
  অস্ট্রেলিয়া
 
 
  ফ্রান্স

৭ম স্থান নির্ধারক সম্পাদনা

২৩ অক্টোবর ১৯৭১
১০:৩০
অস্ট্রেলিয়া   ০–১   ফ্রান্স
রিপোর্ট গ্রাঁ (১ গোল)

৫ম স্থান নির্ধারক সম্পাদনা

২৩ অক্টোবর ১৯৭১
১৩:০০
পশ্চিম জার্মানি   ১–০ (অ.স.প)   নেদারল্যান্ডস
মাইকেল (১ গোল) রিপোর্ট

নক-আউট পর্ব সম্পাদনা

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
২২ অক্টোবর ১৯৭১
 
 
  ভারত
 
২৪ অক্টোবর ১৯৭১
 
  পাকিস্তান
 
  পাকিস্তান
 
২২ অক্টোবর ১৯৭১
 
  স্পেন
 
  স্পেন (অ.স.প.)
 
 
  কেনিয়া
 
৩য় স্থান নির্ধারক
 
 
২৪ অক্টোবর ১৯৭১
 
 
  ভারত (অ.স.প.)
 
 
  কেনিয়া

৩য় স্থান নির্ধারক সম্পাদনা

২৪ অক্টোবর ১৯৭১
১২:৩০
ভারত   ২–১ (অ.স.প)   কেনিয়া
আর. সিং  
গণেশ   ৮৯'
রিপোর্ট সোহাল  

ফাইনাল সম্পাদনা

২৪ অক্টোবর ১৯৭১
১৫:০০
পাকিস্তান   ১–০   স্পেন
ইসলাম   ২৬' রিপোর্ট
বার্সেলোনা রয়্যাল পোলো ক্লাব

দর্শক: ১০,০০০[৫]
আম্পায়ার:
শিটেস্যাট (বেলজিয়াম)

পরিসংখ্যান সম্পাদনা

অন্তিম অবস্থান সম্পাদনা

অব.[৬] দল
    পাকিস্তান
    স্পেন
    ভারত
  কেনিয়া
  জার্মানি
  নেদারল্যান্ডস
  ফ্রান্স
  অস্ট্রেলিয়া
  জাপান
১০   আর্জেন্টিনা

সর্বোচ্চ গোলদাতা সম্পাদনা

এই প্রতিযোগিতায় ৩০টি ম্যাচে ৬৭টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.২৩টি গোল।

৮টি গোল

৪টি গোল

৩টি গোল

প্রতিযোগিতার সেরা একাদশ সম্পাদনা

প্রতিযোগিতাটি কভার করা সাংবাদিকরা ১৯৭১ সালের ২৫ অক্টোবর একটি 'ওয়ার্ল্ড ইলেভেন' নির্বাচন করে। জাপানের গোলরক্ষক সাতোকাজু ওৎসুকা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "HOCKEY WORLD CUP BARCELONA 1971"fih.chInternational Hockey Federation। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২১ 
  2. "Men Field Hockey 1st World Cup 1971 Barcelona (ESP)"todor66.comTodor66। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২১ 
  3. "Top 10 hockey teams to clash"New Nation। ১৫ অক্টোবর ১৯৭১। পৃষ্ঠা 15। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২ 
  4. এফআইএইচ
  5. "Pak beat Spain in final"The Straits Times। ২৫ অক্টোবর ১৯৭১। পৃষ্ঠা 25। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২ 
  6. এফআইএইচ
  7. "World hockey team"New Nation। ২৬ অক্টোবর ১৯৭১। পৃষ্ঠা 15। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২