১৯৫৩–৫৪ লা লিগা
(1953–54 La Liga থেকে পুনর্নির্দেশিত)
১৯৫৩–৫৪ লা লিগা হচ্ছে লা লিগার ২৩তম মৌসুম। নিজেদের ২য় শিরোপা জয়ের ২১ বছর পর রিয়াল মাদ্রিদ ৩য় বারের মতো লা লিগার শিরোপা তাদের ঘরে তোলে।
মৌসুম | ১৯৫৩–৫৪ |
---|---|
চ্যাম্পিয়ন | রিয়াল মাদ্রিদ (৩য় শিরোপা) |
অবনমন | ওসাসুনা জায়েন ওভিয়েদো রিয়াল গিহোন |
মোট খেলা | ২৪০ |
মোট গোলসংখ্যা | ৮৪৪ (ম্যাচ প্রতি ৩.৫২টি) |
শীর্ষ গোলদাতা | আলফ্রেদো দি স্তেফানো (২৭ গোল) |
সবচেয়ে বড় হোম জয় | বার্সেলোনা ৯–০ ওভিয়েদো |
সর্বোচ্চ স্কোরিং | রিয়াল সোসিয়েদাদ ৩–৬ রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ৯–০ ওভিয়েদো |
দীর্ঘতম টানা জয় | ৫ ম্যাচ রিয়াল মাদ্রিদ |
দীর্ঘতম টানা অপরাজিত | ৭ ম্যাচ বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদ |
দীর্ঘতম টানা জয়বিহীন | ১২ ম্যাচ রিয়াল গিহোন |
দীর্ঘতম টানা পরাজয় | ১০ ম্যাচ রিয়াল গিহোন |
← ১৯৫২–৫৩ ১৯৫৪–৫৫ → |
দলের অবস্থান
সম্পাদনালীগ টেবিল
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | রিয়াল মাদ্রিদ (C) | ৩০ | ১৭ | ৬ | ৭ | ৭২ | ৪১ | +৩১ | ৪০ | |
২ | বার্সেলোনা | ৩০ | ১৬ | ৪ | ১০ | ৭৪ | ৩৯ | +৩৫ | ৩৬ | |
৩ | ভালেনসিয়া | ৩০ | ১৪ | ৬ | ১০ | ৬৯ | ৫১ | +১৮ | ৩৪ | |
৪ | এস্পানিওল | ৩০ | ১৪ | ৬ | ১০ | ৫০ | ৩৬ | +১৪ | ৩৪ | |
৫ | সেভিয়া | ৩০ | ১৫ | ২ | ১৩ | ৫৭ | ৪৯ | +৮ | ৩২ | |
৬ | অ্যাথলেতিক বিলবাও | ৩০ | ১২ | ৮ | ১০ | ৫৪ | ৪৪ | +১০ | ৩২ | |
৭ | দেপর্তিভো লা করুনা | ৩০ | ১৩ | ৫ | ১২ | ৪১ | ৪৬ | −৫ | ৩১ | |
৮ | রেসিং সান্তান্দের | ৩০ | ১২ | ৭ | ১১ | ৫৩ | ৬১ | −৮ | ৩১ | |
৯ | রিয়াল সোসিয়েদাদ | ৩০ | ১১ | ৭ | ১২ | ৪৪ | ৫৮ | −১৪ | ২৯ | |
১০ | সেলতা | ৩০ | ১২ | ৫ | ১৩ | ৪৭ | ৫৪ | −৭ | ২৯ | |
১১ | আতলেতিকো মাদ্রিদ | ৩০ | ১১ | ৭ | ১২ | ৫৭ | ৪৭ | +১০ | ২৯ | |
১২ | ভায়াদোলিদ | ৩০ | ১২ | ৫ | ১৩ | ৫০ | ৬০ | −১০ | ২৯ | |
১৩ | ওসাসুনা (R) | ৩০ | ১২ | ৪ | ১৪ | ৪৬ | ৫৪ | −৮ | ২৮ | অবনমন গ্রুপের জন্য উত্তীর্ণ |
১৪ | জায়েন (R) | ৩০ | ১১ | ৬ | ১৩ | ৫৫ | ৭০ | −১৫ | ২৮ | |
১৫ | ওভিয়েদো (R) | ৩০ | ৮ | ৬ | ১৬ | ৩১ | ৫৩ | −২২ | ২২ | ১৯৫৪–৫৫ সেহুন্দা দিভিসিওনে অবনমন |
১৬ | রিয়াল গিহোন (R) | ৩০ | ৭ | ২ | ২১ | ৪৪ | ৮১ | −৩৭ | ১৬ |
উৎস: বিডিফুটবল
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড গোল পার্থক্য; ৩) গোল পার্থক্য; ৪) গোলের সংখ্যা
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড গোল পার্থক্য; ৩) গোল পার্থক্য; ৪) গোলের সংখ্যা
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
ফলাফল
সম্পাদনাঅবনমন গ্রুপ
সম্পাদনাটেবিল
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মালাগা (O, P) | ১০ | ৬ | ৩ | ১ | ২১ | ১৫ | +৬ | ১৫ | ১৯৫৪–৫৫ লা লিগায় উত্তীর্ণ |
২ | এরকুলেস (O, P) | ১০ | ৫ | ৩ | ২ | ১৬ | ১০ | +৬ | ১৩ | |
৩ | ওসাসুনা (R) | ১০ | ৪ | ৩ | ৩ | ২৩ | ২০ | +৩ | ১১ | ১৯৫৪–৫৫ সেহুন্দা দিভিসিওনে উত্তীর্ণ |
৪ | বারাকালদো | ১০ | ৩ | ৩ | ৪ | ১৮ | ২০ | −২ | ৯ | |
৫ | লেইদা | ১০ | ৩ | ২ | ৫ | ২৭ | ৩০ | −৩ | ৮ | |
৬ | জায়েন (R) | ১০ | ১ | ২ | ৭ | ১৫ | ২৫ | −১০ | ৪ |
উৎস: বিডিফুটবল
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড ফলাফল; ৩) গোল পার্থক্য; ৪) গোলের সংখ্যা।
(O) প্লে-অফ বিজয়ী; (P) উন্নীত; (R) অবনমিত।
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড ফলাফল; ৩) গোল পার্থক্য; ৪) গোলের সংখ্যা।
(O) প্লে-অফ বিজয়ী; (P) উন্নীত; (R) অবনমিত।
ফলাফল
সম্পাদনাসর্বোচ্চ গোলদাতা
সম্পাদনাঅবস্থান | খেলোয়াড় | ক্লাব | গোল |
---|---|---|---|
১ | আলফ্রেদো দি স্তেফানো | রিয়াল মাদ্রিদ | ২৭ |
২ | লাজলো কুবালা | বার্সেলোনা | ২৩ |
৩ | ফাস উইলকেস | ভালেনসিয়া | ১৮ |
৪ | আদ্রিয়ান এস্কুদেরো | আতলেতিকো মাদ্রিদ | ১৬ |
৫ | রকে ওলসেন | রিয়াল মাদ্রিদ | ১৫ |
৬ | পাহিনিয়ো | দেপর্তিভো লা করুনা | ১৪ |
হুস্তো তেহাদা | বার্সেলোনা | ||
৮ | সাবিনো আন্দোনেগি | ওসাসুনা | ১৩ |
লুইস মলোউনি | রিয়াল মাদ্রিদ | ||
লোরেনজো পেরেজ গার্সিয়া | সেভিয়া |
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (স্পেনীয়)