২০২৩ পুরুষ হকি বিশ্বকাপ

২০২৩ পুরুষ হকি বিশ্বকাপ হল আন্তর্জাতিক হকি ফেডারেশন পরিচালিত পুরুষ হকি বিশ্বকাপের পঞ্চদশ আসর যা ১৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর শহরে অনুষ্ঠিত হয়।[][]

২০২৩ এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ
୨୦୨୩ ପୁରୁଷ ହକି ବିଶ୍ୱକପ୍ (ওড়িয়া)
প্রতিযোগিতার বিস্তারিত
স্বাগতিক দেশ ভারত
শহরভুবনেশ্বররৌড়কেল্লা
তারিখ১৩–২৯ জানুয়ারি
দল১৬ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠকলিঙ্গ স্টেডিয়াম
বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম
শীর্ষ তিনটি দল
চ্যাম্পিয়ন জার্মানি[] (৩য় শিরোপা)
রানার-আপ বেলজিয়াম
তৃতীয় স্থান নেদারল্যান্ডস
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ সংখ্যা৪৪
গোল সংখ্যা২৪৯ (ম্যাচ প্রতি ৫.৬৬টি)
শীর্ষ গোলদাতাঅস্ট্রেলিয়া জেরেমি হেওয়ার্ড (৯ গোল)
সেরা খেলোয়াড়জার্মানি নিকোলাস ওয়েলেন
সেরা যুব খেলোয়াড়দক্ষিণ আফ্রিকা মুস্তাফা কাশেম
২০১৮ (পূর্ববর্তী) (পরবর্তী) ২০২৬

আয়োজক নির্ধারণ

সম্পাদনা

আন্তর্জাতিক হকি ফেডারেশন ২০১৮ সালের ডিসেম্বরে ঘোষণা করে যে বিশ্বকাপ ২০২২ এর জুলাই অথবা ২০২৩ এর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।[] পরে পাঁচটি বিড পাওয়া যায়।[] ২০১৯-এর নভেম্বরে ভারতকে আয়োজক রূপে ঘোষণা করা হয়।

১–১৭ জুলাই ২০২২-এর জন্য বিড:

  • বেলজিয়াম
  • জার্মানি (প্রত্যাহার)
  • মালয়েশিয়া
  • স্পেন (প্রত্যাহার)

১৩–২৯ জানুয়ারি ২০২৩-এর জন্য বিড:

  • ভারত
তারিখ ইভেন্ট অবস্থান কোটা দল
৮ নভেম্বর ২০১৯ আয়োজক   ভারত (৬)
৪–১৩ জুন ২০২১ ২০২১ পুরুষ ইউরোহকি নেশন্স চ্যাম্পিয়নশিপ আমস্টেলভিন, নেদারল্যান্ডস   বেলজিয়াম (২)
  ইংল্যান্ড (৫)
  জার্মানি (৪)
  নেদারল্যান্ডস (৩)
  স্পেন (৮)
২১–২৪ অক্টোবর ২০২১ ২০২১ ইউরোপ বাছাইপর্ব কার্ডিফ, ওয়েলস   ফ্রান্স (১২)
  ওয়েলস (১৫)
১৭–২৩ জানুয়ারি ২০২২ ২০২২ পুরুষ হকি আফ্রিকা কাপ অব নেশন্স আক্রা, ঘানা   দক্ষিণ আফ্রিকা (১৪)
২০–৩০ জানুয়ারি ২০২২ ২০২২ পুরুষ প্যান আমেরিকান কাপ সান্তিয়াগো, চিলি   আর্জেন্টিনা (৭)
  চিলি (২২)
২৩ মে – ১ জুন ২০২২ ২০২২ পুরুষ হকি এশিয়া কাপ জাকার্তা, ইন্দোনেশিয়া   জাপান (১৬)
  মালয়েশিয়া (১১)
  দক্ষিণ কোরিয়া (১০)
বাতিল[] ২০২২ পুরুষ ওশিয়ানিয়া কাপ নিউজিল্যান্ড   অস্ট্রেলিয়া (১)
  নিউজিল্যান্ড (৯)
মোট ১৬
  1. কোভিড-১৯ মহামারীর জন্য ওশিয়ানিয়া কাপ বাতিল ঘোষিত হয়। এফআইএইচ পুরুষ বিশ্ব র‌্যাঙ্কিং অনুযায়ী স্থান পূর্ণ করা হয়েছিল।[]

৮ সেপ্টেম্বর ২০২২-এ ড্র অনুষ্ঠিত হয়েছিল।[][]

পাত্র ১ পাত্র ২ পাত্র ৩ পাত্র ৪

দলীয় সদস্য

সম্পাদনা

১৬টি দলকে ১৮ জন খেলোয়াড়ের নাম জমা করার নির্দেশ দেওয়া হয় যাদের মধ্যে ২ জনকে স্ট্যান্ডবাই হিসেবে ব্যবহার করা যাবে।[]

ভুবনেশ্বর রৌড়কেল্লা
কলিঙ্গ স্টেডিয়াম বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম
ধারণক্ষমতা: ১৮,০০০ ধারণক্ষমতা: ২০,০০০
 

আম্পায়ার

সম্পাদনা

২৯ নভেম্বর ২০২১-এ, বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক হকি ফেডারেশন আম্পায়ারদের নাম ঘোষণা করে।[১০][১১] বিশ্বকাপ শুরু পূর্বে অন্তিম তালিকা প্রকাশ করা হয়।[১২]

  • রবি অনবনন্তন (মালয়েশিয়া)
  • ড্যান বারস্টাও (ইংল্যান্ড)
  • ব্রুস বেল (ইংল্যান্ড)
  • ফেডেরিকো গার্সিয়া (উরুগুয়ে)
  • বেন গন্টজেন (জার্মানি)
  • গ্যারেথ গ্রিনফিল্ড (নিউজিল্যান্ড)
  • মার্চিন গ্রোচাল (পোল্যান্ড)
  • লিম হং ঝেন (সিঙ্গাপুর)
  • মার্টিন ম্যাডেন (স্কটল্যান্ড)
  • ইয়াকুব মেজলিক (চেক প্রজাতন্ত্র)
  • জার্মা মন্তেস দে ওকা (আর্জেন্টিনা)
  • রঘু প্রসাদ (ভারত)
  • সিন রাপাপোর্ট (দক্ষিণ আফ্রিকা)
  • স্টিভ রজার্স (অস্ট্রেলিয়া)
  • জাভেদ শেখ (ভারত)
  • ডেভিড টমলিনসন (নিউজিল্যান্ড)
  • কন ভন বাঞ্জ (নেদারল্যান্ডস)
  • জোনাস ভন্ট হেক (নেদারল্যান্ডস)

প্রথম পর্ব (গ্রুপ)

সম্পাদনা

গ্রুপ পর্বের সূচি ৮ সেপ্টেম্বর ২০২২-এ প্রকাশিত হয়েছিল।[১৩]

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  অস্ট্রেলিয়া ২০ +১৫ কোয়ার্টার-ফাইনাল
  আর্জেন্টিনা +১ ক্রসওভার
  ফ্রান্স ১৪ −৭
  দক্ষিণ আফ্রিকা ১২ −৯
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়যুক্ত ম্যাচের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) মোট গোলসংখ্যা; ৫) হেড-টু-হেড ফলাফল; ৬) ফিল্ড গোল সংখ্যা
১৩ জানুয়ারি ২০২৩
১৩:০০
আর্জেন্টিনা   ১–০   দক্ষিণ আফ্রিকা
ক্যাসেলা   ৪৩' প্রতিবেদন
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
কন ভন বাঞ্জ (নেদারল্যান্ডস)
ড্যান বারস্টাও (ইংল্যান্ড)
১৩ জানুয়ারি ২০২৩
১৫:০০
অস্ট্রেলিয়া   ৮–০   ফ্রান্স
ক্রেইগ   ৯'৩২'৪৫'
ওজিলভাই   ২৭'
হেওয়ার্ড   ২৭'২৯'৩৯'
উইকহ্যাম   ৫৪'
প্রতিবেদন
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
মার্টিন ম্যাডেন (স্কটল্যান্ড)
ডেভিড টমলিনসন (নিউজিল্যান্ড)

১৬ জানুয়ারি ২০২৪
১৭:০০
ফ্রান্স   ২–১   দক্ষিণ আফ্রিকা
শার্লেট   ৮'৫৭' প্রতিবেদন বিউচ্যাম্প   ১৫'
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
কন ভন বাঞ্জ (নেদারল্যান্ডস)
রবি অনবনন্তন (মালয়েশিয়া)
১৬ জানুয়ারি ২০২৩
১৯:০০
আর্জেন্টিনা   ৩–৩   অস্ট্রেলিয়া
ডোমিন   ১৯'
ক্যাসেলা   ৩৩'
ফেরেরো   ৪৯'
প্রতিবেদন হেওয়ার্ড   ১০'
বিল   ৩০'
গোভার্স   ৫৮'
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
মার্টিন ম্যাডেন (স্কটল্যান্ড)
ড্যান বারস্টাও (ইংল্যান্ড)

২০ জানুয়ারি ২০২৩
১৩:০০
অস্ট্রেলিয়া   ৯–২   দক্ষিণ আফ্রিকা
গোভার্স   ৪'১৫'১৯'২০'
ক্রেইগ   ১০'
হার্ভি   ২২'
এফ্রাউমস   ২৮'
হেওয়ার্ড   ৩২'
ব্র্যান্ড   ৪৭'
প্রতিবেদন এনটুলি   ৮'
কোক   ৫৮'
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
বেন গন্টজেন (জার্মানি)
ডেভিড টমলিনসন (নিউজিল্যান্ড)
২০ জানুয়ারি ২০২৩
১৫:০০
ফ্রান্স   ৫–৫   আর্জেন্টিনা
টাইনেভেজ   ১১'
শার্লেট   ৩৬'৩৮'৪৯'৬০'
প্রতিবেদন কিনান   ৩'
ডেলা টোরে   ৩৪'৪২'৬০'
ফেরেরো   ৫১'
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
স্টিভ রজার্স (অস্ট্রেলিয়া)
সিন রাপাপোর্ট (দক্ষিণ আফ্রিকা)

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  বেলজিয়াম ১৪ +১১ কোয়ার্টার-ফাইনাল
  জার্মানি ১২ +৮ ক্রসওভার
  দক্ষিণ কোরিয়া ১৩ −৯
  জাপান ১২ −১০
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়যুক্ত ম্যাচের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) মোট গোলসংখ্যা; ৫) হেড-টু-হেড ফলাফল; ৬) ফিল্ড গোল সংখ্যা
১৪ জানুয়ারি ২০২৩
১৭:০০
বেলজিয়াম   ৫–০   দক্ষিণ কোরিয়া
হেনড্রিক্স   ৩১'
কসিন্স   ৪৩'
ভন আউবেল   ৫০'
ডকিয়ার   ৫২'
ডি স্লুভার   ৫৮'
প্রতিবেদন
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
জোনাস ভন হেক (নেদারল্যান্ডস)
জাভেদ শেখ (ভারত)
১৪ জানুয়ারি ২০২৩
১৯:০০
জার্মানি   ৩–০   জাপান
গ্রামবুশখ   ৩৬'
রুড়   ৪১'
প্রিঞ্জ   ৪৯'
প্রতিবেদন
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
রঘু প্রসাদ (ভারত)
গ্যারেথ গ্রিনফিল্ড (নিউজিল্যান্ড)

১৭ জানুয়ারি ২০২৩
১৭:০০
দক্ষিণ কোরিয়া   ২–১   জাপান
লি জিং   ৯'২৪' প্রতিবেদন নাগাইওশি   ২'
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
জোনাস ভন হেক (নেদারল্যান্ডস)
রঘু প্রসাদ (ভারত)
১৭ জানুয়ারি ২০২৩
১৯:০০
জার্মানি   ২–২   বেলজিয়াম
ওয়েলেন   ২৩'
গ্রামবুশখ   ৫৩'
প্রতিবেদন চার্লিয়ার   ১০'
ওয়েগনেজ   ৫৫'
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
ডেভিড টমলিনসন (নিউজিল্যান্ড)
গ্যারেথ গ্রিনফিল্ড (নিউজিল্যান্ড)

২০ জানুয়ারি ২০২৩
১৭:০০
বেলজিয়াম   ৭–১   জাপান
চার্লিয়ার   ১৮'
বুন   ২২'২৭'২৮'৫১'৫৬'
ডকিয়ার   ৫২'
প্রতিবেদন ফুকুদা   ৪৬'
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
জাভেদ শেখ (ভারত)
ফেডেরিকো গার্সিয়া (উরুগুয়ে)
২০ জানুয়ারি ২০২৩
১৯:০০
দক্ষিণ কোরিয়া   ২–৭   জার্মানি
জ্যাং   ১৫'৬০' প্রতিবেদন ওয়েলেন   ২'১৭'৪১'
পেইল্যাট   ৪৩'
ওয়েগ্যান্ড   ৫১'
গ্রামবুশখ   ৫৩'
লুডউইগ   ৫৩'
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
লিম হং ঝেঙ (সিঙ্গাপুর)
ইয়াকুব মেজলিক (চেক প্রজাতন্ত্র)

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  নেদারল্যান্ডস ২২ +২২ কোয়ার্টার-ফাইনাল
  মালয়েশিয়া −২ ক্রসওভার
  নিউজিল্যান্ড −৩
  চিলি ২০ −১৭
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়যুক্ত ম্যাচের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) মোট গোলসংখ্যা; ৫) হেড-টু-হেড ফলাফল; ৬) ফিল্ড গোল সংখ্যা
১৪ জানুয়ারি ২০২৩
১৩:০০
নিউজিল্যান্ড   ৩–১   চিলি
লেন   ১০'
হিহা   ১২'১৯'
প্রতিবেদন কনতার্দো   ৫০'
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
ব্রুস বেল (ইংল্যান্ড)
ফেডেরিকো গার্সিয়া (উরুগুয়ে)
১৪ জানুয়ারি ২০২৩
১৫:০০
নেদারল্যান্ডস   ৪–০   মালয়েশিয়া
ভন ড্যাম   ২০'
ইয়ানসেন   ২৪'
বেইন্স   ৪৭'
ক্রুন   ৬০'
প্রতিবেদন
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
সিন রাপাপোর্ট (দক্ষিণ আফ্রিকা)
ইয়াকুব মেজলিক (চেক প্রজাতন্ত্র)

১৬ জানুয়ারি ২০২৩
১৩:০০
মালয়েশিয়া   ৩–২   চিলি
রাজি   ২৬'
আসরান   ৪১'
নূরশফিক   ৪২'
প্রতিবেদন আমোরোসো   ২০'
রদ্রিগেজ   ২৯'
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
বেন গন্টজেন (জার্মানি)
জার্মান মন্তেস দে ওকা (আর্জেন্টিনা)
১৬ জানুয়ারি ২০২৩
১৫:০০
নিউজিল্যান্ড   ০–৪   নেদারল্যান্ডস
প্রতিবেদন ব্রিঙ্কম্যান   ৩'১৩'
বিজেন   ২০'
হুডমেকার্স   ৫৫'
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
লিম হং-ঝেঙ (সিঙ্গাপুর)
ফেডেরিকো গার্সিয়া (উরুগুয়ে)

১৯ জানুয়ারি ২০২৩
১৩:০০
মালয়েশিয়া   ৩–২   নিউজিল্যান্ড
ফয়সাল   ৯'৫৭'
রাজি   ৪৩'
প্রতিবেদন ফিলিপস   ৫২'
লেন   ৫৩'
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
মার্টিন ম্যাডেন (স্কটল্যান্ড)
ব্রুস বেল (ইংল্যান্ড)
১৯ জানুয়ারি ২০২৩
১৫:০০
নেদারল্যান্ডস   ১৪–০   চিলি
ইয়ানসেন   ৭'৩০'৩৫'৪৫'
ডি ভিল্ডার   ২৩'
ভন ড্যাম   ২৪'
ব্রিঙ্কম্যান   ২৬'৩৪'৫৯'
পিটার্স   ৩৮'
বিজেন  ৪১'৪৬'
ব্লক  ৪৩'
বেইন্স   ৪৯'
প্রতিবেদন
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
ড্যান বারস্টাও (ইংল্যান্ড)
রবি অনবনন্তন (মালয়েশিয়া)

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ইংল্যান্ড +৯ কোয়ার্টার-ফাইনাল
  ভারত (H) +৪ ক্রসওভার
  স্পেন −২
  ওয়েলস ১৪ −১১
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়যুক্ত ম্যাচের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) মোট গোলসংখ্যা; ৫) হেড-টু-হেড ফলাফল; ৬) ফিল্ড গোল সংখ্যা
(H) স্বাগতিক।
১৩ জানুয়ারি ২০২৩
১৭:০০
ইংল্যান্ড   ৫–০   ওয়েলস
পার্ক   ১'
অ্যানসেল   ২}'৩৮'
রপার   ৪২'
ব্যান্দুরাক   ৫৮'
প্রতিবেদন
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
জার্মান মন্তেস দে ওকা (আর্জেন্টিনা)
লিম হং-ঝেঙ (সিঙ্গাপুর)
১৩ জানুয়ারি ২০২৩
১৯:০০
ভারত   ২–০   স্পেন
অমিত   ১৩'
হার্দিক   ২৬'
প্রতিবেদন
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
স্টিভ রজার্স (অস্ট্রেলিয়া)
ইয়াকুব মেজলিক (চেক প্রজাতন্ত্র)

১৫ জানুয়ারি ২০২৩
১৭:০০
স্পেন   ৫–১   ওয়েলস
রেইন   ১৭'
ইগলেসিয়াস   ২৩'
মিরালেস   ৩৩'৫৭'
প্রতিবেদন কারসন   ৫৩'
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
বেন গন্টজেন (জার্মানি)
সিন রাপাপোর্ট (দক্ষিণ আফ্রিকা)
১৫ জানুয়ারি ২০২৩
১৯:০০
ইংল্যান্ড   ০–০   ভারত
প্রতিবেদন
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
মার্সিন গ্রোচাল (পোল্যান্ড)
স্টিভ রজার্স (অস্ট্রেলিয়া)

১৯ জানুয়ারি ২০২৩
১৭:০০
স্পেন   ০–৪   ইংল্যান্ড
প্রতিবেদন রপার   ১১'
কনডন   ২২'
ব্যান্দুরাক   ৫১'
অ্যানসেল   ৫২'
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
মার্সিন গ্রোচাল (পোল্যান্ড)
কন ভন বাঞ্জ (নেদারল্যান্ডস)
১৯ জানুয়ারি ২০২৩
১৯:০০
ভারত   ৪–২   ওয়েলস
শামসের   ২২'
আকাশদীপ   ৩৩'৪৬'
হরমনপ্রীত   ৬০'
প্রতিবেদন ফার্লং   ৪৩'
ড্র্যাপার   ৪৫'
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
জোনাস ভন হেক (নেদারল্যান্ডস)
গ্যারেথ গ্রিনফিল্ড (নিউজিল্যান্ড)

শ্রেণিবিভাগ

সম্পাদনা

৯ম–১৬শ স্থান শ্রেণিবিভাগ

সম্পাদনা
২৬ জানুয়ারি ২০২৩
১১:৩০
দক্ষিণ আফ্রিকা   ৬–৩   মালয়েশিয়া
শেরউড   ৯'৫৭'
মর্গান   ১৭'
এনটুলি   ২৬'
হর্ন   ৪৩'
কাশেম   ৪৪'
প্রতিবেদন রাজি   ৩৫'৪৫'
ফিরহান   ৫৭'
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
জার্মান মন্তেস দে ওকা (আর্জেন্টিনা)
ব্রুস বেল (ইংল্যান্ড)

২৬ জানুয়ারি ২০২৩
১৪:০০
ওয়েলস   ২–২   ফ্রান্স
হকার   ১০'
ফার্লং   ২৩'
প্রতিবেদন সেলিয়ার   ১৫'২১'
পেনাল্টি
প্রসার  
শিপারলে  
প্রিচার্ড  
ফ্রান্সিস  
২–১  লকউড
  জুঁ
  তাইনেভেজ
  ক্লেমঁ
  বমগার্ট
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
ডেভিড টমলিনসন (নিউজিল্যান্ড)
সিন রাপাপোর্ট (দক্ষিণ আফ্রিকা)

২৬ জানুয়ারি ২০২৩
১৬:৩০
চিলি   ০–৮   আর্জেন্টিনা
প্রতিবেদন ডেলা টোরে   ৯'
ক্যাসেলা   ১৭'৩৪'
তোস্কানি   ১৯'
কাপুরো   ২৩'
কিনান   ২৫'
ফেরেরো   ৫১'
দমিন   ৫৬'
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
জাভেদ শেখ (ভারত)
রবি অনবনন্তন (মালয়েশিয়া)

২৬ জানুয়ারি ২০২৩
১৯:০০
জাপান   ০–৮   ভারত
প্রতিবেদন মনদীপ   ৩৩'
অভিষেক   ৩৬'৪৪'
বিবেক   ৪০'
হরমনপ্রীত   ৪৬'৫৯'
মনপ্রীত   ৫৯'
সুখজিৎ   ৬০'
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
লিম হং ঝেঙ (সিঙ্গাপুর)
ফেডেরিকো গার্সিয়া (উরুগুয়ে)

১৩শ–১৬শ স্থান শ্রেণিবিভাগ

সম্পাদনা
২৮ জানুয়ারি ২০২৩
১১:৩০
মালয়েশিয়া   ৩–২   জাপান
শেলো   ৮'৩২'
শাহমি   ৩৪'
প্রতিবেদন কে তানাকা   ২৪'
এস তানাকা   ৩২'
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
জার্মান মন্তেসদে ওকা (আর্জেন্টিনা)
ডেভিড টমলিনসন (নিউজিল্যান্ড)

২৮ জানুয়ারি ২০২৩
১৪:০০
চিলি   ২–৪   ফ্রান্স
বেকেরা   ২১'
পিজারো   ৫৪'
প্রতিবেদন কার্টি   ১৪'
শার্লেট   ১৮'১৮'
জেভিয়ার   ৪৩'
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
ফেডেরিকো গার্সিয়া (উরুগুয়ে)
রবি অনবনন্তন (মালয়েশিয়া)

৯ম–১২শ স্থান শ্রেণিবিভাগ

সম্পাদনা
২৮ জানুয়ারি ২০২৩
১৬:৩০
আর্জেন্টিনা   ৬–০   ওয়েলস
তোস্কানি   ১৬'
ফেরেরো   ২৯'৪৯'
বুগালো   ৩১'
তারাজোনা   ৩৭'
ক্যাসেলা   ৪৮'
প্রতিবেদন
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
লিম হং ঝেঙ (সিঙ্গাপুর)
সিন রাপাপোর্ট (দক্ষিণ আফ্রিকা)

২৮ জানুয়ারি ২০২৩
১৯:০০
দক্ষিণ আফ্রিকা   ২–৫   ভারত
মভিম্বি   ৪৯'
কাশেম   ৬০'
প্রতিবেদন অভিষেক   ৫'
হরমনপ্রীত   12'
শামসের   56'
আকাশদীপ   ৪৯'
সুখজিৎ   ৫৯'
বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, রৌড়কেল্লা
আম্পায়ার:
জোনাস ভন হেক (নেদারল্যান্ডস)
ব্রুস বেল (ইংল্যান্ড)

দ্বিতীয় পর্ব (নক-আউট)

সম্পাদনা

বন্ধনী

সম্পাদনা
 
ক্রসওভারকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
 
 
 
২৪ জানুয়ারি
 
 
  অস্ট্রেলিয়া
 
২২ জানুয়ারি
 
  স্পেন
 
  মালয়েশিয়া২ (৩)
 
২৭ জানুয়ারি
 
  স্পেন (পে.)২ (৪)
 
  অস্ট্রেলিয়া
 
 
  জার্মানি
 
 
২৫ জানুয়ারি
 
 
  ইংল্যান্ড২ (৩)
 
২৩ জানুয়ারি
 
  জার্মানি (পে.)২ (৪)
 
  জার্মানি
 
২৯ জানুয়ারি
 
  ফ্রান্স
 
  জার্মানি (পে.)৩ (৫)
 
 
  বেলজিয়াম৩ (৪)
 
 
২৪ জানুয়ারি
 
 
  বেলজিয়াম
 
২২ জানুয়ারি
 
  নিউজিল্যান্ড
 
  ভারত৩ (৪)
 
২৭ জানুয়ারি
 
  নিউজিল্যান্ড (পে.)৩ (৫)
 
  বেলজিয়াম (পে.)২ (৩)
 
 
  নেদারল্যান্ডস২ (২) তৃতীয় স্থান
 
 
২৫ জানুয়ারি২৯ জানুয়ারি
 
 
  নেদারল্যান্ডস  অস্ট্রেলিয়া
 
২৩ জানুয়ারি
 
  দক্ষিণ কোরিয়া  নেদারল্যান্ডস
 
  আর্জেন্টিনা৫ (২)
 
 
  দক্ষিণ কোরিয়া (পে.)৫ (৩)
 

ক্রসওভার

সম্পাদনা
২২ জানুয়ারি ২০২৩
১৬:৩০
মালয়েশিয়া   ২–২   স্পেন
সারি   ৩৫'
শেলো   ৪৯'
প্রতিবেদন মিরালেস   ৪১'
গিসপার্ট   ৪২'
পেনাল্টি
ফিরহান  
সারি  
মারহান  
শাহমি  
শেলো  
ফিরহান  
৩–৪   ইগলেসিয়াস
  মিরালেস
  বোনাস্ত্রে
  রেকাসেন্স
  রেইন
  মিরালেস
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
মার্সিন গ্রোচাল (পোল্যান্ড)
বেন গন্টজেন (জার্মানি)

২২ জানুয়ারি ২০২৩
১৯:০০
ভারত   ৩–৩   নিউজিল্যান্ড
ললিত   ১৮'
সুখজিৎ   25'
বরুণ   ৪১'
প্রতিবেদন লেন   ২৯'
রাসেল   ৪৪'
ফিন্ডলে   ৫০'
পেনাল্টি
হরমনপ্রীত  
রাজ  
অভিষেক  
শামসের  
সুখজিৎ  
হরমনপ্রীত  
রাজ  
সুখজিৎ  
শামসের  
৪–৫   উডস
  ফিন্ডলে
  ফিলিপস
  লেন
  হিহা
  উডস
  ফিন্ডলে
  ফিলিপস
  লেন
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
জার্মান মন্তেস দে ওকা (আর্জেন্টিনা)
সিন রাপাপোর্ট (দক্ষিণ আফ্রিকা)

২৩ জানুয়ারি ২০২৩
১৬:৩০
জার্মানি   ৫–১   ফ্রান্স
মিল্টকাউ   ১৫'
ওয়েলেন   ১৯'
এম গ্রামবুশখ  ২৪'
ট্রমপার্ৎজ   ২৫'
পেইল্যাট   60'
প্রতিবেদন গয়ে   ৫৮'
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
ড্যান বারস্টাও (ইংল্যান্ড)
কন ভন বাঞ্জ (নেদারল্যান্ডস)

২৩ জানুয়ারি ২০২৩
১৯:০০
আর্জেন্টিনা   ৫–৫   দক্ষিণ কোরিয়া
ক্যাসেলা   ৮'
কিনান   ২১'৪৭'
ডেলা টোরে   ২৪'৪১'
প্রতিবেদন কিম সুং-হিউন   ১৮'
জেয়ং জুন-উ   ২০'
জাং জং হিউং   ৪১'৫০'
লি নাম-ইয়ং   ৫৬'
পেনাল্টি
ডোমিন  
তোস্কানি  
কিনান  
ক্যাসেলা  
ফেরেরো  
২–৩   লি জুং-জুন
  হোয়াং তায়ে-ইল
  চেয়ন জি-উ
  জুং মান-জে
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
জোনাস ভন হেক (নেদারল্যান্ডস)
রঘু প্রসাদ (ভারত)

কোয়ার্টার-ফাইনাল

সম্পাদনা
২৪ জানুয়ারি ২০২৩
১৬:৩০
অস্ট্রেলিয়া   ৪–৩   স্পেন
ওজিলভাই   ৩০'
জালেউস্কি   ৩২'
হেওয়ার্ড   ৩৩'৩৭'
প্রতিবেদন গিসপার্ট   ২০'
রেকাসেন্স   ২৪'
মিরালেস   ৪১'
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
মার্টিন ম্যাডেন (স্কটল্যান্ড)
কন ভন বাঞ্জ (নেদারল্যান্ডস)

২৪ জানুয়ারি ২০২৩
১৯:০০
বেলজিয়াম   ২–০   নিউজিল্যান্ড
বুন   ১১'
ভন আউবেল   ১৬'
প্রতিবেদন
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
ড্যান বারস্টাও (ইংল্যান্ড)
রঘু প্রসাদ (ভারত)

২৫ জানুয়ারি ২০২৩
১৬:৩০
ইংল্যান্ড   ২–২   জার্মানি
ওয়েলেস   ১২'
অ্যানসেল   ৩৩'
প্রতিবেদন এম গ্রামবুশখ   ৫৮'
টি গ্রামবুশখ   ৫৯'
পেনাল্টি
অ্যালবেরি  
ওয়েলেস  
গুডফিল্ড  
রপার  
অ্যানসেল  
৩–৪   ওয়েলেন
  মুলার
  প্রিঞ্জ
  রুড়
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
স্টিভ রজার্স (অস্ট্রেলিয়া)
ইয়াকুব মেজলিক (চেক প্রজাতন্ত্র)

২৫ জানুয়ারি ২০২৩
১৯:০০
নেদারল্যান্ডস   ৫–১   দক্ষিণ কোরিয়া
বিজেন   ২৭'৩১'
ব্লক   ৩৬'
ভন হেজনিঞ্জেন   ৫০'
বেইন্স   ৫৮'
প্রতিবেদন সিউ ইন-উ   ৫১'
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
বেন গন্টজেন (জার্মানি)
গ্যারেথ গ্রিনফিল্ড (নিউজিল্যান্ড)

সেমি-ফাইনাল

সম্পাদনা
২৭ জানুয়ারি ২০২৩
১৬:৩০
অস্ট্রেলিয়া   ৩–৪   জার্মানি
হেওয়ার্ড   ১২'
ইফ্র্যামাস   ২৭'
গোভার্স   ৫৮'
প্রতিবেদন পেইল্যাট   ৪৩'৫২'৫৯'
ওয়েলেন   ৬০'
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
মার্সিন গ্রোচাল (পোল্যান্ড)
কন ভন বাঞ্জ (নেদারল্যান্ডস)

২৭ জানুয়ারি ২০২৩
১৯:০০
বেলজিয়াম   ২–২   নেদারল্যান্ডস
বুন   ২৭'
ডি কার্পেল   ৪৫'
প্রতিবেদন ইয়ানসেন   ১২'৩৬'
পেনাল্টি
ভন আউবেল  
ডি স্লুভার  
ওয়েগনেজ  
কসিন্স  
৩–২   ভন ড্যাম
  ক্রুন
  ডি গিউস
  পিটার্স
  ভন অ্যাস
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
ইয়াকুব মেজলিক (চেক প্রজাতন্ত্র)
স্টিভ রজার্স (অস্ট্রেলিয়া)

তৃতীয় স্থান নির্ধারক

সম্পাদনা
২৯ জানুয়ারি ২০২৩
১৬:৩০
অস্ট্রেলিয়া   ১–৩   নেদারল্যান্ডস
হেওয়ার্ড   ১৩' প্রতিবেদন ইয়ানসেন   ৩৩'
ব্রিঙ্কম্যান   ৩৫'৪০'
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
ড্যান বারস্টাও (ইংল্যান্ড)
মার্টিন ম্যাডেন (স্কটল্যান্ড)

ফাইনাল

সম্পাদনা
২৯ জানুয়ারি ২০২৩
১৯:০০
জার্মানি   ৩–৩   বেলজিয়াম
ওয়েলেন   ২৯'
পেইল্যাট   ৪১'
এম গ্রামবুশখ   ৪৮'
প্রতিবেদন ভন আউবেল   ১০'
কসিন্স   ১১'
বুন   ৫৯'
পেনাল্টি
ওয়েলেন  
মুলার  
মিলৎকাউ  
প্রিঞ্জ  
এম গ্রামবুশখ  
ওয়েলেন  
প্রিঞ্জ  
৫–৪   ভন আউবেল
  ডি স্লুভার
  ওয়েগনেজ
  কসিন্স
  কিনা
  ভন আউবেল
  কসিন্স
কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
আম্পায়ার:
ইয়াকুব মেজলিক (চেক প্রজাতন্ত্র)
স্টিভ রজার্স (অস্ট্রেলিয়া)
 
চ্যাম্পিয়ন জার্মানি দল

অন্তিম অবস্থান

সম্পাদনা
অব.[১৫] দল
    জার্মানি
    বেলজিয়াম
    নেদারল্যান্ডস
  অস্ট্রেলিয়া
  ইংল্যান্ড
  স্পেন
  নিউজিল্যান্ড
  দক্ষিণ কোরিয়া
  আর্জেন্টিনা
  ভারত
১১   দক্ষিণ আফ্রিকা
  ওয়েলস
১৩   ফ্রান্স
  মালয়েশিয়া
১৫   চিলি
  জাপান

পুরস্কার

সম্পাদনা

প্রতিযোগিতার শেষে নিম্নলিখিত পুরস্কার প্রদান করা হয়েছিল:

পুরস্কার প্রাপক
সেরা খেলোয়াড়   নিকোলাস ওয়েলেন
সর্বোচ্চ গোলদাতা   জেরেমি হেওয়ার্ড
সেরা গোলরক্ষক   ভিনসেন্ট ভানাস্ক
সেরা যুব খেলোয়াড়   মুস্তাফা কাশেম
ফেয়ার প্লে পুরস্কার   বেলজিয়াম

পরিসংখ্যান

সম্পাদনা

সর্বাধিক গোলদান

সম্পাদনা
অব. খেলোয়াড় দল গোল
জেরেমি হেওয়ার্ড   অস্ট্রেলিয়া
টম বুন
ভিক্টর শার্লেট
জিপ ইয়ানসেন
  বেলজিয়াম
  ফ্রান্স
  নেদারল্যান্ডস
নিকোলাস ওয়েলেন
থিয়েরি ব্রিঙ্কম্যান
  জার্মানি
  নেদারল্যান্ডস
মাইকো ক্যাসেলা
নিকোলাস ডেলা টোরে
ব্লেক গোভার্স
গঞ্জালো পেইল্যাট
  আর্জেন্টিনা
  আর্জেন্টিনা
  অস্ট্রেলিয়া
  জার্মানি
মার্টিন ফেরেরো
ম্যাটস গ্রামবুশখ
কন বিজেন
  অস্ট্রেলিয়া
  জার্মানি
  নেদারল্যান্ডস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Germany crowned World Champions at the FIH Odisha Hockey Men's World Cup 2023"International Hockey Federation। ২৯ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৩ 
  2. "India's largest hockey stadium planned in Rourkela, to co-host 2023 FIH World Cup"www.olympicchannel.com। ২২ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২০ 
  3. "2022 FIH Hockey Women's World Cup in Spain and the Netherlands, 2023 FIH Hockey Men's World Cup in India"fih.ch। Lausanne: International Hockey Federation। ৮ নভেম্বর ২০১৯। ৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯ 
  4. "Two time windows set for 2022 FIH World Cups"fih.ch। International Hockey Federation। ২০ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৯ 
  5. "India presents bid to host men's Hockey World Cup in 2023"The Times of India। ১৭ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  6. "Asia Cup provides ticket to Bhubaneswar-Rourkela"fih.hockey। ২৬ মে ২০২২। ২২ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২ 
  7. "FIH Odisha Hockey Men's World Cup 2023 Bhubaneswar – Rourkela: draw scheduled on 8 September"fih.hockeyInternational Hockey Federation। ২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২২ 
  8. "FIH Odisha Hockey Men's World Cup 2023 Bhubaneswar – Rourkela: Pools revealed!"fih.hockeyInternational Hockey Federation। ৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২ 
  9. "2022 FIH Hockey Men's World Cup Tournament Regulations" (পিডিএফ)। ৫ ডিসেম্বর ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২২ 
  10. "Officials confirmed for 2022 and 2023 FIH Women's and Men's World Cups"FIH। ২৯ নভেম্বর ২০২১। ২৯ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১ 
  11. "Officials List" (পিডিএফ)FIH। ২৯ নভেম্বর ২০২১। ২৯ নভেম্বর ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১ 
  12. "Officials List"। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩ 
  13. "FIH Odisha Hockey Men's World Cup 2023 Bhubaneswar - Rourkela: Pools revealed!"International Hockey Federation। ৮ সেপ্টেম্বর ২০২২। ১২ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২ 
  14. "FIH Odisha Hockey Men's World Cup 2023 Bhubaneswar-Rourkela: Argentina-South Africa to open the show!"International Hockey Federation। ৩০ সেপ্টেম্বর ২০২২। ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২ 
  15. "Tournament Summary"। tms.fih.ch। ২৭ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা