২০২৩ অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল ২০২৩ সালের জুন ও জুলাই মাসে অ্যাশেজ সিরিজের অংশ হিসেবে একটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড সফর করে।[১][২] ওডিআই সিরিজটি ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[৩] সিরিজে তিন ফরম্যাট মিলিয়ে জয়ী দল নির্ধারণের জন্য একটি পয়েন্ট পদ্ধতি ব্যবহার করা হয়।[৪] সিরিজের টেস্ট ম্যাচটি ছিল নারীদের ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় পাঁচ দিনের টেস্ট ম্যাচ।[৫]

২০২৩ অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
 
  ইংল্যান্ড অস্ট্রেলিয়া
তারিখ ২২ ‍জুন ২০২৩ – ১৮ জুলাই ২০২৩
অধিনায়ক হেদার নাইট অ্যালিসা হিলি
সিরিজ সেরা খেলোয়াড় নাতালি সিভার (ইংল্যান্ড)
অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া)
টেস্ট সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ট্যামসিন বউমন্ট (২৩০) অ্যানাবেল সাদারল্যান্ড (১৫২)
সর্বাধিক উইকেট সোফি একলস্টোন (১০) অ্যাশলি গার্ডনার (১২)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নাতালি সিভার (২৭১) এলিস পেরি (১৮৫)
সর্বাধিক উইকেট লরেন বেল (৭) অ্যাশলি গার্ডনার (৯)
সিরিজ সেরা খেলোয়াড় নাতালি সিভার (ইংল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ড্যানিয়েল ওয়ায়াট (১০৯) বেথ মুনি (১১৫)
সর্বাধিক উইকেট সোফি একলস্টোন (৫) জেস জোনাসেন (৪)
মেগান শুট (৪)
সিরিজ সেরা খেলোয়াড় ড্যানিয়েল ওয়ায়াট (ইংল্যান্ড)
অ্যাশেজ সিরিজের পয়েন্ট
ইংল্যান্ড ৮, অস্ট্রেলিয়া ৮

টেস্ট ম্যাচটিতে অস্ট্রেলিয়া জয়লাভ করে।[৬] টি২০আই সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।[৭] ওডিআই সিরিজেও ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়লাভ করে,[৮] কিন্তু সিরিজ শেষে উভয় দল সমানসংখ্যক পয়েন্ট লাভ করায় পূর্ববর্তী অ্যাশেজ সিরিজে বিজয়ী অস্ট্রেলিয়া অ্যাশেজ ধরে রাখতে সক্ষম হয়।[৯]

দলীয় সদস্য সম্পাদনা

  ইংল্যান্ড   অস্ট্রেলিয়া
টেস্ট[১০] ওডিআই[১১] টি২০আই[১২] টেস্ট, ওডিআই ও টি২০আই[১৩]

সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে যান দলের নিয়মিত অধিনায়ক মেগ ল্যানিং[১৪] এর ফলে সিরিজের জন্য অ্যালিসা হিলিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক ও তালিয়া ম্যাকগ্রাকে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়।[১৫] টেস্ট ম্যাচের আগে ইংল্যান্ডের টেস্ট দল থেকে অ্যালিস ক্যাপসি ও অ্যালিস ডেভিডসন-রিচার্ডসকে অব্যাহতি দেয়া হয়।[১৬]

প্রস্তুতিমূলক ম্যাচ সম্পাদনা

১৫–১৭ জুন ২০২৩
স্কোরকার্ড
  ইংল্যান্ড এ
২৮৪ (৬১.৩ ওভার)
বেথ মুনি ১০৭ (১৩৩)
শার্লট ডিন ৩/৪৯ (১১ ওভার)
৫৬২ (১১৫.১ ওভার)
লরেন উইনফিল্ড ১০৬ (১৪৮)
কিম গার্থ ৪/৬৯ (১৯ ওভার)
৩৭১/৭ (৭৬ ওভার)
অ্যানাবেল সাদারল্যান্ড ১১৬ (১৩৮)
কার্স্টি গর্ডন ৫/৪৯ (১৫ ওভার)
খেলা ড্র
গ্রেস রোড, লেস্টার
আম্পায়ার: অ্যানা হ্যারিস (ইংল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫–১৭ জুন ২০২৩
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া এ  
২২১ (৬৩.৩ ওভার)
চার্লি নট ৫১* (১২৫)
সোফি একলস্টোন ৫/৩৮ (১৪.৩ ওভার)
৬৫০ (১১৮.২ ওভার)
ট্যামসিন বউমন্ট ২০১ (২৩৮)
জেস জোনাসেন ৩/১১১ (২০ ওভার)
৩৬১/৭ (৮৩ ওভার)
জেস জোনাসেন ১৭৩* (২২৪)
লরেন বেল ৩/৩১ (৯ ওভার)
খেলা ড্র
কাউন্টি ক্রিকেট মাঠ, ডার্বি
আম্পায়ার: জেসমিন আরওয়েন (ইংল্যান্ড) ও বর্ণকূলসূর্য রোজ ফার্নান্দো (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া এ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

একমাত্র টেস্ট সম্পাদনা

২২–২৬ জুন ২০২৩
স্কোরকার্ড
৪৭৩ (১২৪.২ ওভার)
অ্যানাবেল সাদারল্যান্ড ১৩৭* (১৮৪)
সোফি একলস্টোন ৫/১২৯ (৪৬.২ ওভার)
৪৬৩ (১২১.২ ওভার)
ট্যামসিন বউমন্ট ২০৮ (৩৩১)
অ্যাশলি গার্ডনার ৪/৯৯ (২৫.২ ওভার)
২৫৭ (৭৮.৫ ওভার)
বেথ মুনি ৮৫ (১৬৮)
সোফি একলস্টোন ৫/৬৩ (৩০.৫ ওভার)
১৭৮ (৪৯ ওভার)
ড্যানিয়েল ওয়ায়াট ৫৪ (৮৮)
অ্যাশলি গার্ডনার ৮/৬৬ (২০ ওভার)
অস্ট্রেলিয়া ৮৯ রানে জয়ী
ট্রেন্ট ব্রিজ, ওয়েস্ট ব্রিজফোর্ড
আম্পায়ার: অ্যানা হ্যারিস (ইংল্যান্ড)[টীকা ১] ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচসেরা: অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ড্যানিয়েল ওয়ায়াট, লরেন ফাইলার (ইংল্যান্ড), কিম গার্থ ও ফিবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া)-এর টেস্ট অভিষেক হয়।
  • অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া) ও ট্যামসিন বউমন্ট (ইংল্যান্ড) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৭]
  • সোফি একলস্টোন (ইংল্যান্ড) ও অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া) টেস্ট ক্রিকেটে নিজেদের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৮][১৯]
  • অ্যাশেজ সিরিজের পয়েন্ট: অস্ট্রেলিয়া ৪, ইংল্যান্ড ০।

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

১ জুলাই ২০২৩
১৮:৩৫
স্কোরকার্ড
ইংল্যান্ড  
১৫৩/৭ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৫৪/৬ (১৯.৫ ওভার)
সোফিয়া ডাংকলি ৫৬ (৪৯)
জেস জোনাসেন ৩/২৫ (৪ ওভার)
বেথ মুনি ৬১* (৪৭)
সোফি একলস্টোন ২/২৪ (৩.৫ ওভার)
অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী
এজবাস্টন ক্রিকেট মাঠ, বার্মিংহাম
আম্পায়ার: অ্যানা হ্যারিস (ইংল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেথ মুনি (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ড্যানিয়েল গিবসন (ইংল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
  • অ্যাশেজ সিরিজের পয়েন্ট: অস্ট্রেলিয়া ২, ইংল্যান্ড ০।

২য় টি২০আই সম্পাদনা

৫ জুলাই ২০২৩
১৮:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড  
১৮৬/৯ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৮৩/৮ (২০ ওভার)
ড্যানিয়েল ওয়ায়াট ৭৬ (৪৬)
অ্যানাবেল সাদারল্যান্ড ৩/২৮ (৪ ওভার)
এলিস পেরি ৫১* (২৭)
সারা গ্লেন ২/২৭ (৪ ওভার)
ইংল্যান্ড ৩ রানে জয়ী
দি ওভাল, লন্ডন
আম্পায়ার: জেসমিন আরওয়েন (ইংল্যান্ড) ও রাসেল ওয়ারেন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ড্যানিয়েল ওয়ায়াট (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যাশেজ সিরিজের পয়েন্ট: ইংল্যান্ড ২, অস্ট্রেলিয়া ০।

৩য় টি২০আই সম্পাদনা

৮ জুলাই ২০২৩
১৮:৩৫ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
১৫৫/৭ (২০ ওভার)
  ইংল্যান্ড
১২১/৫ (১৩.২ ওভার)
এলিস পেরি ৩৪ (২৫)
নাতালি সিভার ২/৩১ (৪ ওভার)
অ্যালিস ক্যাপসি ৪৬ (২৩)
মেগান শুট ২/৩৫ (৩ ওভার)
ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
লর্ড'স, লন্ডন
আম্পায়ার: রাসেল ওয়ারেন (ইংল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যালিস ক্যাপসি (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ইংল্যান্ডের লক্ষ্য ১৪ ওভারে ১১৯ নির্ধারণ করা হয়।
  • অ্যাশেজ সিরিজের পয়েন্ট: ইংল্যান্ড ২, অস্ট্রেলিয়া ০।

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

১২ জুলাই ২০২৩
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
২৬৩/৮ (৫০ ওভার)
  ইংল্যান্ড
২৬৭/৮ (৪৮.১ ওভার)
বেথ মুনি ৮১* (৯৯)
নাতালি সিভার ২/৩৮ (৮ ওভার)
হেদার নাইট ৭৫* (৮৬)
অ্যাশলি গার্ডনার ৩/৪২ (১০ ওভার)
ইংল্যান্ড ২ উইকেটে জয়ী
ব্রিস্টল কাউন্টি মাঠ, ব্রিস্টল
আম্পায়ার: অ্যানা হ্যারিস (ইংল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেদার নাইট (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যাশেজ সিরিজের পয়েন্ট: ইংল্যান্ড ২, অস্ট্রেলিয়া ০।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ২, অস্ট্রেলিয়া ০।

২য় ওডিআই সম্পাদনা

১৬ জুলাই ২০২৩
১১:০০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
২৮২/৭ (৫০ ওভার)
  ইংল্যান্ড
২৭৯/৭ (৫০ ওভার)
এলিস পেরি ৯১ (১২৪)
সোফি একলস্টোন ৩/৪০ (১০ ওভার)
নাতালি সিভার ১১১* (৯৯)
আলানা কিং ৩/৪৪ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৩ রানে জয়ী
রোজ বোল, ওয়েস্ট এন্ড
আম্পায়ার: জেসমিন আরওয়েন (ইংল্যান্ড) ও মাইকেল বার্নস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: আলানা কিং (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যাশেজ সিরিজের পয়েন্ট: অস্ট্রেলিয়া ২, ইংল্যান্ড ০।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ২, ইংল্যান্ড ০।

৩য় ওডিআই সম্পাদনা

১৮ জুলাই ২০২৩
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২৮৫/৯ (৫০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৯৯ (৩৫.৩ ওভার)
নাতালি সিভার ১২৯ (১৪৯)
জেস জোনাসেন ৩/৩০ (৫ ওভার)
এলিস পেরি ৫৩ (৫৮)
কেট ক্রস ৩/৪৮ (৮ ওভার)
ইংল্যান্ড ৬৯ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
কাউন্টি মাঠ, টনটন
আম্পায়ার: অ্যানা হ্যারিস (ইংল্যান্ড) ও মাইকেল বার্নস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাতালি সিভার (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার লক্ষ্য ৪৪ ওভারে ২৬৯ নির্ধারণ করা হয়।
  • অ্যাশেজ সিরিজের পয়েন্ট: ইংল্যান্ড ২, অস্ট্রেলিয়া ০।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ২, অস্ট্রেলিয়া ০।

টীকা সম্পাদনা

  1. ম্যাচের পঞ্চম দিনে অ্যানা হ্যারিসের পরিবর্তে সোফি ম্যাকলেল্যান্ড (ইংল্যান্ড) মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Fixtures announced for Men's and Women's Ashes in 2023"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২ 
  2. "Women's Ashes 2023 Schedule Announced, 5 Day Test Match introduced"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২২ 
  3. "Women's Future Tours Program" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ 
  4. "Ashes 2023: England v Australia series dates, times and venues announced"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২ 
  5. "'My brain was hurting after that day of cricket'"দ্য ক্রিকেট মান্থলি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৩ 
  6. "The Ashes: Ash Gardner takes eight wickets as Australia beat England by 89 runs"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩ 
  7. "The Ashes: England beat Australia by five wickets at Lord's to win T20 leg 2-1"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৩ 
  8. "England deny Aussies Ashes victory, take ODI series 2-1"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৩ 
  9. "Women's Ashes: England inflict Australia's first ODI series defeat in a decade"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৩ 
  10. "Two uncapped players in England's Test squad for Women's Ashes 2023"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৩ 
  11. "England Women name squad for We Got Game ODI Ashes series"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৩ 
  12. "Danielle Gibson called into England's T20I squad for Women's Ashes"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৩ 
  13. "Litchfield, Garth included in Australia's Ashes squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৩ 
  14. "Lanning ruled out of the Ashes, Healy to lead Australia"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৩ 
  15. "Lanning ruled out of Ashes, Healy to lead Aussies"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৩ 
  16. "Capsey, Davidson-Richards cut from England Test squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৩ 
  17. "Beaumont leads England's strong reply after Sutherland's record ton"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৩ 
  18. "Tammy Beaumont century leads England fightback as runs flow in Ashes Test"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৩ 
  19. "Ashleigh Gardner's masterclass guides Australia to 89-run victory against England in Women's Ashes"এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা